Tag Archives: Bengali Serial TRP List

Bengali Serial TRP: টিআরপি-তে বিরাট চমক…! কড়া টক্করে কে হল ‘সেরার সেরা’? কার মন ভাঙল, রইল সেরা দশ

কলকাতা: একদিকে ভোট, অন্যদিকে আইপিএল৷ সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ঘরেই সিরিয়ালের টিআরপি অনেকটাই কম৷ ফের সেরার সেরা-র জায়গা ছিনিয়ে নিয়েছে নিম ফুলের মধু৷ তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ যেই ট্রেলার নিয়ে নেটদুনিয়ায় হাসির রোল উঠেছিল সেই থিমেই প্রথম স্থান ছিনিয়ে নিল নিম ফুলের মধু৷ দীর্ঘদিন বাদে আবার পুরনো সিংহাসন ফিরে পেল নিম ফুলের মধু৷

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

নিম ফুলের মধু- ৭.৩ (প্রথম)

ফুলকি – ৬.৮ (দ্বিতীয়)

কথা- গীতা LLB-৬.৬ (তৃতীয়)

কোন গোপনে মন ভেসেছে-৬.৩ (চতুর্থ)

জগদ্ধাত্রী -৬.১ (পঞ্চম)

অনুরাগের ছোঁয়া – ৫.৫(ষষ্ঠ)

বঁধুয়া- ৫.৪ (সপ্তম)

জল থই থই ভালোবাসা-৫.১ (অষ্টম)

রোশনাই-৪.৫ (নবম)

আলোর কোলে-মিঠিঝোরা-৪.৩ (দশম)

আরও পড়ুন-      চরম আর্থিক অনটন! দিনে মাত্র ৫০ টাকা আয়, খরচ বাঁচাতে যা করতেন নায়িকা…! বিখ্যাত পরিচালকের মেয়ের রোজগার শুনলে আঁতকে উঠবেন

চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় বড় চমক দিয়ে এবার সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷ ৭. ৩ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷ ৬.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ৷ ৬.৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘গীতা LLB’, ‘কথা’ ৷ ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ৷ ৬.১ নম্বর নিয়ে পঞ্চম স্থান রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷

Bengali Serial TRP: সিংহাসন হাতছাড়া! কার কাছে হার ‘নিম ফুলের মধু’-র? কড়া টেক্কা দিয়ে কে হল এই সপ্তাহের ‘বেঙ্গল টপার’

কলকাতা: গত সপ্তাহের থেকে টিআরপি তালিকায় নম্বর অনেকেটাই কমেছে৷ একদিকে ভোট, অন্যদিকে আইপিএল৷ সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ঘরেই সিরিয়ালের টিআরপি অনেকটাই কম৷ গত কয়েক সপ্তাহ ঘরেই সেরার সেরা-র জায়গা ধরে রেখেছে নিম ফুলের মধু৷ তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ এবার সিংহাসন হারাল পর্না৷

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ তবে এবারও ‘সেরার সেরা’মুকুট হাতছাড়া হল ‘জগদ্বাত্রী’র৷ অন্তঃসত্ত্বা হওয়ার পরও সেভাবে নম্বর বাড়ল না৷ ‘নিম ফুলের মধু’-কে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক’ফুলকি’৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

ফুলকি- ৭.০ (প্রথম)

নিম ফুলের মধু- – ৬.৮ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৬.৭ (তৃতীয়)

কথা-৬.৪ (চতুর্থ)

গীতা LLB-কোন গোপনে মন ভেসেছে-৬.৩ (পঞ্চম)

বঁধুয়া – ৫.৬(ষষ্ঠ)

জল থই থই ভালোবাসা- ৪.৯ (সপ্তম)

তুমি আশেপাশে থাকলে-৪.৮ (অষ্টম)

অনুরাগের ছোঁয়া-আলোর কোলে-লাভ বিয়ে আজকাল ও রোশনাই-৪.৭ (নবম)

কার কাছে কই মনের কথা-৪.৫ (দশম)

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় বড় চমক দিয়ে এবার সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’৷ ৭. ০ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক’ফুলকি’, তবে গত সপ্তাহের থেকেও নম্বর অনেকটাই কমেছে৷ ৬.৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷ ৷ ৬.৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.৪ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কথা’৷ ৬.৩ নম্বর নিয়ে পঞ্চম স্থান রয়েছে যৌথ ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘গীতা LLB’ ৷

Bengali Serial TRP: টিআরপি-তে জোড়া চমক! হাড্ডাহাড্ডি টক্করে কে হল ‘সেরার সেরা’? কার মন ভাঙল, রইল সেরা দশ

কলকাতা: একদিকে ভোট, অন্যদিকে আইপিএল৷ সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ঘরেই সিরিয়ালের টিআরপি অনেকটাই কম৷ গত কয়েক সপ্তাহ ঘরেই সেরার সেরা-র জায়গা ধরে রেখেছে ফুলকি৷ তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ এবার জোড়া চমক টিআরপি-তালিকায়৷

বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ তবে এবারও ‘সেরার সেরা’মুকুট হাতছাড়া হল ‘জগদ্বাত্রী’র৷ অন্তঃসত্ত্বা হওয়ার পরও সেভাবে নম্বর বাড়ল না৷ সকলকে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং ‘ফুলকি’৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে আচমকা এমন রদবদল দেখে স্বভাবতই চমকে যান ভক্তরা৷ আইপিএল-সময় নম্বর কম থাকলেও যৌথ দুই ধারাবাহির ‘সেরার সেরা’মুকুট ছিনিয়ে নিয়েছে ৷ ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

নিম ফুলের মধু-ফুলকি- ৭.৭ (প্রথম)

জগদ্ধাত্রী- ৭.২ (দ্বিতীয়)

কোন গোপনে মন ভেসেছে- ৬.৯ (তৃতীয়)

গীতা LLB-৬.৩ (চতুর্থ)

কথা-৬.০ (পঞ্চম)

জল থই থই ভালোবাসা – ৫.১ (ষষ্ঠ)

বঁধুয়া- ৫.০ (সপ্তম)

অনুরাগের ছোঁয়া-আলোর কোলে-৪.৮ (অষ্টম)

অষ্টমী-৪.৬ (নবম)

কার কাছে কই মনের কথা-৪.২ (দশম)

চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় বড় চমক দিয়ে এবারও যৌথভাবে সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’৷ ৭. ৭ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু ‘ ও ‘ফুলকি’ ৷ ৭.২ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’৷ ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘গীতা LLB’৷ ৬.০ নম্বর নিয়ে পঞ্চম স্থান পেয়েছে ধারাবাহিক ‘কথা’ ৷

Bengali Serial TRP: মেয়ের মা হতেই কি ভাগ্য ঘুরল পর্ণার? কে হল এই সপ্তাহের ‘বেঙ্গল টপার’! রইল সেরা দশ

কলকাতা: আইপিএল শুরু হতেই টিআরপি-তে বড় চমক৷ একদিকে ভোট, অন্যদিকে আইপিএল৷ সব মিলিয়ে বেশ কয়েক সপ্তাহ ঘরেই সিরিয়ালের টিআরপি অনেকটাই কম৷ গত কয়েক সপ্তাহ ঘরেই সেরার সেরা-র জায়গা ধরে রেখেছে ফুলকি৷ তবে চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷

বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ তবে এবারও ‘সেরার সেরা’মুকুট হাতছাড়া হল ‘জগদ্বাত্রী’র৷ সকলকে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে আচমকা এমন রদবদল দেখে স্বভাবতই চমকে যান ভক্তরা৷ আইপিএল-সময় নম্বর কম থাকলেও ‘সেরার সেরা’মুকুট ছিনিয়ে নিল ‘নিম ফুলের মধু’৷ মেয়ের মা হতেই কি নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক৷ ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

নিম ফুলের মধু- ৭.৯ (প্রথম)

ফুলকি- ৭.৬(দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৭.৩ (তৃতীয়)

কোন গোপনে মন ভেসেছে-৬.৯ (চতুর্থ)

গীতা LLB-৬.৮ (পঞ্চম)

কথা- ৬.৩ (ষষ্ঠ)

অনুরাগের ছোঁয়া- ৫.৮ (সপ্তম)

জল থই থই ভালোবাসা -৫.৭(অষ্টম)

অষ্টমী– ৫.৪ (নবম)

বঁধুয়া-৫.৩ (দশম)

চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় বড় চমক দিয়ে এবারও সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷ ৭. ৯ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু ‘ ৷ ৭.৬ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’৷ ৭.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী ‘ ৷ ৬.৯ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’৷ ৬.৮ নম্বর নিয়ে পঞ্চম স্থান পেয়েছে ধারাবাহিক ‘গীতা LLB’ ৷

Bengali Serial TRP : IPL ঝড়ে বোল্ডআউট একাধিক মেগা! ধরাশায়ী ‘জগদ্ধাত্রী’, সেরার মুকুট কার মাথায়?

কলকাতা: আইপিএলের মরশুম শুরু হতেই হুহু করে কমেছে বাংলা সিরিয়ালের টিআরপি-তে। এই সপ্তাহে সেরার সেরা ‘নিম ফুলের মধু’। কিন্তু এই মেগার ঝুলিতে রয়েছে মাত্র ৭.৭ নম্বর। টপার পজিশনে থাকা ধারাবাহিকের নম্বর দেখেই বোঝা যাচ্ছে যে সামগ্রিকভাবে বাংলা সিরিয়ালের টিআরপি পড়েছে। কারণ প্রতি সপ্তাহে যেসব মেগা বেঙ্গল টপার হয় গড়ে তাঁদের নম্বর ৮-এর ঘরে থাকে, এমনকী কখনও কখনও ৯-এর ঘরেও পৌঁয়ছে যায়। তাই সবটা মিলিয়ে বলা যেতেই পারে বাংলা মেগার টিআরপিতে আইপিএলের প্রভাব প্রকট। এই প্রভাব অবশ্য গত সপ্তাহ থেকেই দেখা গিয়েছিল। উল্লেখ্য, আগের সপ্তাহের থেকে এই সপ্তাহে ‘নিম ফুলের মধু’র নম্বর সামান্য কমেছে

তবে সব কিছুর মধ্যেও জি বাংলার সঙ্গে লড়াইয়ে পিছিয়েই রইল স্টার জলসা। জি বাংলার জনপ্রিয় তিন ধারাবাহিক এই সপ্তাহেও সেরা তিনে। গত কয়েক সপ্তাহ ধরে একদম উপরে থাকা ফুলকি আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও দ্বিতীয় স্থানে। এই সপ্তাহে ফুলকির রেটিং তবে একই রইল, ৭.৬। তবে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ধরে ‘নিম ফুলের মধু’ হচ্ছিল জোর টক্কর কিন্তু পুরো বাজি পাল্টে দিয়ে সব মেগাকে ছাপিয়ে গত সপ্তাহ থেকেই সেরার আসনে ‘নিম ফুলের মধু’। ‘জগদ্ধাত্রী’ রইল তৃতীয় স্থানে। তবে আগের সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে।

এই সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ পেয়েছে মাত্র ৭.৫ নম্বর। তবে ‘জগদ্ধাত্রী’র নতুন প্রোমোতে দেখানো হয়েছে হঠাৎই মাথা ঘুরে পড়ে যাচ্ছে সে। তা দেখে অনেকেই আন্দাজ করছেন সম্ভবত এবার জগদ্ধাত্রীর প্রেগনেন্সি দেখানো হবে মেগাতে। সয়ম্ভূ আর জগদ্ধাত্রীর জীবনের এই নতুন পর্ব হয়ত কিছুটা হলেও ধারাবাহিকের টিআরপি বৃদ্ধি করতে করতে পারে।

চতুর্থ স্থানে স্টার জলসার ‘গীতা এল.এল.বি’। চ্যানেল সেরা হলেও এই সপ্তাহেও সেরা তিনে জায়গা করে নিতে পারল না গীতা। চার নম্বরে থাকা গীতা এলএলবি-র ঝুলিতে ৭.০ নম্বর। পঞ্চম স্থান ‘কোন গোপনে মন ভেসেছে’।

দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে

প্রথম নিম ফুলের মধু
দ্বিতীয় ফুলকি
 তৃতীয়  জগদ্ধাত্রী
চতুর্থ গীতা এলএলবি
পঞ্চম কোন গোপনে মন ভেসেছে
ষষ্ঠ কথা
সপ্তম অনুরাগের ছোঁয়া
অষ্টম জল থই থই ভালোবাসা
নবম বঁধুয়া
দশম কার কাছে কই মনের কথা