Tag Archives: Mitchell starc

IND vs AUS: ভারতকে ১০ উইকেটে দুরমুশ করল অস্ট্রেলিয়া! দুই মিচেলেই শেষ টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া জয়ী ১০ উইকেটে

বিশাখাপত্তনম: বিশাখাপত্তনমের মাঠে ভারতীয় ক্রিকেটের জন্য এত বড় লজ্জা অপেক্ষা করছিল অনেকেই বুঝতে পারেনি। জঘন্য ব্যাটিং বিপর্যয়ের পর অস্ট্রেলিয়ার জয় শুধু সময়ের অপেক্ষায় সেটা বোঝার জন্য ক্রিকেট পন্ডিত হওয়ার দরকার ছিল না। ১১৮ তাড়া করতে নেমে হেড এবং মিচেল মার্শ প্রথম থেকেই পজিটিভ খেলা শুরু করেন। বিশেষ করে মার্শ।

রুদ্রমূর্তি ধারণ করেন তিনি। শামি, সিরাজ, কুলদীপদের যেমন ইচ্ছে তেমন মারলেন। মেরে চামড়া গুটিয়ে দেওয়া যাকে বলে। ভারত বুঝতেই পারছিল না তাকে কিভাবে আটকাবে। তার আগে মিচেল স্টার্কের সামনে দাঁড়াতেই পারল না ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাত্র ১১৭ রানে অল-আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। যা একদিনের ক্রিকেটের ঘরের মাঠে ভারতের চতুর্থ সর্বনিম্ন স্কোর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর তো বটেই। তাৎপর্যপূর্ণভাবে সর্বনিম্ন স্কোরের নিরিখে প্রথম চারটির মধ্যে দুটি ম্যাচের অধিনায়ক হলেন রোহিত শর্মা। বৃষ্টির জেরে যে ম্যাচ আদৌও হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই পরিস্থিতিতে টিম ইন্ডিয়াকে ছারখার করে দেন স্টার্ক। আট ওভারে ৫৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন।

আউট করেন শুভমন গিল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল এবং মহম্মদ সিরাজকে। তিনটি উইকেট পান সিন অ্যাবট এবং দুটি উইকেট উইকেট নেন নাথান এলিস। মুম্বইতে প্রথম ম্যাচ জয়ের পর আজ ভারত সিরিজ শেষ করে দেবে এমন আশা ছিল অনেক ক্রিকেট প্রেমীর।

দুই অস্ট্রেলিয়ান ওপেনার এবং বল হাতে মিচেল স্টার্ক সেই আশায় জল ঢেলে দিলেন। দুই মিচেল মিলে শেষ করে দিলেন ভারতকে। আগামী বুধবার চেন্নাইতে নির্ণায়ক ম্যাচে ভারত প্রতিশোধ নিয়ে সিরিজ জয় করতে পারে কিনা সেটাই এখন দেখার।

`গতির আগুনে ভারতকে পুড়িয়ে দেব’! সিরিজ শুরুর আগেই হুঙ্কার অজি পেস তারকা স্টার্কের

#মেলবোর্ন: ভারতের মাটিতে আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা বর্ডার গাভাস্কার ট্রফিতে ভালো প্রদর্শন করা তার কাছে বিরাট চ্যালেঞ্জের। ৯ ই ফেব্রুয়ারি থেকে ভারত অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। অস্ট্রেলিয়া ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্টার্ক বলেন, ভারতে পরিবেশ কিরকম হবে আগের থেকে ধারণা করা সম্ভব নয়।

অস্ট্রেলিয়া দলের কাছে এটা বিরাট চ্যালেঞ্জের হবে। স্টার্ক বলেন, আগে থেকে জানা কোনোমতেই সম্ভব নয়, ভারতে আমরা কি ধরণের পরিবেশ পাব সেই বিষয়ে। কিন্তু আমাদের কিছু ধারণা আছে, সেই ধারনা হল এই যে বল সেখানে অবশ্যই ঘুরবে। খেলা শুরুর আগে অথবা কোন উইকেটে খেলা হবে সেটা জানার আগে উইকেটের চরিত্র সম্পর্কে বোঝা সম্ভব নয়।

ফলে একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের কাছে। সম্প্রতি আঙুলে চোট পান অস্ট্রেলিয়া দলের এই ভরসাযোগ্য ফাস্ট বোলার। কিন্তু ভারতে সিরিজের জন্য তাকে ইতিমধ্যেই ফিট ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে তার আগুনে গতিই সম্বল বলে জানিয়েছেন স্টার্ক। তার আগুনে গতি ও সুইং দিয়েই ভারতের ব্যাটারদের পরাস্ত করতে চান টেস্ট ক্রিকেটে ৩০১ টি উইকেট নেওয়া স্টার্ক।

তিনি বলেন, শক্তিশালী দল নিয়েই আমরা ভারতে যাচ্ছি। আমাদের ভারত সফর অনেকটাই লম্বা। আগামী দুমাসে অস্ট্রেলিয়া ভাল ক্রিকেট খেলবে ও সফল হবে বলেই আত্মবিশ্বাসী স্টার্ক। অস্ট্রেলিয়ান পেস ব্যাটারি যথেষ্ট শক্তিশালী ও বিভিন্ন পরিবেশে পরীক্ষিত। অধিনায়ক প্যাট কামিন্স ,অভিজ্ঞ জশ হেজেলউড, স্কট বোল্যান্ড, তরুণ লান্স মরিস ভারতের টপ অর্ডারকে নাস্তানাবুদ করার দায়িত্বে থাকবেন।