১০০ বছর পর অভিনব রেকর্ডে নাম অশ্বিনের, টেস্টে ৩০০ উইকেটের ক্লাবে ইশান্ত

#চেন্নাই: ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে যে ইংল্যান্ড ৫৭৮ রানের পাহাড় প্রমাণ স্কোর করেছিল, তারাই দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অলআউট৷ সৌজন্যে দেশের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷ তামিলনাড়ুর ক্রিকেটার একাই তুলে নিলেন হাফ ডজন উইকেট৷

সোমবার ভারত-ইংল্যান্ড (India vs England) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনের খেলা ছিল৷ আর এদিন সকালেই এক অনন্য রেকর্ড করলেন অশ্বিন৷ যা বিগত ১০০ বছরে দেখেনি বাইশ গজ৷ এদিন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস অশ্বিনের প্রথম বল তথা ইনিংসেরও প্রথম বলেই অজিঙ্ক রাহানের (Ajinkay Rahane) হাতে ক্যাচ আউট হয়ে যান৷ আর এই উইকেট নেওয়ার সঙ্গেই ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন অশ্বিন৷ ১০০ বছর পর প্রথম কোনও স্পিনার হিসাবে অশ্বিন ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন৷ এর আগে ১৯০৭ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) স্পিনার বার্ট ভগলারের (Bert Vogler) এই নজির ছিল৷ দেখতে গেলে ঠিক ১১৩ বছর পর ফের এরকমটা করলেন কোনও স্পিনার৷

অন্যদিকে এদিন ইশান্ত শর্মা (Ishant Sharma) ৩০০ টেস্ট উইকেটের ক্লাবে যোগ দিলেন৷ এদিন তিনে ব্যাট করতে আসা ড্যান লরেন্সকে ফেরাতেই ইশান্ত উইকেটের ট্রিপল সেঞ্চুরি করে ফেলেন৷ ভারতের ৬ নম্বর বোলার ও তৃতীয় পেসার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইশান্তের ৩০০ উইকেট চলে এল৷ তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble, ৬১৯), কপিল দেব (Kapil Dev, ৪৩৪), হরভজন সিং (Harbhajan Singh, ৪১৭), অশ্বিন (৩৮৬), জাহির খান (Zaheer Khan, ৩১১) ও ইশান্ত (৩০০)