বুধের রাতের স্মৃতি শিউড়ে উঠছেন বাবা

RG Kar Hospital Clash: এমার্জেন্সি বিল্ডিংয়ে ২ মাসের মেয়ে, স্ত্রী! বুধের রাতের স্মৃতিতে শিউড়ে উঠছেন বাবা

কলকাতাঃ রাত দখলের রাতে ভাঙচুর চলল আরজি কর হাসপাতালে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগতদের ভিতরে ঢুকতে বারণ করেন। কিন্তু এই বহিরাগতদের আটকানো যায়নি। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা। ভাঙচুর চালানো হয় সেই এমার্জেন্সি বিল্ডিংয়েই। আতঙ্কিত রোগীরা। সেই তালিকায় ২ মাসের কন‍্যার বাবা কাবু আবদুল্লা মোল্লা।

আরও পড়ুনঃ ‘মধ্যরাতে মেয়েদের রাত দখল’-এর লড়াই, তাণ্ডব আরজি করে ! ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক এসইউসিআইয়ের

আবদুল্লা মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় এলাকায়। জুলাই মাসের ১৩ তারিখে আর জি কর হাসপাতালে মেয়েকে ভর্তি করিয়েছিলেন নিউমোনিয়া নিয়ে। টানা প্রায় ১৫ দিন আইসিইউতে ছিল দু-মাসের আকিবা। আব্দুল্লাহর স্ত্রী লালবানু খাতুন সেই থেকে মেয়ের কাছে।

মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে দু মাসের শিশুকে নিয়ে একমাস ধরে হাসপাতালে। আবার যেন মেয়েকে হারানোর ভয় গতকাল রাতে। যখন কাঁদানে গ্যাসের ধোঁয়ায় চোখ জ্বলছিল তার থেকেও বেশি আশঙ্কা বেশি আতঙ্ক মেয়ে এবং স্ত্রী ঠিক আছে তো?

 

আর জি কর হাসপাতালের ইমারজেন্সি বিভাগের সাত তলায়। অন্যান্য রাতের মতই বাইরে প্রতীক্ষা আব্দুল্লার। হঠাৎ উত্তেজিত জনতার আক্রমণ। ভয়ে পালিয়ে যান। পুলিশের পাল্টা কাঁদানে গ্যাস। স্ত্রী ফোন করে জানাচ্ছে আতঙ্কের কথা। গতকালের এই পরিস্থিতির পর আজও আব্দুল্লা রোগী প্রতীক্ষালয়ে।