21 July: একুশের সমাবেশে সরাসরি মশা সেজেই চলে এলেন একজন…কী কারণ? দেখে নিন ভিডিয়োয়

পশ্চিম মেদিনীপুর থেকে সাইকেল নিয়ে তৃণমূল সমর্থক তৃণাঙ্কুর পাল মশা সেজে ডেঙ্গি সচেতনতার প্রচারে একুশের মঞ্চের সামনে।‌ বর্তমান সময়ে মশাবাহিত রোগের উপদ্রব দেখা যায়। তাই আজকের দিনটাকেই এই সমর্থক বেছে নিলেন সাধারণ মানুষকে সচেতন করতে। ‌ সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলা চত্বর ঘুরে বেড়াচ্ছেন তৃণাঙকুর।

মশার হাত থেকে বাঁচতে নিজেকে মশা সাজিয়ে সাধারন মানুষকে দিচ্ছেন সচেতনতার পাঠ। ‌ বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ‌ নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন সহ নানান বিষয়ে সাধারন মানুষকে অভিনব উদ্যোগে সচেতন করছেন।‌ আজকের দিনটাকেই কেন বেছে নিলেন? প্রশ্নের উত্তরে তৃণাঙকুর বললেন,’ বর্ষা আসতে না আসতেই আমি আমার এলাকায় প্রচার করি যাতে সাধারণ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত না হন। আর আজ যেহেতু ধর্মতলায় প্রচুর মানুষের সমাগম হবে সেই জন্যই একুশে জুলাই দিনটা বেছে নিলাম কলকাতায় আসার জন্য।’