একুশে জুলাই আবহাওয়ার চোখরাঙানি! মঞ্চসজ্জায় সামান‍্য বদল, মুখ‍্যমন্ত্রী থাকবেন কোথায়? জানুন খুঁটিনাটি

২১ জুলাইয়ের দিন ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমছে। পুরীতে স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে চলে যাবে নিম্নচাপ। ফলে একুশে জুলাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শনিবার ও সোমবার দু’দিন বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দুপুরে নিম্নচাপটির অবস্থান পুরী থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে ৪৫ থেকে ৫৫ এমনকী সর্বোচ্চ ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।