হিসেবনিকেশ করতে বললেই গায়ে জ্বর আসে! সংখ্যার কচকচানি ভাল লাগে না মোটেই। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সংখ্যাই সব। সবটাই সুদ আর মূলধনের খেলা। শতাংশের ওঠাপড়া। অতএব হিসেব করতেই হবে। আসল কথা হল, মূল বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা চাই। তাহলেই ভয় কেটে যাবে। তখন সংখ্যাই হয়ে উঠবে প্রাণের বন্ধু।

Women Earning: মহিলা উদ্যোক্তদের হেয় করবেন না, পরিষ্কার রোজগারের মাথা, কীভাবে হয় লক্ষ লক্ষ আয়?

হিসেবনিকেশ করতে বললেই গায়ে জ্বর আসে! সংখ্যার কচকচানি ভাল লাগে না মোটেই। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সংখ্যাই সব। সবটাই সুদ আর মূলধনের খেলা। শতাংশের ওঠাপড়া। অতএব হিসেব করতেই হবে। আসল কথা হল, মূল বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা চাই। তাহলেই ভয় কেটে যাবে। তখন সংখ্যাই হয়ে উঠবে প্রাণের বন্ধু।
হিসেবনিকেশ করতে বললেই গায়ে জ্বর আসে! সংখ্যার কচকচানি ভাল লাগে না মোটেই। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে সংখ্যাই সব। সবটাই সুদ আর মূলধনের খেলা। শতাংশের ওঠাপড়া। অতএব হিসেব করতেই হবে। আসল কথা হল, মূল বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা চাই। তাহলেই ভয় কেটে যাবে। তখন সংখ্যাই হয়ে উঠবে প্রাণের বন্ধু।
গত ১৩ ফেব্রুয়ারি ছিল জাতীয় নারী দিবস। এই দিন মহিলা উদ্যোক্তারা বিনিয়োগ নিয়ে কী ভাবছেন, ঝুঁকি ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, সেই সব নিয়ে আলোচনা করলেন। সেখান থেকেই তুলে দেওয়া হল, মহিলা উদ্যোক্তাদের ভাবনায় বিনিয়োগের মূল নির্যাসটুকু।
গত ১৩ ফেব্রুয়ারি ছিল জাতীয় নারী দিবস। এই দিন মহিলা উদ্যোক্তারা বিনিয়োগ নিয়ে কী ভাবছেন, ঝুঁকি ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা কতটা গুরুত্বপূর্ণ, সেই সব নিয়ে আলোচনা করলেন। সেখান থেকেই তুলে দেওয়া হল, মহিলা উদ্যোক্তাদের ভাবনায় বিনিয়োগের মূল নির্যাসটুকু।
ধারাবাহিকতাই চাবিকাঠি:ম্যাডচ্যাটার ব্র্যান্ড সলিউশনের প্রতিষ্ঠাতা রচনা বড়ুয়া, সঞ্চয়ের ক্ষেত্রে ধারাবাহিকতার তাৎপর্য ব্যাখ্যা করেন। তাঁর কথায়, ‘দীর্ঘমেয়াদি অভ্যাস থেকেই ধারাবাহিকতা আসে। ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করতে এটা গুরুত্বপূর্ণ’।
ধারাবাহিকতাই চাবিকাঠি:
ম্যাডচ্যাটার ব্র্যান্ড সলিউশনের প্রতিষ্ঠাতা রচনা বড়ুয়া, সঞ্চয়ের ক্ষেত্রে ধারাবাহিকতার তাৎপর্য ব্যাখ্যা করেন। তাঁর কথায়, ‘দীর্ঘমেয়াদি অভ্যাস থেকেই ধারাবাহিকতা আসে। ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করতে এটা গুরুত্বপূর্ণ’।
দীর্ঘ মেয়াদ:দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকে দেখা উচিত বলে মনে করেন রচনা বড়ুয়া। সাধারণ ভাবে এটাকে তুচ্ছ বিষয় মনে হতে পারে। কিন্তু প্রতিটা অবদানে সময়ের সঙ্গে সঙ্গে কমপাউন্ড হারে সুদ যোগ হয়। ভবিষ্যতে মোটা টাকা রিটার্ন হাতে আসে, আর কমে আর্থিক চাপও।
বুমলেট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর প্রীতি সিংও রচনার সঙ্গে একমত। তাঁর কথায়, ‘কৌশলগত ফান্ড বরাদ্দের মধ্যেই আসল খেলা লুকিয়ে রয়েছে। দীর্ঘমেয়াদি লাভের জন্য সঠিক জায়গা খুঁজে বের করতে হয়। এর জন্য চাই কার্যকরী মূলধন ব্যবস্থাপনা’। তাঁর স্পষ্ট কথা, ‘হিসেবনিকেশ করে ঝুঁকি নিতে হবে। এতে যে শুধু সুযোগই তৈরি হয়, তা নয়, আর্থিক জ্ঞানও পাওয়া যায়’।
দীর্ঘ মেয়াদ:
দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে বিনিয়োগকে দেখা উচিত বলে মনে করেন রচনা বড়ুয়া। সাধারণ ভাবে এটাকে তুচ্ছ বিষয় মনে হতে পারে। কিন্তু প্রতিটা অবদানে সময়ের সঙ্গে সঙ্গে কমপাউন্ড হারে সুদ যোগ হয়। ভবিষ্যতে মোটা টাকা রিটার্ন হাতে আসে, আর কমে আর্থিক চাপও।
বুমলেট গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর প্রীতি সিংও রচনার সঙ্গে একমত। তাঁর কথায়, ‘কৌশলগত ফান্ড বরাদ্দের মধ্যেই আসল খেলা লুকিয়ে রয়েছে। দীর্ঘমেয়াদি লাভের জন্য সঠিক জায়গা খুঁজে বের করতে হয়। এর জন্য চাই কার্যকরী মূলধন ব্যবস্থাপনা’। তাঁর স্পষ্ট কথা, ‘হিসেবনিকেশ করে ঝুঁকি নিতে হবে। এতে যে শুধু সুযোগই তৈরি হয়, তা নয়, আর্থিক জ্ঞানও পাওয়া যায়’।
আর্থিক জ্ঞান:উদ্যোক্তা এবং কবি মেঘা চোপড়া আর্থিক জ্ঞান বৃদ্ধির উপর জোর দিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগের জটিলতা বোঝা, বাজেট এবং নগদ ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে উদ্যোক্তাদের ক্ষেত্রে। তিনি বলেন, আর্থিক বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তবেই দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে’।
আর্থিক জ্ঞান:
উদ্যোক্তা এবং কবি মেঘা চোপড়া আর্থিক জ্ঞান বৃদ্ধির উপর জোর দিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগের জটিলতা বোঝা, বাজেট এবং নগদ ব্যবস্থাপনা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে উদ্যোক্তাদের ক্ষেত্রে। তিনি বলেন, আর্থিক বিষয়ে স্পষ্ট ধারণা থাকতে হবে। নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। তবেই দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়বে’।