LSG vs SRH : আইপিএলে আজ নবাব বনাম নিজামের লড়াই! রাহুলদের সামনে মায়াঙ্কদের সানরাইজার্স

লখনউ: নবাবের শহরে আজ আগমন নিজামের শহরের দলের। এভাবেই দেখা যেতে পারে লখনউ বনাম হায়দারাবাদ ম্যাচটাকে। একদিকে অধিনায়ক কে এল রাহুল অন্যদিকে ভুবনেশ্বর কুমার। দুজনেই এখনও পর্যন্ত ফ্লপ। আইপিএলের শুরুটা ভাল হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৭২ রানে হেরেছেন ভুবনেশ্বর কুমাররা।

সেই ব্যর্থতা ভুলে শুক্রবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য হায়দরাবাদের। ভরসা দিচ্ছে নিয়মিত অধিনায়ক আইডেন মার্করামের আগমন। ভারতে আসার আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ওয়ান ডে’তে ১৭৫ রানের ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা। সেই ফর্ম আইপিএলেও বজায় রাখতে চাইবেন তিনি। তাঁর সঙ্গে আরও দুই প্রোটিয়া ক্রিকেটার হেনরিখ ক্লাসেন এবং মার্কো জানসেন দলে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে হায়দরাবাদের।

আরও পড়ুন – KKR: ‘অধিনায়ক শব্দটার মর্যাদা রাখছে না’! নাইট নীতিশ রানার ওপর চটে গেলেন গাভাসকার

উল্লেখ্য, প্রথম ম্যাচে মার্করামের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন ভুবি। প্রথম ম্যাচে তাঁদের ব্যাটিং বেশ ছন্নছাড়া দেখিয়েছে। টপ অর্ডারে মায়াঙ্ক আরগওয়াল ছাড়া কেউ রান পাননি। তবে মার্করাম ও ক্লাসেন যোগ দেওয়ায় ব্যাটিং গভীরতা বাড়বে। সানরাইজার্সের বোলিং অবশ্য বেশ শক্তিশালী। ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিকের সঙ্গে পেস বিভাগে রয়েছেন আফগানিস্তানের ফারুকি। স্পিন বিভাগে ভরসা ওয়াশিংটন সুন্দর।

অন্যদিকে, টুর্নামেন্টের শুরুটা দাপটে করলেও দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে লখনউ। চেন্নাইয়ের কাছে ১২ রানে হারে তারা। সেই ব্যর্থতা ভুলে ঘরের মাঠে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য লোকেশ রাহুলদের। এই অবস্থায় ক্যাপ্টেনের ফর্ম ভাবাচ্ছে লখনউকে। অবশ্য গত দু’ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন কাইল মেয়ার্স। বোলিংয়ে গতির বিস্ফোরণে ঘটাচ্ছেন মার্ক উডও।

প্রথম দুই ম্যাচে তাঁর ঝুলিতে ৮ উইকেট। আর স্পিন বিভাগের ভরসা রবি বিষ্ণোই। সানরাইজার্স দলের হয়ে মার্করাম নিজেও বল করতে পারেন প্রয়োজনে। ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুক ছন্দ পেয়ে গেলে হায়দারাবাদ আরও কঠিন দল হয়ে উঠতে পারে।