Tag Archives: LSG

IPL 2024 Playoffs Scenario: প্রথম দল হিসেবে প্লে অফে কেকেআর, বাকি ৩ দল কারা? পয়েন্ট টেবিলে বড় চমক

আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
আইপিএল ২০২৪-এর প্রথম দল হিসেবে প্লেঅফে কোয়ালিফাই করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফ্যানেদের সুখবর দিয়েছে কেকেআর। ১২ ম্য়াচে ৯ জয়, ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে নাইটরা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
শুধু প্লে অফে কোয়ালিফাই করাই নয়, প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়াও পাকা করে ফেলেছে কেকেআর। বাকি ম্যাচগুলিতে কেকেআর ও রাজস্থান রয়্যালসের ফলাফলের উপর নির্ভর করবে লিগ টপার হবে কোন দল। তবে কেকেআরের রানরেট ভাল থাকায় প্রথম দুইয়ে জায়গা পাকা।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
রাজস্থান রয়্যালসের বর্তমানে ১১ ম্যাচে ৮ জয়, ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারিভাবে প্লেঅফের টিকিট পাকা না হলেও কার্যত পাকা হয়ে গিয়েছে। আর দুটি ম্যাচ জিতলেই রাজস্থানেরও প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়া পাকা হয়ে যাবে।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১২ ম্যাচে ৭ জয়, ১৪ পয়েন্ট প্যাট কামিন্সের দলের। ফলে হায়দাবাদের কাছেও শেষ দুটি ম্যচ জিতলে প্রথম দুইয়ে থেকে প্লেঅফে যাওয়ার সুযোগ রয়েছে। আর রানরেট ভাল থাকায় একটি ম্যাচ জিতলে প্লেঅফ কার্যত পাকা হয়ে যাবে এসআরএইচের।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
এরপর চতুর্থস্থান নিয়েই চলছে জোর টক্কর। ১২ ম্যাচে ৬ জয়, ১২ পয়েন্ট নিয়ে রানরেটের বিচারে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই, পঞ্চম স্থানে রয়েছে দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে লখনউ। ফলে আগামী ২টি ম্যাচ জিততে পারলে তিনটি দলের কাছেই সুযোগ রয়েছে প্লেঅফে যাওয়ার।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।
১২ ম্যাচ ৫ জয়, ১০ পয়েন্টে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স। এই দুই দল যদি সব ম্যাচ জেতে তাহলে শেষ করবে ১৪ পয়েন্টে। প্লেঅফে যাওয়ার ক্ষীণ আশা থাকলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। একমাত্র মুম্বই ও পঞ্জাবের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে।

KL Rahul Captaincy: সঞ্জীব গোয়েঙ্কা আদৌ তাঁকে রাখবেন না পরের মরশুমে! তাই নিজের থেকে পদ থেকে সরে যাওয়ার সম্ভাবনা কেএল রাহুলের?

সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচের পর এক অন্য ছবি দেখছে ক্রিকেট দুনিয়া৷ মাঠের মধ্যে দলের অধিনায়ককে যেভাবে চিৎকার চেঁচামিচি করেছেন তাতে সকলেই প্রশ্ন তুলেছেন এরকম কী করে একজনের সঙ্গে দলের মালিক করতে পারেন?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ন্টস ম্যাচের পর এক অন্য ছবি দেখছে ক্রিকেট দুনিয়া৷ মাঠের মধ্যে দলের অধিনায়ককে যেভাবে চিৎকার চেঁচামিচি করেছেন তাতে সকলেই প্রশ্ন তুলেছেন এরকম কী করে একজনের সঙ্গে দলের মালিক করতে পারেন?
এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ন্টস প্লে অফের দৌড়ে আছে তারমধ্যে এই ধরণের অশান্তি জারি রয়েছে৷ আইপিএল ২০২৪ সালে লখনউ সুপার জায়ন্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের ৬ নম্বরে রয়েছে৷ কিন্তু নেটিজেনরা জানাচ্ছে  নিজের পদ ছেড়ে দিন কেএল রাহুল৷ ছেড়ে দিন অধিনায়কত্ব৷ এই ধরণের অপমান সহ্য না করে কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসুন৷
এখনও পর্যন্ত লখনউ সুপার জায়ন্টস প্লে অফের দৌড়ে আছে তারমধ্যে এই ধরণের অশান্তি জারি রয়েছে৷ আইপিএল ২০২৪ সালে লখনউ সুপার জায়ন্টস ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবলের ৬ নম্বরে রয়েছে৷ কিন্তু নেটিজেনরা জানাচ্ছে  নিজের পদ ছেড়ে দিন কেএল রাহুল৷ ছেড়ে দিন অধিনায়কত্ব৷ এই ধরণের অপমান সহ্য না করে কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসুন৷
নেটিজেনরা যেভাবে ট্রোলিং করছেন তাতে  লখনউ সুপার জায়ন্টস কর্ণধার  সঞ্জীব গোয়েঙ্কা নিজের পদক্ষেপ নিয়েছেন৷ সেটাও বেশ চমকপ্রদ৷ তিনি নিজের আবেগের মুহূর্তের ব্যবহারের জন্য  ক্ষমা চাওয়া তো দূরের কথা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের পাবলিক কমেন্টের সেকশনটি ডিসাবেল করে দিয়েছেন৷
নেটিজেনরা যেভাবে ট্রোলিং করছেন তাতে  লখনউ সুপার জায়ন্টস কর্ণধার  সঞ্জীব গোয়েঙ্কা নিজের পদক্ষেপ নিয়েছেন৷ সেটাও বেশ চমকপ্রদ৷ তিনি নিজের আবেগের মুহূর্তের ব্যবহারের জন্য  ক্ষমা চাওয়া তো দূরের কথা তাঁর নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের পাবলিক কমেন্টের সেকশনটি ডিসাবেল করে দিয়েছেন৷
এরপর সূত্রের খবর সামনের মরশুমে কেএল রাহুলকে রাখবেন না লখনউ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷  পিটিআই জানিয়েছে ২০২২ সালে রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ন্টসে এসেছিলেন৷ ফলে জল্পনা চরমে যে অধিনায়ক নিজেই নিজের পদ ছেড়ে দিতে পারেন৷ নিজের ব্যাটিংয়ে জোর দিচ্ছেন কেএল রাহুল৷
এরপর সূত্রের খবর সামনের মরশুমে কেএল রাহুলকে রাখবেন না লখনউ সুপার জায়ন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা৷  পিটিআই জানিয়েছে ২০২২ সালে রেকর্ড ১৭ কোটি টাকা দিয়ে লখনউ সুপার জায়ন্টসে এসেছিলেন৷ ফলে জল্পনা চরমে যে অধিনায়ক নিজেই নিজের পদ ছেড়ে দিতে পারেন৷ নিজের ব্যাটিংয়ে জোর দিচ্ছেন কেএল রাহুল৷
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ পরের খেলা৷ ‘‘পাঁচ দিনের গ্যাপ দিল্লি ক্যাপিটাল্সের ম্যাচের আগে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা মাথায় রাখা হচ্ছে যদি তিনি শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন৷ ম্যানেজমেন্ট কিছু মনে করবে না৷ ’’- আইপিএলের এক সোর্স নিজের নাম গোপন রাখার শর্তে এই কথা পিটিআইকে বলেছেন৷
দিল্লি ক্যাপিটাল্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ন্টসের ম্যাচ পরের খেলা৷ ‘‘পাঁচ দিনের গ্যাপ দিল্লি ক্যাপিটাল্সের ম্যাচের আগে, এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি, কিন্তু এটা মাথায় রাখা হচ্ছে যদি তিনি শুধু নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেন৷ ম্যানেজমেন্ট কিছু মনে করবে না৷ ’’- আইপিএলের এক সোর্স নিজের নাম গোপন রাখার শর্তে এই কথা পিটিআইকে বলেছেন৷

 

 

KKR vs LSG: ব্যাটে-বলে লখনউকে উড়িয়ে দিল কেকেআর, জয় পেল ৯৮ রানের বড় ব্যবধানে

লখনউ: ইডেনের পর লখনউ। দুই পর্বেই লখনউ সুপার জায়ান্টসকে হেলায় হারাল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে ১৬ পয়েন্ট নিয়ে এক পা রেখে দিল প্লে-অফে। রবিবার ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে নাইটরা। প্রথমে ব্যাট করে ২৩৫ রানের বিশাল স্কোর করে কেকেআর। জবাবে ১৩৭ রানে অলআউট লখনউ সুপার জায়ান্টস। ৯৮ রানের বড় ব্যবধানে জয় পেল নাইটরা।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। ৪ ওভারের মধ্যেই ৬০ রানের পার্টনারশিপ করে ফেলেন নারিন ও সল্ট। ১৪ বলে ৩২ করে আউট হন সল্ট। অপরদিকে, নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান নারিন। নিজের অর্ধশতরান পূরণ করেন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁঘে ৮০ রানের পার্টনারশিপ করেন।

১৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮১ রান করে আউট হন সুনীল নারিন। একটা সময় মনে হয়েছিল কেকেআরের স্কোর ২৫০ পার হয়ে যাবে। কিন্তু নারিন আউট হওয়ার পর আন্দ্রে রাসেল ১২, রঘুবংশী ৩২, রিঙ্কু সিং ১৬ রান করে পরপর আউট হন। শেষের দিকে শ্রেয়স আইয়ার ও রমনদীপ সিং মারকাটারি ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ার ২৩ করে আউট হন। অপরদিকে, ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর।

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় উইকেটে কেএল রাহুল ও মার্কাস স্টয়নিসের ৫০ রানের পার্টনারশিপ ছাড়া সেভাবে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। স্টয়নিসের ৩৬ ও রাহুলের ২৫ রান ছাড়া কোনও এলএসজি ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি। শেষ পর্যন্ত ১৬.১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় লখনউ।

আরও পড়ুনঃ Who Will Win IPL 2024: কোন দল চ্যাম্পিয়ন হবে আইপিএল ২০২৪? হয়ে গেল বড় ‘ভবিষ্যদ্বাণী’,নাম জানলে অবাক হবেন

সাজা কাটিয়ে দলে ফিরেই অনবদ্য বোলিং করেন হর্ষিত রানা। ৩ উইকেট নেন তিনি। এছাডা মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের ফর্ম ধরে রাখেন বরুণ চক্রবর্তী। তিনিও ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আন্দ্রে রাসেল ২টি এবং একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সুনীল নারিন। এই জয়ের ফলে ১১ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল কেকেআর। একইসঙ্গে প্লে অফ কার্যত পাকা হয়ে গেল নাইটদের।

KKR vs LSG: ফের জ্বলে উঠল নারিন-সল্ট জুটি, লখনউকে ২৩৬ রানের টার্গেট দিল কেকেআর

লখনউ: মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিংয়ে চেনা ছন্দে পাওয়া যায়নি কেকেআরকে। লখনউ ম্যাচে ফের বিধ্বংসী ফর্মে ফিরল নাইটদের ব্যাটিং। ওপেনিং জুটিতে সুনীল নারিন ও ফিল সল্ট ক্লিক করতেই ফের বোর্ডে দুশোর বেশি স্কোর করল কলকাতা। শেষে ঝড় তুললেন রমনদীপ সিং। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে নাইটরা। সর্বোচ্চ ৮১ রান করেন সুনীল নারিন।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন। ৪ ওভারের মধ্যেই ৬০ রানের পার্টনারশিপ করে ফেলেন নারিন ও সল্ট। ১৪ বলে ৩২ করে আউট হন সল্ট।

অপরদিকে, নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান নারিন। তাঁকে যোগ্য সঙ্গ দেন আংক্রিশ রঘুবংশী। নিজের অর্ধশতরান পূরণ করেন সুনীল নারিন। আংক্রিশ রঘুবংশীর সঙ্গে জুটি বেঁঘে ৮০ রানের পার্টনারশিপ করেন নারিন। ১৪০ রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮১ রান করে আউট হন সুনীল নারিন।

আরও পড়ুনঃ IPL 2024: দলের প্লেয়াররা করেছিল এমন আবদার, যা মেটাতে গিয়ে কালঘাম ছুটেছিল প্রীতি জিন্টার

একটা সময় মনে হয়েছিল কেকেআরের স্কোর ২৫০ পার হয়ে যাবে। কিন্তু নারিন আউট হওয়ার পর আন্দ্রে রাসেল ১২, রঘুবংশী ৩২, রিঙ্কু সিং ১৬ রান করে পরপর আউট হন। শেষের দিকে শ্রেয়স আইয়ার ও রমনদীপ সিং মারকাটারি ব্যাটিং করেন। শ্রেয়স আইয়ার ২৩ করে আউট হন। অপরদিকে, ৬ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন রমনদীপ সিং। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান করে কেকেআর।

IPL 2024 Points Table KKR News: রবিতেই প্লে-অফের টিকিট পাকা হবে কেকেআরের! সুযোগ ‘সিংহাসন’ দখলের, আত্মবিশ্বাসী নাইটরা

মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১২ বছর পর ওয়াংখেড়েতে শাপমোচনের পর আত্মবিশ্বাসী নাইট ব্রিগেড।
মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রবিবার কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। ১২ বছর পর ওয়াংখেড়েতে শাপমোচনের পর আত্মবিশ্বাসী নাইট ব্রিগেড।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ রয়েছে কেকেআরের সামনে। কারণ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেও প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়বে নাইটদের।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে বড় সুযোগ রয়েছে কেকেআরের সামনে। কারণ অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারাতে পারলেও প্লে অফের টিকিট প্রায় পাকা হয়ে যায়বে নাইটদের।
বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। এলএসজির বিরুদ্ধে জিততে পারলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে। ১৬ পয়েন্ট করতে পারলেই কেকেআরের টিকিট ৯০ শতাংশ পাকা বলা যেতে পারে।
বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। এলএসজির বিরুদ্ধে জিততে পারলেই ১৬ পয়েন্ট হয়ে যাবে। ১৬ পয়েন্ট করতে পারলেই কেকেআরের টিকিট ৯০ শতাংশ পাকা বলা যেতে পারে।
তবে এবারের আইপিএলে যেহেতু একাধিক দলের ১৬ পয়েন্ট করার এখনও সুযোগ রয়েছে। তেমনটা হলে রানরেটের প্রসঙ্গ আসবে। তাই লখনউয়ের বিরুদ্ধে জিতলেও আর কিছুটা অপেক্ষা করতে হবে কেকেআরকে।
তবে এবারের আইপিএলে যেহেতু একাধিক দলের ১৬ পয়েন্ট করার এখনও সুযোগ রয়েছে। তেমনটা হলে রানরেটের প্রসঙ্গ আসবে। তাই লখনউয়ের বিরুদ্ধে জিতলেও আর কিছুটা অপেক্ষা করতে হবে কেকেআরকে।
এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০  ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।
এছাড়া বর্তমানে লিগ টেবিলে ১০ ম্যাচে ৮ জয় ১৬ পয়েন্ট, নেট রানরেট +০.৬২২ নিয়ে প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। কেকেআর রবিবার জিতলে ১৬ পয়েন্ট হবে। নাইটদের নেট রানরেট +১.০৯৮।
ফলে লখনউয়ের বিরুদ্ধে জিততে পারলেই রাজস্থানের থেকে ১ ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কেকেআর। তবে রাজস্থান আবার পরের ম্যাচ জিতলে শীর্ষে পৌছে যাবে।
ফলে লখনউয়ের বিরুদ্ধে জিততে পারলেই রাজস্থানের থেকে ১ ম্যাচ বেশি খেলে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করবে কেকেআর। তবে রাজস্থান আবার পরের ম্যাচ জিতলে শীর্ষে পৌছে যাবে।

KKR vs LSG: লখনউ ম্যাচের আগে ‘ভাল খবর’ পেল কেকেআর! কাজ সহজ হল নাইটদের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার আরও একটি অ্যাওয়ে ম্যাচে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা।
আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর এবার আরও একটি অ্যাওয়ে ম্যাচে ২ পয়েন্ট ঘরে তুলতে মরিয়া নাইটরা।
ইডেন গার্ডেন্সে প্রথম পর্বের সাক্ষাতে সহজেই জয় পেয়েছিল কেকেআর। তবে লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে লড়াই যে সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের আগে কেকেআরের কাজ কিছুটা সহজ হল।
ইডেন গার্ডেন্সে প্রথম পর্বের সাক্ষাতে সহজেই জয় পেয়েছিল কেকেআর। তবে লখনউয়ের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে লড়াই যে সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। তবে ম্যাচের আগে কেকেআরের কাজ কিছুটা সহজ হল।
এবার আইপিএএলের অন্যতম আবিষ্কার হল লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। সর্বোচ্চ ১৫৭ কিমি ও অনবরত ১৫০ কিমি বেগে বল করে সকলের নজর কেড়েছিলেন তিনি। প্রথম ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন।
এবার আইপিএএলের অন্যতম আবিষ্কার হল লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদব। সর্বোচ্চ ১৫৭ কিমি ও অনবরত ১৫০ কিমি বেগে বল করে সকলের নজর কেড়েছিলেন তিনি। প্রথম ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে রাতারাতি তারকা হয়ে ওঠেন।
মাঝে চোটের কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি মায়াঙ্ক। চোট সারিয়ে দলে ফিরলেও ফের একই জায়গায় চোট পান তরুণ পেসার। কেকেআর ম্যাচের আগে আপডেট আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব।
মাঝে চোটের কারণে কিছু ম্যাচ খেলতে পারেননি মায়াঙ্ক। চোট সারিয়ে দলে ফিরলেও ফের একই জায়গায় চোট পান তরুণ পেসার। কেকেআর ম্যাচের আগে আপডেট আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মায়াঙ্ক যাদব।
এলএসজি কোচ জস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন,"মায়াঙ্কের পুরনো চোটের জায়গায় আঘাত লেগেছে। পেশির কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। আইপিএল শেষ হওয়ার আগে মায়াঙ্কের পক্ষে ফিট হয়ে মাঠে ফেরা সম্ভব নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওর এবং আমাদের দলের জন্য।"
এলএসজি কোচ জস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন,”মায়াঙ্কের পুরনো চোটের জায়গায় আঘাত লেগেছে। পেশির কিছু অংশ ছিঁড়ে গিয়েছে। আইপিএল শেষ হওয়ার আগে মায়াঙ্কের পক্ষে ফিট হয়ে মাঠে ফেরা সম্ভব নয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওর এবং আমাদের দলের জন্য।”

KKR vs LSG: লখনউয়ের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙবে কেকেআর! দলে ২ বড় পরিবর্তন? জানুন বিস্তারিত

১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে হারিয়ে শাপমোচন করেছে কেকেআর। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। সুপার সানডে-তে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়ে হারিয়ে শাপমোচন করেছে কেকেআর। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। সুপার সানডে-তে কেকেআরের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।
প্রথম পর্বের সাক্ষাতে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়েছিল নাইটরা। এবার নিজেদের ঘরের মাছে কেএল রাহুলের কাছে বদলার ম্যাচ। কেকেআরকে হারিয়ে প্লে অফের লড়াই আরও একধাপ এগোতে মরিয়া এলএসজি।
প্রথম পর্বের সাক্ষাতে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে সহজেই হারিয়েছিল নাইটরা। এবার নিজেদের ঘরের মাছে কেএল রাহুলের কাছে বদলার ম্যাচ। কেকেআরকে হারিয়ে প্লে অফের লড়াই আরও একধাপ এগোতে মরিয়া এলএসজি।
তবে অ্যাওয়ে ম্যাচে কেকেআরের একাদশ কেমন হতে পারে, কোনও পরিনবর্তন হবে কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কেকেআর সুত্রে খবর, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন হতে পারে কেকেআরের একাদশে।
তবে অ্যাওয়ে ম্যাচে কেকেআরের একাদশ কেমন হতে পারে, কোনও পরিনবর্তন হবে কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। কেকেআর সুত্রে খবর, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে একাধিক পরিবর্তন হতে পারে কেকেআরের একাদশে।
মুম্বই ম্যাচে শাস্তির জন্য খেলতে পারেননি হর্ষিত রানা। সেই জায়গায় খেলেছিলেন বৈভব অরোরা। লখনউ ম্যাচে দলে ফিরতে পারেন হর্ষিত রানা। এছাড়া আংক্রিশ রঘুবংশী টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না। তার পরিবর্তে মনীশ পাণ্ডের মুম্বই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর প্রথম দলে জায়গা পেতে পারেন।
মুম্বই ম্যাচে শাস্তির জন্য খেলতে পারেননি হর্ষিত রানা। সেই জায়গায় খেলেছিলেন বৈভব অরোরা। লখনউ ম্যাচে দলে ফিরতে পারেন হর্ষিত রানা। এছাড়া আংক্রিশ রঘুবংশী টানা কয়েকটি ম্যাচে রান পাচ্ছেন না। তার পরিবর্তে মনীশ পাণ্ডের মুম্বই ম্যাচে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর প্রথম দলে জায়গা পেতে পারেন।
এক ঝলকে দেখে নিন এলএসজির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী / মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং,  মিচেল স্টার্ক, হর্ষিত রানা / বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন এলএসজির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটকিপার), সুনীল নারিন, আংক্রিশ রঘুবংশী / মনীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা / বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
এক ঝলকে দেখে নিন লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাস্টন টার্নার, আয়ূশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসিন খান, মায়াঙ্ক যাদব / কৃষ্ণা গৌতম।
এক ঝলকে দেখে নিন লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, দীপক হুডা, নিকোলাস পুরান, অ্যাস্টন টার্নার, আয়ূশ বাদোনি, ক্রুণাল পান্ডিয়া, রবি বিষ্ণোই, নবীন উল হক, মহসিন খান, মায়াঙ্ক যাদব / কৃষ্ণা গৌতম।

MI vs LSG: মুম্বইকে হেলায় হারাল লখনউ, লিগ টেবিলে তৃতীয় স্থানে কেএল রাহুলের দল

লখনউ: ঘরের মাঠে সহজেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল লখনউ সুপার জায়ান্টস। ২ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল কেএল রাহুলের দল। এদিন ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করে লখনউ। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪৪ রানে আটকে রাখে এলএসজির বোলিং অ্যাটাক। রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পায় এলএসজি। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস। এই জয়ের ফলে ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসল লখনউ।

ঘরের মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। এদিন ছন্দে পাওয়া যায়নি মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া কেউই পান পাননি। নেহাল ওয়েধেরার ৪৬, টিম ডেভিডের ৩৫ ও ইশান কিশানের ৩২ রানের ইনিংসের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন মহসিন খান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি লখনউয়ের। আরশিন কুলকার্নি খাতা না খুলেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ করেন কেএল রাহুল ও মার্কাস স্টয়নিস। ২৮ রান করে আউট হন রাহুল। নিজের ইনিংস চালিয়ে যান স্টয়নিস। অর্ধশতরান পূরণ করেন স্টয়নিস। দীপক হুডার সঙ্গে মিলে ৪০ রান যোগ করে স্টয়নিস। দীপক হুডা আউট হন ১৮ রান করে।

আরও পড়ুনঃ Cricketer Love Story: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেম, বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন অভিনেত্রী! তারপর যা ঘটেছিল

এরপর আর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি মার্কাস স্টয়নিস। দলের ১১৫ রানে আউট হন স্টয়নিস। ৬২ রান করেন তিনি। তবে দলের জয়ের ভিত তৈরি করে দেন স্টয়নিস। তবে শেষের দিকে অ্যাস্টন টার্নার ও আয়ূশ বাদোনি দ্রুত আউট হওয়ায় কিছুটা চাপ বেড়েছিল। তবে শেষের দিকে নিকোলাস পুরান ১৪ ওক্রুণাল পান্ডিয়া ১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন।

CSK vs LSG: স্টয়নিসের দানবীয় ব্যাটিংয়ে ম্লান ঋতুরাজের ইনিংস, চেন্নাইকে ৬ উইকেটে হারাল লখনউ

চিপক: কাজে এল না ঋতুরাজ গায়কোয়াড়ের শতরান। একইসঙ্গে লখনউয়ের ঘরের মাঠে গিয়ে হারের পর ঋতুরাজ হুঙ্কার ছেড়েছিলেন নিজেদের হোম ম্যাচে জিতবেন। কিন্তু মার্কাস স্টয়নিসের দানবীয় শতরানের ইনিংস সেই ইচ্ছে পূরণ হতে দিল না সিএসকে অধিনায়কের। রুদ্ধশ্বাস ম্যাচে সিএসকে-কে ৬ উইকেটে হারাল এলএসজি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। সর্বোচ্চ ১০৮ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। জবাবে ১৯.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যায় লখনউ সুপার জায়ান্টস। ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।

শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।

রান তাড়া করতে নেমে কুইন্টন ডিকক ও কেএল রাহুল এদিন রান পাননি। কিন্তু এদিন কার্যত একার হাতে দলকে টানেন মার্কাস স্টয়নিস। এখনও পর্যন্ত মরশুম খুব একটা ভাল না গেলেও সিএসেকের বিরুদ্ধে রানে ফেরেন অজি তারকা। মারকাটারি ব্যাটিং করে চেন্নাই বোলিংকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন স্টয়নিস। মাঝে নিকোলাস পুরানের ৩৪ রান ছাড়া কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি স্টয়নিসকে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ধোনির মত ছয় মেরে টিম ইন্ডিয়াকে কে টি-২০ বিশ্বকাপ জেতাবে? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী

নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিসের ৭০ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। পুরান ফিরলেও নিজের ইনিংস জারি রাখেন স্টয়নিস। ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। একটা সময় ওভার পিছু লখনউয়ের দরকার ছিল ১৬ রান। কিন্তু স্টয়নিসের ব্যাটিং তাণ্ডব এদিন অনায়াসেই ৩ বল বাকি থাকতে এলএসজিকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।

CSK vs LSG: ঋতুরাজের রাজকীয় শতরান, শিবম দুবের তাণ্ডব, লখনউকে ২১১ টার্গেট দিল সিএসকে

চিপক: ঘরের মাঠে চেনা ছন্দে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য শতরান, শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০ ওভারে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে সিএসকে। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। ৬৬ রান করেন শিবম দুবে। এক বল ব্যাটিং করে চার মেরে ঘরের মাটে ফ্যানেদের আনন্দ দেন ধোনিও।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অজিঙ্কে রাহানে ১ ও ড্যারিল মিচেল ১১ রান করে আউট হন। তবে ওপেনিং এদিন অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ১৬ রান করে আউট হন জাড্ডু।

এরপর শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। লখনউ বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেবা করেন দুই তরুণ ব্যাটার। ঝড়ের গতিতে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন ঋতু-শিবম জুটি। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের আগেই ভারতের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা? মহাচমক ভারতীয় তারকার

শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।