মনে পড়ে যাবে কে কে-র ঘটনা, মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩০ বছরের গায়ক! দেখুন ভিডিও

রিও দি জেনেইরো: কয়েকদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শ্রেয়স তালপড়ে৷ গায়ক কে কে-এর কলকাতার নজরুল মঞ্চের অনুষ্ঠানে গান গাইতে গাইতে অসুস্থ বোধ করা এবং তার পর হৃদরোগে আক্রান্ত হওয়ার স্মৃতি এখনও অনেকের মনে টাটকা৷

অনেকটা সেই ঘটনাকে মনে করিয়ে দিয়ে এবার ব্রাজিলীয় এক সঙ্গীত শিল্পীও অনুষ্ঠানে গান গাইতে গাইতেই হৃদরোগে আক্রান্ত হলেন৷ মঞ্চের উপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি৷এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ পেড্রো হেনরিক নামে ওই গায়কের বয়স হয়েছিল মাত্র ৩০ বছর৷ হাসিখুশি পেড্রিকের এই পরিণতি মানতে পারছেন না কেউই৷

আরও পড়ুন: শিশুদের খুনের পর মাংস রান্না করে খাওয়া! পাকিস্তানে জালে নরপিশাচ

জানা গিয়েছে, সম্প্রতি বাজ্রিলের একটি ধর্মীয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করছিলেন পেড্রিক৷ সেই লাইভ শো চলাকালীনই এই ঘটনা ঘটে৷ নিজের একটি হিট গান গাইছিলেন তিনি৷ পূর্ব ব্রাজিলের ফেইরা শহর থেকে হেনরিকের এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারও করা হচ্ছিল৷ তখনই হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি৷ যে দৃশ্য দেখলে স্তম্ভিত হয়ে যেতে পারেন যে কেউ!

ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, গান গাওয়ার মাঝে দর্শকদের সঙ্গে কথা বলছেন পেড্রো৷ ঠিক যেমনটা শো চলাকালীন শিল্পীরা করে থাকেন৷ একেবারেই স্বাভাবিক এবং হাসিখুশি লাগছিল তাঁকে৷ আচমকাই গান গাইতে গাইতে পিছন দিকে পড়ে যান তিনি৷ তার পরেই সব শেষ৷ মঞ্চের উপরেই মৃত্যু হয় তাঁর৷ পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে হেনরিকের৷

হেনরিকের স্ত্রী এবং এক কন্যাসন্তান রয়েছে৷ গত ১৯ অক্টোবর হেনরিকের মেয়ে হয়েছিল৷ তরুণ এই শিল্পীর এমন পরিণতিতে স্তম্ভিত তাঁর অনুরাগীরা৷