Category Archives: বিদেশ

Teacher-Student: শিক্ষিকার এমন কাণ্ড! ফাঁকা ক্লাসরুমে ছাত্রের সঙ্গে….ঘটনা পৌঁছল থানায়

আমেরিকা: ১১ বছরের কিশোরের সঙ্গে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়লেন ২৪ বছর বয়সী শিক্ষিকা। অভিযোগ ক্লাসের মধ‍্যেই ওই কিশোরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন শিক্ষিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে ঘটেছে এই ঘটনা।

ম‍্যাডিসন বার্গম‍্যান নামে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। অভিযোগ ওই শিক্ষিকা ইচ্ছে করেই কিশোরের বসার জায়গা নিজের কাছাকাছি করে নেন।

যাতে ক্লাস চলাকালীন অন‍্য ছাত্রছাত্রীদের চোখ এড়িয়ে তিনি কিশোরকে স্পর্শ করতে পারেন। শিক্ষিকার বিরুদ্ধে আরও অভিযোগ পড়ানোর সময়ও পঞ্চম শ্রেণির কিশোরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করতেন শিক্ষিকা।

আরও পড়ুন: কম দামি বলে হেলাফেলা নয়, এই শাক খেয়েই ঝরবে ওজন! ভাল থাকবে হার্ট, গুণ জানলে অবাক হবেন

কিশোর জানায়, বার্গম‍্যান তাকে ক্লাসের পরেও থাকার কথা বলতেন। শিক্ষিকা তাকে বহুবার চুম্বন করেছে বলেও জানিয়েছে পঞ্চম শ্রেণির ছাত্র। কিশোরের ফোনে একটি অপ্রীতিকর এসএমএস দেখেই কিশোরের বাবার সন্দেহ হয়।

পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। শিক্ষিকার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি চাইল্ড অ‍্যাসল্ট বা শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ আনা হয়েছে। দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমে প্রকাশিক খবর অনুযায়ী, কিশোরের মায়ের সন্তানকে কারও সঙ্গে অস্বস্তিকর কথাবার্তা বলতে শোনেন। তিনি তাঁর স্বামীকে এবিষয়ে জানান। পরে ছাত্রের বাবা তার ফোন থেকেই সমস্ত কিছু জানতে পারেন।

গাঁজা কেনা-বিক্রি এবার থেকে বৈধ! ভারতের প্রতিবেশী দেশে বিরাট সিদ্ধান্ত, হইচই বিশ্বজুড়ে

দেশের অর্থনীতির বেহাল দশা। তাই বলে এমন সিদ্ধান্ত! জনগণের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান। এবার পাকিস্তানের সরকার গাঁজা কেনা-বেচা বৈধ করতে চলেছে!
দেশের অর্থনীতির বেহাল দশা। তাই বলে এমন সিদ্ধান্ত! জনগণের উপর কর বাড়ানোর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান। এবার পাকিস্তানের সরকার গাঁজা কেনা-বেচা বৈধ করতে চলেছে!
দেশের অর্থনীতির হাল ফেরাতে এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান।  গাঁজার চাষ, উৎপাদন, পরিশোধন ও বিক্রি, সবই হবে পাকিস্তানে।
দেশের অর্থনীতির হাল ফেরাতে এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। গাঁজার চাষ, উৎপাদন, পরিশোধন ও বিক্রি, সবই হবে পাকিস্তানে।
গাঁজা উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। ফেব্রুয়ারিতে অর্ডিন্যান্স পাশ করেছিল তারা। এবার সিদ্ধান্ত গ্রহণের পালা।
গাঁজা উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণের জন্য একটি কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। ফেব্রুয়ারিতে অর্ডিন্যান্স পাশ করেছিল তারা। এবার সিদ্ধান্ত গ্রহণের পালা।
শোনা যাচ্ছে, অর্থনীতির মন্দা কাটাতেই পাকিস্তান সরকার গাঁজা কেনা-বেচা বৈধ করে দিতে পারে। এমনকী তারা গাঁজা রফতানি করার পরিকল্পনা করছে বলেও শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, অর্থনীতির মন্দা কাটাতেই পাকিস্তান সরকার গাঁজা কেনা-বেচা বৈধ করে দিতে পারে। এমনকী তারা গাঁজা রফতানি করার পরিকল্পনা করছে বলেও শোনা যাচ্ছে।
জানা যাচ্ছে, পাকিস্তান সরকারে গঠন করা সেই কমিটিতে থাকবেন বিভিন্ন আমলারা, এমনকী গোয়েন্দা বিভাগের কর্তারাও থাকবেন।
জানা যাচ্ছে, পাকিস্তান সরকারে গঠন করা সেই কমিটিতে থাকবেন বিভিন্ন আমলারা, এমনকী গোয়েন্দা বিভাগের কর্তারাও থাকবেন।
 ২০২০ সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন এমন একটি কমিটি গঠনের সুপারিশ করেছিলেন। কিন্তু সেবার তা মান্যতা পায়নি।
২০২০ সালে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন এমন একটি কমিটি গঠনের সুপারিশ করেছিলেন। কিন্তু সেবার তা মান্যতা পায়নি।
যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের আর্থিক দুরাবস্থা প্রকট হচ্ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য এবার গাঁজার বিক্রিকে হাতিয়ার করতে চাইছে ভারতের প্রতিবেশী দেশের সরকার।
যত দিন যাচ্ছে ততই পাকিস্তানের আর্থিক দুরাবস্থা প্রকট হচ্ছে। এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য এবার গাঁজার বিক্রিকে হাতিয়ার করতে চাইছে ভারতের প্রতিবেশী দেশের সরকার।

Egg Price Hike: হিটওয়েভে খামারের মুরগির মৃত্যু, এই জায়গায় হুড়মুড়িয়ে দাম বাড়ছে ডিমের, আশঙ্কায় ক্রেতা-বিক্রেতারা

হুড়মুড়িয়ে দাম বাড়ছে ডিমের! এপ্রিল মাসের হিটওয়েভের দরুণ বিভিন্ন পোলট্রি ফার্মে মুরগির অকাল মৃত্যু হয়েছে৷ বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন এভাবে বিশাল সংখ্যায় মুরগির মৃত্যুর কারণে এইভাবে ডিমের দামও বাড়ছে৷ এপার বাংলা যেরকম হিটওয়েভে নাকাল হয়েছে, তেমনিই পদ্মাপাড়ের বাংলাদেশও হিটওয়েভে পুড়েছে৷ Photo- File
হুড়মুড়িয়ে দাম বাড়ছে ডিমের! এপ্রিল মাসের হিটওয়েভের দরুণ বিভিন্ন পোলট্রি ফার্মে মুরগির অকাল মৃত্যু হয়েছে৷ বিভিন্ন ব্যবসায়ীরা জানিয়েছেন এভাবে বিশাল সংখ্যায় মুরগির মৃত্যুর কারণে এইভাবে ডিমের দামও বাড়ছে৷ এপার বাংলা যেরকম হিটওয়েভে নাকাল হয়েছে, তেমনিই পদ্মাপাড়ের বাংলাদেশও হিটওয়েভে পুড়েছে৷ Photo- File
ঢাকার শাহজাদপুর, বাড্ডা, তেজগাঁও, হাতিরপুল ও কারওয়ান বাজারের বিভিন্ন পাইকারি দোকানে  ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় এবং সাদা ডিম ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়িতে পালন করা মুরগির ডিমের দাম ছিল প্রতি ডজনে ২৪০-২৫০ টাকা এবং হাঁসের ডিমের দাম ছিল ১৮০-১৯০ টাকা। Photo- File
ঢাকার শাহজাদপুর, বাড্ডা, তেজগাঁও, হাতিরপুল ও কারওয়ান বাজারের বিভিন্ন পাইকারি দোকানে  ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকায় এবং সাদা ডিম ১২৫ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। বাড়িতে পালন করা মুরগির ডিমের দাম ছিল প্রতি ডজনে ২৪০-২৫০ টাকা এবং হাঁসের ডিমের দাম ছিল ১৮০-১৯০ টাকা। Photo- File
এক সপ্তাহ আগে বাদামি ডিমের দাম ছিল প্রতি ডজনে ১১৫ থেকে ১২০ টাকা , সাদা ডিমের দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকা। কারওয়ান বাজারের দেওয়ান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মহম্মদ কবির হোসেন বাংলাদেশের সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে তিনি প্রতি এক হাজার পিস ডিম কিনছেন ৯০০-৯৫০ টাকায়, যা এখন এক সপ্তাহের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১১০০ টাকায়। Photo- File
এক সপ্তাহ আগে বাদামি ডিমের দাম ছিল প্রতি ডজনে ১১৫ থেকে ১২০ টাকা , সাদা ডিমের দাম ছিল ১০৫ থেকে ১১০ টাকা। কারওয়ান বাজারের দেওয়ান জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মহম্মদ কবির হোসেন বাংলাদেশের সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে তিনি প্রতি এক হাজার পিস ডিম কিনছেন ৯০০-৯৫০ টাকায়, যা এখন এক সপ্তাহের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ১১০০ টাকায়। Photo- File
আরও একদিন  ডিম বিক্রেতা মহম্মদ সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, আগে তিনি প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে সাড়ে ৩,৫০০ পিস ডিম পেতেন। কিন্তু এখন সরবরাহ কমেছে ২০০০-২৫০০ পিসে।  তিনি বলেন, "ডিমের সরবরাহ কমে গেছে। দামও বেশি।" Photo- File
আরও একদিন  ডিম বিক্রেতা মহম্মদ সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, আগে তিনি প্রতিদিন প্রায় ৩,০০০ থেকে সাড়ে ৩,৫০০ পিস ডিম পেতেন। কিন্তু এখন সরবরাহ কমেছে ২০০০-২৫০০ পিসে।  তিনি বলেন, “ডিমের সরবরাহ কমে গেছে। দামও বেশি।” Photo- File
তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি জানায়, মে মাসের শুরু থেকেই ডিমের দাম বাড়তে শুরু করে। মঙ্গলবার বাদামী ডিমের পাইকারি দাম বেড়েছে প্রতি এক হাজার পিস ১ হাজার ৩০ টাকা, সাদা ডিমের দাম বেড়েছে ৯৭০ টাকা। Photo- File
তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি জানায়, মে মাসের শুরু থেকেই ডিমের দাম বাড়তে শুরু করে। মঙ্গলবার বাদামী ডিমের পাইকারি দাম বেড়েছে প্রতি এক হাজার পিস ১ হাজার ৩০ টাকা, সাদা ডিমের দাম বেড়েছে ৯৭০ টাকা। Photo- File
আগে প্রতি এক হাজার পিস বাদামি ডিমের দাম ছিল ৮৮০ টাকা এবং সাদা ডিমের দাম ৮০০ টাকা। তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহম্মদ হানিফ মিয়া জানিয়েছেন কৃষকদের কাছ থেকে প্রতিদিন ডিমের সরবরাহ প্রায় ১-১.৫ লক্ষ পিস কমে প্রায় ১৩.৫-১৪ লক্ষে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, স্বল্প সরবরাহ আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে, যোগ করেন, "খামার পর্যায়ে উৎপাদন স্বাভাবিক হলে ডিমের সরবরাহ বাড়বে।" Photo- File
আগে প্রতি এক হাজার পিস বাদামি ডিমের দাম ছিল ৮৮০ টাকা এবং সাদা ডিমের দাম ৮০০ টাকা। তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহম্মদ হানিফ মিয়া জানিয়েছেন কৃষকদের কাছ থেকে প্রতিদিন ডিমের সরবরাহ প্রায় ১-১.৫ লক্ষ পিস কমে প্রায় ১৩.৫-১৪ লক্ষে এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, স্বল্প সরবরাহ আগামী কয়েক মাস অব্যাহত থাকতে পারে, যোগ করেন, “খামার পর্যায়ে উৎপাদন স্বাভাবিক হলে ডিমের সরবরাহ বাড়বে।” Photo- File
পোলট্রি সংস্থার মতে, গত মাসে তীব্র তাপপ্রবাহের কারণে খামারগুলিতে ডিমের উৎপাদন ৪-১০% কমেছে। এছাড়া লেয়ার মুরগির ৫-৮% মারা গেছে। Photo- File
পোলট্রি সংস্থার মতে, গত মাসে তীব্র তাপপ্রবাহের কারণে খামারগুলিতে ডিমের উৎপাদন ৪-১০% কমেছে। এছাড়া লেয়ার মুরগির ৫-৮% মারা গেছে। Photo- File
তবে মে মাসে মুরগির ক্ষতির কারণে ডিমের উৎপাদন কমেছে বলে স্বীকার করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ সুমন হাওলাদার বলেন, এই অবস্থার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মুনাফা করছে, প্রান্তিক খামারে  যারা আছে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।  Photo- File
তবে মে মাসে মুরগির ক্ষতির কারণে ডিমের উৎপাদন কমেছে বলে স্বীকার করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ সুমন হাওলাদার বলেন, এই অবস্থার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে মুনাফা করছে, প্রান্তিক খামারে  যারা আছে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।  Photo- File

Guinness book of world records: গিনেস বুকে নাম তোলার শখ বলে বেছে নিলেন গাছকে, কী করলেন যুবক?

গিনেস বুকে নাম তোলা সহজ নয়। সারা বিশ্ব জুড়ে নজিরবিহীন কোনও কাজ করলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কেউ নাম তুলতে পারেন। অনেকেই বছরের পর বছর ধরে অনুশীলন করে যান বিশ্বে নজির গড়ার জন্য। গিনেস বুকে এমন কিছু নজির রয়েছে, যা সত্যিই অবাক করার মতো। এমনই অবাক করার মতো এক ঘটনা ঘটালেন এক ব্যক্তি।

আরও পড়ুন: দিল্লির কাছে হারের পরে শাস্তি হল সঞ্জু স্যামসনের, বিপাকে রাজস্থানের অধিনায়ক

আফ্রিকা মহাদেশের ঘানার এক ব্যক্তি গিনেস বুকে নাম তোলার জন্য এক ঘণ্টার মধ্যে ১১০০-এর বেশি গাছকে জড়িয়ে ধরে শিরোনামে এলেন। ২৯ বছর বয়সি ঘানার ছাত্র আবুবকর তাহিরু এমনই ঘটনা ঘটিয়েছেন। তাহিরু ছাত্র হলেও পরিবেশ কর্মী, অনেক দিন ধরেই পরিবেশ সংক্রান্ত নানা কাজে জড়িত আবুবকর তাহিরু।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে চমকে দিল উত্তরবঙ্গ, মেধা তালিকায় শীর্ষে আলিপুরদুয়ার, প্রথম দশে উত্তরের কত জন?

গিনেস বুকে নাম তোলার জন্য তাহিরু এক ঘণ্টার মধ্যে ১১২৩টি গাছকে আলিঙ্গন করেন। গিনেস বুকের সরকারি ওয়েবসাইট মতে, প্রতি মিনিটে জড়িয়ে ধরেছেন ১৯টি গাছকে। এই নজির গড়ার জন্য তাহিরু বেছে নিয়েছিলেন আমেরিকার টাসকেগি ন্যাশনাল ফরেস্টকে। এই নজির গড়ার জন্য একাধিক শর্ত মানতে হয়েছে তাহিরুকে। শর্ত ছিল, দু’হাত দিয়ে জড়িয়ে ধরতে হবে, কোনও গাছকে এক বারের বেশি জড়িয়ে ধরা যাবে না এবং কোনও গাছের যদি একটুও ক্ষতি হয় তা হলেই প্রতিযোগিকে বাতিল করা হবে।

Viral news: নিজের কাছে ছিল সামান্য অর্থ, ভিক্ষুক ভেবে কোটিপতিকে সেটাই দিয়ে দিল বালক! কী হল তারপর?

কলকাতা: স্কুলের পরীক্ষায় ভাল ফল করে ১ ডলার পুরস্কার পেয়েছিল ৯ বছরের বালক৷ পথে এক ব্যক্তিকে রাস্তার ধারে বসে থাকতে দেখে তাঁকে ভিক্ষুক ভেবে নিজের কাছে থাকা সেই ১ ডলারই দিয়ে দিয়েছিল সে৷ কিন্তু যাঁকে ওই বালক ভিক্ষুক ভেবে ভুল করেছিল, তিনি আসলে একজন কোটিপতি৷ ছোট্ট ছেলের এই উদারতা দেখে আপ্লুত ওই কোটিপতি ব্যবসায়ী অবশ্য তাঁকে পুরস্কৃতও করেছেন৷ মন ছুঁয়ে যাওয়া এই ঘটনা ঘটেছে আমেরিকার লুসিয়ানায়৷

গত মাসে ঘটনাটি ঘটেছে লুসিয়ানার একটি কফি শপের বাইরে৷ ৯ বছরের ওই বালকের নাম কেলভিন এলিস জুনিয়র৷ আর যে কোটিপতি ব্যসায়ীকে সে ভিক্ষুক ভেবে ভুল করেছিল, তাঁর নাম ম্যাট বুসবাইস৷

আরও পড়ুন: ‘মানুষরূপী শয়তান?’ ১৭ জন রোগীকে হত্যা, খুনে নার্সকে ৭০০ বছর জেলের নির্দেশ আদালতের

৪২ বছর বয়সি ওই ব্যবসায়ীর বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন নিজের আবাসনের ফায়ার অ্যালার্ম শুনে তড়িছড়ি বেরিয়ে আসেন তিনি৷ তার পরনে বাড়ির সাধারণ পোশাকই ছিল৷ এর পর কিছুটা ঘোরাঘুরির পর এক কাপ কফি খেয়ে রাস্তার পাশে একটি বেঞ্চে বসে সামান্য জিড়িয়ে নিচ্ছিলেন তিনি৷ চোখও লেগে এসেছিল তাঁর৷

হঠাৎই চোখ খুলে দেখেন, তাঁর সামনে হাতের মুঠো পাকিয়ে এক বালক দাঁড়িয়ে রয়েছে৷ প্রথমে খানিক ঘাবড়েই গিয়েছিলেন ওই ব্যবসায়ী৷ এর পরেই আসল বিষয়টি বুঝতে পারেন তিনি৷ ওই বালক তার হাতের মুঠো খুলে ভিতরে থাকা ১ ডলার ওই ব্যবসায়ীর দিকে এগিয়ে দেয়৷ ছোট্ট ছেলের এমন উদারতা দেখে অবাক হয়ে যান ওই ব্যবসায়ী৷

এর পরেই ওই বালককে নিজের পরিচয় দেন তিনি৷ ওই অঞ্চলে তাঁর একটি বড় খেলাধুলোর সামগ্রীর দোকানও রয়েছে৷ প্রথমে ওই বালককে নিয়ে গিয়ে পছন্দের খাবার খাওয়ান ওই ব্যবসায়ী৷ এর পর নিজের দোকান যা খুশি বেছে নেওয়ার জন্য কেলভিনকে ৪০ সেকেন্ড সময় দেন তিনি৷ তার মধ্যে একটি সাইকেলও ছিল৷

কেলভিনের কথায়, ‘আমি সবসময় কোনও গৃহহীনকে সাহায্য করতে চেয়েছিলাম৷ তাই ভেবেছিলাম এটাই আমার সুযোগ৷’ কেলভিনের অবশ্য দাবি, সে যা পুরস্কার পেয়েছে, তার থেকেও নিজের কাছে থাকা ১ ডলার দিয়ে কাউকে সাহায্য করেছে ভেবেই বেশি খুশি হয়েছে সে৷

Husband kills wife in America: আইসিইউ-তে ভর্তি স্ত্রী, হাসপাতালের বেডেই নৃশংস কাণ্ড স্বামীর! কারণ শুনলে শিউরে উঠতে হয়

মিসৌরি, আমেরিকা: হাসপাতালে ভর্তি থাকা স্ত্রীর চিকিৎসার বিল সাধ্যের বাইরে চলে গিয়েছিল৷ তাই হাসপাতালের ভিতরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন স্বামী৷ নৃশংস এই ঘটনা ঘটেছে আমেরিকার একটি হাসপাতালে৷

চিকিৎসার খরচ তাঁর সাধ্যের বাইরে চলে গিয়েছে বলেই যে তিনি স্ত্রীকে খুন করেছেন, তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷ আমেরিকার মিসৌরির ইন্ডিপেনডেন্সের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে৷

আরও পড়ুন: রাতে রাস্তায় ঘুরতে বেরিয়ে যৌন নির্যাতনের শিকার সাংসদ! চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল বিশ্ব

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন৷ সেখানেই অভিযুক্ত ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ৷ এমন কি, স্ত্রী যাতে চিৎকার করে কারও সাহায্য না চাইতে পারেন, সেই জন্য তাঁর মুখও চেপে রাখেন ওই ব্যক্তি৷
ঘটনার কথা জানতে পেরেই পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ পাশাপাশি, লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টাও হয়৷ কিন্তু তিনি আর চিকিৎসায় সাড়া দেননি৷

হাসপাতালের এক কর্মীর বয়ান অনুযায়ী, ওই ব্যক্তি পুলিশের কাছে বলেন, ‘আমিই খুন করেছি৷ কারণ হাসপাতালের বিল মেটানোর ক্ষমতা আমার ছিল না৷’ জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর নতুন করে ডায়ালিসিস শুরু হওয়ার কথা ছিল৷ তার আগেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন মহিলার স্বামী৷

রাতে রাস্তায় ঘুরতে বেরিয়ে যৌন নির্যাতনের শিকার সাংসদ! চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল বিশ্ব

ক্যানবেরা: মাদক সেবন করিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ তুললেন অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ড লেবার পার্টির এমপি ব্রিটানি লাউগা। সেন্ট্রাল ক্যুইন্সল্যান্ড টাউনের ইয়েপ্পনের ঘটনা। রবিবার ভোরের দিকে ব্রিটানি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) নামক সংবাদ সংস্থার প্রকাশ করা খবরে ব্রিটানিকে বলতে শোনা গিয়েছে যে, “হাসপাতালে পরীক্ষানিরীক্ষায় আমার শরীরে মাদকের উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। যেটা আমি কখনওই নিইনি। এই মাদক তাৎপর্যপূর্ণ ভাবে আমার উপর প্রভাব ফেলেছে।”

ওই এমপি-র বক্তব্য, তিনি নিজের এই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনার পরে ওই শহরতলির অন্যান্য মহিলারা তাঁর সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, তাঁরাও ওই একই অভিজ্ঞতার শিকার হয়েছেন। ক্যুইন্সল্যান্ডের ওই এমপি-র কথায়, “এমন ঘটনা যে কারওর সঙ্গে ঘটতে পারে। দুঃখজনক ভাবে, যেটা আমাদের সঙ্গেও ঘটেছে। এটা একেবারেই ঠিক নয়। জোর করে মাদক দেওয়া এবং যৌন নিপীড়নের কোনও ঝুঁকি ছাড়াই শহরতলিতে আমাদের সামাজিকতা উপভোগ করতে পারা উচিত।”
তিনি আরও বলেন, “যাঁরা আমায় সমর্থন জানিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তাঁদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের চিন্তাশীল বার্তা এবং উদারতার মূল্য দিই।” সেই সঙ্গে ওই এমপি-র আবেদন, “যদি আপনাদের কাছে এই সংক্রান্ত কোনওরকম তথ্য থাকে, তাহলে অনুগ্রহ করে পুলিশকে সেটা জানান। কারণ সেই তথ্য তদন্তে সাহায্য করতে পারে।”

ব্রিটেনের এক সংবাদপত্রের একটি ভিন্ন প্রতিবেদনে আবার বলা হয়েছে যে, ইতিমধ্যেই একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিও-তেই ধরা পড়েছে ব্রিটানির ঘটনা। রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে। যৌন নিপীড়নের অভিযোগ তিনি পুলিশে জানানোর পরেই তাঁকে ওই ভিডিওটির ঘটনা জানানো হয়।

আরও পড়ুনঃ  মাধ্যমিকের ফল দেখে বকেছিলেন মা, তারপরে যা ঘটাল কলকাতার পড়ুয়া…! একেবারে অবিশ্বাস্য

ক্যুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসের তরফে জানানো হয়েছে যে, ইয়েপ্পনে এই ঘটনা সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। ক্যুইন্সল্যান্ড প্রিমিয়ার স্টিভেন মাইলস বলেন, “সম্ভাব্য সমস্ত উপায়ে প্রাদেশিক সরকার ব্রিটানি লাউগাকে সাহায্য করে চলেছে। ব্রিটানি যে অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন, সেই অবস্থার মধ্যে দিয়ে কাউকে যেন যেতে না হয়। আমার সম্পূর্ণ লক্ষ্য ব্রিটানি এবং তাঁর ভাল থাকার উপরেই রয়েছে। আমি ইতিমধ্যেই ব্রিটানিকে জানিয়েছি যে, আমরা তাঁকে সমর্থন করার জন্যই রয়েছি। যা তিনি চান, সমস্ত সাহায্য করা হবে।”

Viral News: ইনস্টাগ্রামে অক্টোপাসের ছবি পোস্ট, তারপরেই বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা বিউটি ক্যুইন; হাড়হিম করা ঘটনা ধরা পড়ল ক্যামেরায়

রেস্তোরাঁয় বসে খাওয়াদাওয়া করার সময়ই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইক্যুয়েডরের বিউটি ক্যুইন ল্যান্ডি প্যারাগা গয়ব্যুরো। ইক্যুয়েডরের কেভেদোর ঘটনা। মূলত সোশ্যাল মিডিয়ায় নিজের লোকেশন পোস্ট করার জেরে এমনটা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

আসলে পুলিশি তদন্তে জানা গিয়েছে, ল্যান্ডি প্যারাগা নিজের খাবারের ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন। যেখানে দেখা যাচ্ছিল এক প্লেট অক্টোপাস সেভিচে। আর এই পোস্টের মাধ্যমেই আততায়ীদের কাছে খবর পৌঁছে যায় যে, কোথায় রয়েছেন ল্যান্ডি!

আরও পড়ুনঃ ফের ভারত-নেপাল টানাপড়েন, নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন জায়গাকে নিজেদের অংশ হিসাবে দেখানোর অভিযোগ

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই পোস্ট পাবলিক করামাত্রই দু’জন সশস্ত্র ব্যক্তি রেস্তোরাঁয় প্রবেশ করে। আর বারংবার গুলিতে ঝাঁঝরা করে দেয় ল্যান্ডিকে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আসলে এর দিন কয়েক আগেই বিচারবিভাগীয় আধিকারিকদের সংগঠিত অপরাধে জড়িত দুর্নীতিতে নাম উঠে এসেছিল ল্যান্ডি প্যারাগার।


আবার প্রাথমিক তদন্তে আরও একটা তথ্য উঠে এসেছে। এই খুনের পিছনে রয়েছেন মাদক পাচারকারী নেতার বিধবা স্ত্রী। কারণ মনে করা হচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ল্যান্ডির। ফলে এই তত্ত্বকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দুপুরের আহারের জন্য ল্যান্ডি ওই সেভিচে অর্ডার করেছিলেন। তা মুখে তোলার আগে নিজের ১৭৩০০০ ফলোয়ারের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করেও নিয়েছিলেন। কিন্তু আচমকাই দুই সশস্ত্র আততায়ী রেস্তোরাঁয় ঢুকে একের পর এক গুলিতে ঝাঁঝরা করে দেয় তাঁকে।

সিসিটিভি ফুটেজে এই ভয়ঙ্কর নৃশংস ঘটনা ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন বন্দুকবাজ গুলি চালাচ্ছে। আর এক জন বাইরে বেরোনোর দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন ইক্যুয়েডরের সুন্দরী। আর তাঁকে ওই অবস্থায় ফেলেই সঙ্গে সঙ্গে পালিয়ে যায় আততায়ীরা।

প্রসঙ্গত ল্যান্ডি প্যারাগার বয়স ২৩ বছর। প্রাক্তন বিউটি ক্যুইন হিসেবে তাঁর খ্যাতি। শুধু তা-ই নয়, তিনি অন্ত্রেপ্রেনর হিসেবেও বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার। ইক্যুয়েডরে বেশ নামকরা ব্যক্তিত্ব তিনি।

India-Nepal Relationship: ফের ভারত-নেপাল টানাপড়েন, নেপালের ১০০ টাকার নোটে ভারতের তিন জায়গাকে নিজেদের অংশ হিসাবে দেখানোর অভিযোগ

ফের ভারত নেপাল সম্পর্ক নিয়ে টানাপড়েন। নতুন ১০০ টাকার নোট বাজারে আনতে চলেছে নেপাল সরকার। সেই ১০০ টাকার নোটে ভারতের তিন এলাকাকে দেখানো হয়েছে নেপালের জায়গা হিসাবে। এই তিন জায়গা হল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি। এই বিতর্কিত সিদ্ধান্ত যখন নেওয়া হচ্ছে তখন সেখানে উপস্থিত ছিলেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।

আরও পড়ুন: বিশ্বকাপের দলে ৩ রঞ্জি খেলা ‘ভারতীয়’, ২ জন খেলেন ভারতের U19 দলে, কোন দলে?

নেপালের তথ্য, প্রযুক্তি এবং জনসংযোগ মন্ত্রী জানান, নেপালের মন্ত্রী সভা ২৫ এপ্রিল এবং ২ মে বৈঠকে ঠিক করেছে নতুন ধরনের ১০০ টাকার নোট বাজারে আনা হবে, যেখানে নেপালের মানচিত্রে কিছু আপডেট করা হবে।

আরও পড়ুন: একাদশে পছন্দের বিষয় নিয়ে পড়তে গেলে মাধ্যমিকের কিসে কত পেতে হবে? তালিকা প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

নেপালের সঙ্গে ভারতের প্রায় ১৮৫০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের সঙ্গে সীমান্ত ভাগ করে নেপাল। ২০২০ সালে নেপাল লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নিজেদের অংশ হিসাবে দেখিয়ে মানচিত্র প্রকাশ করে, তার পরে দুই দেশের সম্পর্ক নিয়ে চাপানউতর শুরু হয়। তার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ১০০ টাকার নোটে নতুন মানচিত্র নিয়ে শুরু হতে পারে দু’দেশের সম্পর্ক নিয়ে টানাপড়েন। এই বিষয় নিয়ে শনিবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানান, নেপালের একতরফা পদক্ষেপ বাস্তবকে বদলাতে পারবে না। আমাদের এই বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট।

American nurse gets 700 years jail: ‘মানুষরূপী শয়তান?’ ১৭ জন রোগীকে হত্যা, খুনে নার্সকে ৭০০ বছর জেলের নির্দেশ আদালতের

পেনসিলভানিয়া: তাঁর পেশা ছিল অসুস্থ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করা৷ উল্টে তিনিই ইচ্ছাকৃত ভাবে ইনস্যুলিনের ওভারডোজ দিয়ে অন্তত ১৭ জন রোগীকে খুন করলেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এক নার্সকে ইনস্যুলিনের ওভারডোজ দিয়ে রোগীদের খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত করে ৩৮০ থেকে ৭৬০ বছরের জেল ঘোষণা করেছে আমেরিকার একটি আদালত৷

জানা গিয়েছে, পাঁচটি আলাদা আলাদা চিকিৎসা প্রতিষ্ঠানে গত ২০২০ থেকে ২০২৩ সালে মধ্যে এই হত্যালীলা চালান ওই শিক্ষিকা৷ আদালতে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকারও করে নেন তিনি৷

আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে খুন, চুলের মুঠি ধরে মুখে ঘুষি-লাথি! কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে

পেনসিলভানিয়ার বাসিন্দা ৪১ বছর বয়সি ওই নার্সের নাম হিদার প্রেসডি৷ অভিযোগ, গত তিন বছরে অন্তত ২২ জন রোগীর শরীরে ইনস্যুলিনের ওভারডোজ প্রয়োগ করেন তিনি৷ অধিকাংশ ক্ষেত্রেই গভীর রাতে হাসপাতাল ফাঁকা থাকার সুযোগ নিয়ে এই কাজ করতেন তিনি৷ এমন কী, ডায়াবেটিসে আক্রান্ত নন, এমন রোগীদেরও ইনস্যুলিনের ওভারডোজ দেন ওই নার্স৷ অধিকাংশ রোগীরই সঙ্গে সঙ্গে মৃত্যু হয়৷ মৃতদের বয়স ৪৩ থেকে ১০৪-এ মধ্যে৷

ইনস্যুলিনের ওভারডোজে শরীর হৃদস্পন্দনর মাত্রা বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে৷ গত বছর মে মাসে প্রথম ওই নার্সের কুকীর্তি ধরা পড়ে৷ এর পর তদন্তে নেমে পুলিশ ওই নার্সের বিরুদ্ধে আরও অভিযোগ পায়৷

নিহতদের পরিবারের অভিযোগ, ওই নার্স রোগীদের কাছে ঈশ্বর সেজে তাঁদের মুক্তি দিতে চেয়েছিলেন৷ যদিও ওই রোগীরা প্রত্যেকেই বাঁচতে চেয়েছিলেন বলে দাবি তাঁদের পরিবারের৷ অভিযুক্ত নার্সের সহকর্মীরা অবশ্য আগেই তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ তাঁদের দাবি ছিল, ওই নার্স রোগীদের সহ্যই করতে পারতেন না৷ রোগীদের সম্পর্কে কুকথাও বলতে শোনা যেত তাঁকে৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজের মাকে পাঠানো টেক্সট মেসেজেও হাসপাতালের রোগী, নিজের সহকর্মী, এমন কী রেস্তোরাঁয় সাক্ষাৎ হওয়া মানুষজন সম্পর্কেও নিজের বিরক্তির কথা জানিয়েছিলেন অভিযুক্ত নার্স৷ এমন কী, তাঁদের ক্ষতি করার ইচ্ছাও জানিয়েছিলেন তিনি৷

জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে একের পর এক নার্সিং হোমে চাকরি বদলেছিলেন ওই নার্স৷ আর সুযোগেই রোগীদের শরীরে ইনস্যুলিনের ওভারডোজ প্রয়োগ করতেন তিনি৷ যে রোগীরা ওই নার্সের বিকৃত মানসিকতার শিকার, তাঁদের মধ্যে একজনের আত্মীয়ের দাবি, ওই নার্স অসুস্থও নন, মানসিক সমস্যাও নেই৷ তিনি আসলে মানুষরূপী শয়তান৷