Milk: জ্বাল দিতে গিয়ে বারবার উথলে যাচ্ছে দুধ? ভুল ভেবে নিজেকে দুষবেন না, অশুভ ইঙ্গিতে তছনছ সংসার, জানুন প্রতিকার

*বাড়িতে দুধ জ্বাল দেওয়ার সময় অনেক সময়ই দেখা যায় তা উথলে গ্যাস ওভেনের উপর ছড়িয়ে পড়ে। কিন্তু বারবার এমনটা হতে থাকলে তা বাস্তুদোষের ইঙ্গিত বলে মনে করেন অনেকেই। সংগৃহীত ছবি। 
*বাড়িতে দুধ জ্বাল দেওয়ার সময় অনেক সময়ই দেখা যায় তা উথলে গ্যাস ওভেনের উপর ছড়িয়ে পড়ে। কিন্তু বারবার এমনটা হতে থাকলে তা বাস্তুদোষের ইঙ্গিত বলে মনে করেন অনেকেই। সংগৃহীত ছবি।
*তবে দুধ জ্বাল দিতে গিয়ে বারবার তা উথলে ছড়িয়ে পড়লে সেটা পারিবারিক সমস্যার ইঙ্গিত হতে পারে। জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক লোকাল ১৮-কে জানিয়েছেন যে, বাস্তু শাস্ত্রে দুধ সংক্রান্ত বিভিন্ন শুভ এবং অশুভ ইঙ্গিত বর্ণিত রয়েছে। সংগৃহীত ছবি। 
*তবে দুধ জ্বাল দিতে গিয়ে বারবার তা উথলে ছড়িয়ে পড়লে সেটা পারিবারিক সমস্যার ইঙ্গিত হতে পারে। জ্যোতিষী পণ্ডিত পঙ্কজ পাঠক লোকাল ১৮-কে জানিয়েছেন যে, বাস্তু শাস্ত্রে দুধ সংক্রান্ত বিভিন্ন শুভ এবং অশুভ ইঙ্গিত বর্ণিত রয়েছে। সংগৃহীত ছবি।
*দুধ উথলে পড়ার অর্থ: লোকাল ১৮-এর কাছে জ্যোতিষী পণ্ডিত জানিয়েছেন যে, বাস্তু শাস্ত্রে দুধকে চন্দ্রের কারক বলে মনে করা হয়। তাই বারবার দুধ উথলে পড়া কিন্তু অশুভ ইঙ্গিত হতে পারে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্যাসের উপর জ্বাল দিতে থাকা দুধ পড়ে গেলে চন্দ্র দোষ হতে পারে। সংগৃহীত ছবি। 
*দুধ উথলে পড়ার অর্থ: লোকাল ১৮-এর কাছে জ্যোতিষী পণ্ডিত জানিয়েছেন যে, বাস্তু শাস্ত্রে দুধকে চন্দ্রের কারক বলে মনে করা হয়। তাই বারবার দুধ উথলে পড়া কিন্তু অশুভ ইঙ্গিত হতে পারে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গ্যাসের উপর জ্বাল দিতে থাকা দুধ পড়ে গেলে চন্দ্র দোষ হতে পারে। সংগৃহীত ছবি।
*দুধ উথলে পড়ার অপকারিতা: পণ্ডিত পঙ্কজ পাঠকের বক্তব্য, বাস্তু শাস্ত্র অনুযায়ী, বারবার দুধ উথলে পড়লে বাড়িতে বসবাসকারী মানুষের মানসিক চাপ বৃদ্ধি পায়। আর্থিক সঙ্কটের মধ্যে দিয়েও যেতে হয় তাঁকে। সংগৃহীত ছবি। 
*দুধ উথলে পড়ার অপকারিতা: পণ্ডিত পঙ্কজ পাঠকের বক্তব্য, বাস্তু শাস্ত্র অনুযায়ী, বারবার দুধ উথলে পড়লে বাড়িতে বসবাসকারী মানুষের মানসিক চাপ বৃদ্ধি পায়। আর্থিক সঙ্কটের মধ্যে দিয়েও যেতে হয় তাঁকে। সংগৃহীত ছবি।
*জ্যোতিষী পণ্ডিত লোকাল ১৮-এ বলেন, এই বিষয়টা এড়ানোর জন্য মুক্তো ধারণ করা যেতে পারে। এর পাশাপাশি চন্দ্রদেবের উদ্দেশ্যে জলও অর্পণ করা যেতে পারে। এই প্রতিকার অবলম্বন করলে দারুণ সুবিধা পাওয়া যাবে। সংগৃহীত ছবি। 
*জ্যোতিষী পণ্ডিত লোকাল ১৮-এ বলেন, এই বিষয়টা এড়ানোর জন্য মুক্তো ধারণ করা যেতে পারে। এর পাশাপাশি চন্দ্রদেবের উদ্দেশ্যে জলও অর্পণ করা যেতে পারে। এই প্রতিকার অবলম্বন করলে দারুণ সুবিধা পাওয়া যাবে। সংগৃহীত ছবি।
*ঘরোয়া বিবাদের ক্ষেত্রে দুধ উথলে পড়ার যোগ: মঙ্গল এবং চন্দ্র বিপরীত প্রকৃতির দুটি গ্রহ। মঙ্গলের কারক হল অগ্নি বা আগুন। এই পরিস্থিতিতে জ্বাল দেওয়ার সময় দুধ ছড়িয়ে পড়ার বিষয়টাকে অশুভ বলে গণ্য করা হয়। এছাড়া এটা ঘরের শান্তিও বিনাশ করে। এমনকী এই বিষয়টা ঘরে বসবাসকারীর মধ্যে রাগের উদ্রেকও করে। সংগৃহীত ছবি। 
*ঘরোয়া বিবাদের ক্ষেত্রে দুধ উথলে পড়ার যোগ: মঙ্গল এবং চন্দ্র বিপরীত প্রকৃতির দুটি গ্রহ। মঙ্গলের কারক হল অগ্নি বা আগুন। এই পরিস্থিতিতে জ্বাল দেওয়ার সময় দুধ ছড়িয়ে পড়ার বিষয়টাকে অশুভ বলে গণ্য করা হয়। এছাড়া এটা ঘরের শান্তিও বিনাশ করে। এমনকী এই বিষয়টা ঘরে বসবাসকারীর মধ্যে রাগের উদ্রেকও করে। সংগৃহীত ছবি।
*পরিবারের মধ্যে যা বিবাদের পরিস্থিতি তৈরি করতে পারে। লোকাল ১৮-এর কাছে জ্যোতিষী বলেন, এই সমস্যা এড়ানোর জন্য কোনও পণ্ডিত কিংবা জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ করতে হবে। মূলত চন্দ্র এবং মঙ্গলকে শান্ত রাখার উপায় খুঁজতে হবে। সংগৃহীত ছবি। 
*পরিবারের মধ্যে যা বিবাদের পরিস্থিতি তৈরি করতে পারে। লোকাল ১৮-এর কাছে জ্যোতিষী বলেন, এই সমস্যা এড়ানোর জন্য কোনও পণ্ডিত কিংবা জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ করতে হবে। মূলত চন্দ্র এবং মঙ্গলকে শান্ত রাখার উপায় খুঁজতে হবে। সংগৃহীত ছবি।
*প্রতিদিন জ্বাল দেওয়ার সময় দুধ উথলে গেলে তার অর্থ হল, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। আসলে প্রতিদিন দুধ জ্বাল দেওয়ার সময় প্রতিদিন তা উথলে গেলে সেটা দেবী অন্নপূর্ণাকে রুষ্ট করতে পারে। সংগৃহীত ছবি। 
*প্রতিদিন জ্বাল দেওয়ার সময় দুধ উথলে গেলে তার অর্থ হল, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন। আসলে প্রতিদিন দুধ জ্বাল দেওয়ার সময় প্রতিদিন তা উথলে গেলে সেটা দেবী অন্নপূর্ণাকে রুষ্ট করতে পারে। সংগৃহীত ছবি।
*জ্যোতিষীর কথায়, এই পরিস্থিতি তৈরি হলে মা অন্নপূর্ণার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সেই সঙ্গে তাঁকে তুষ্ট করার উপায়ও খুঁজতে হবে। সংগৃহীত ছবি। 
*জ্যোতিষীর কথায়, এই পরিস্থিতি তৈরি হলে মা অন্নপূর্ণার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। সেই সঙ্গে তাঁকে তুষ্ট করার উপায়ও খুঁজতে হবে। সংগৃহীত ছবি।
*ঘর থেকে বের হওয়ার সময়: ফুটন্ত দুধ বারবার উথলে উঠলে তা আর্থিক সঙ্কটের ইঙ্গিত হতে পারে। এর কারণে ঘরে সম্পদ স্থায়ী হয় না। সংগৃহীত ছবি। 
*ঘর থেকে বের হওয়ার সময়: ফুটন্ত দুধ বারবার উথলে উঠলে তা আর্থিক সঙ্কটের ইঙ্গিত হতে পারে। এর কারণে ঘরে সম্পদ স্থায়ী হয় না। সংগৃহীত ছবি।
*জ্যোতিষী পণ্ডিতের বক্তব্য, কেউ যদি কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যান এবং দুধ ফোটাতে গিয়ে তা উথলে পড়লে বুঝতে হবে কাজটি পণ্ড হয়ে যেতে পারে। এর থেকে বাঁচতে বাইরে যাওয়ার আগে ভগবানকে মিষ্টি কিছু নিবেদন করা উচিত। সংগৃহীত ছবি।
*জ্যোতিষী পণ্ডিতের বক্তব্য, কেউ যদি কোনও গুরুত্বপূর্ণ কাজে বাইরে যান এবং দুধ ফোটাতে গিয়ে তা উথলে পড়লে বুঝতে হবে কাজটি পণ্ড হয়ে যেতে পারে। এর থেকে বাঁচতে বাইরে যাওয়ার আগে ভগবানকে মিষ্টি কিছু নিবেদন করা উচিত। সংগৃহীত ছবি।