Subhashree Ganguly: ‘…ইংরেজি বলতে পার না’! ইংরেজিতে কথা বলে মহাবিপাকে, কী বলে হাসির খোরাক শুভশ্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অভিনয়-দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করলেও প্রায়ই নানা কারণে ট্রোলড হতে হয় তাঁকে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলিউডের সফল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অভিনয়-দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করলেও প্রায়ই নানা কারণে ট্রোলড হতে হয় তাঁকে।
সম্প্রতি একটি নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ফের কটাক্ষের মুখে শুভশ্রী। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আইরন ম্যান সেজে খেলছে ছোট্ট ইউভান। ছেলের সেই মিষ্টি মুহূর্তরেই লেন্সবন্দি করেছেন অভিনেত্রী। কিন্তু কেন ট্রোলড হতে হল তাঁকে?
সম্প্রতি একটি নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ফের কটাক্ষের মুখে শুভশ্রী। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আইরন ম্যান সেজে খেলছে ছোট্ট ইউভান। ছেলের সেই মিষ্টি মুহূর্তরেই লেন্সবন্দি করেছেন অভিনেত্রী। কিন্তু কেন ট্রোলড হতে হল তাঁকে?
বাংলা নয়, বরং ইংরেজিতেই ছেলের সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন শুভশ্রী। একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন ইউভানের দিকে। আর সে-ও ইংরেজিতেই তার মায়ের প্রশ্নের উত্তর দিচ্ছিল।
বাংলা নয়, বরং ইংরেজিতেই ছেলের সঙ্গে কথোপকথন চালাচ্ছিলেন শুভশ্রী। একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছিলেন ইউভানের দিকে। আর সে-ও ইংরেজিতেই তার মায়ের প্রশ্নের উত্তর দিচ্ছিল।
ছেলের সঙ্গে শুভশ্রীর ইংরেজিতে কথোপকথন নেটিজেনদের একাংশের মনে ধরেনি। আর তা নিয়েই একাধিক মন্তব্য উড়ে এসেছে শুভশ্রীর দিকে।
ছেলের সঙ্গে শুভশ্রীর ইংরেজিতে কথোপকথন নেটিজেনদের একাংশের মনে ধরেনি। আর তা নিয়েই একাধিক মন্তব্য উড়ে এসেছে শুভশ্রীর দিকে।
জনৈক নেটিজেন শুভশ্রীর উদ্দ্যেশ্যে লিখেছেন, "এই যে তুমি বেশি ইংরেজি বলতে পার না, সেটা ঢাকার জন্য এত ইংরেজি বলো কেন? যার যার মাতৃভাষাটাই বেশি সুন্দর। তাই না?'
জনৈক নেটিজেন শুভশ্রীর উদ্দ্যেশ্যে লিখেছেন, “এই যে তুমি বেশি ইংরেজি বলতে পার না, সেটা ঢাকার জন্য এত ইংরেজি বলো কেন? যার যার মাতৃভাষাটাই বেশি সুন্দর। তাই না?’
অন্য জনের প্রশ্ন, 'কখনওই দেখিনা ছেলে কে একটু মাতৃভাষাটাও শেখাচ্ছেন অলটাইম ইংলিশ। কেন?'
অন্য জনের প্রশ্ন, ‘কখনওই দেখিনা ছেলে কে একটু মাতৃভাষাটাও শেখাচ্ছেন অলটাইম ইংলিশ। কেন?’
আরেকজনের টিপ্পনি, 'একজন বাঙালি হয়ে বাংলায় কথা বললে অনেক বেশি ভাল লাগে। আমাদের ভাষা খুব সুন্দর আর মিষ্টি। আজকাল ইংরেজি সবাই কমবেশি বুঝতেও পারে। বলতেও পারে। এটা কোনও বড় ব্যাপার নয়। অনেক সুন্দর লাগে বাংলা ভাষা শুনতে আর বলতে।'
আরেকজনের টিপ্পনি, ‘একজন বাঙালি হয়ে বাংলায় কথা বললে অনেক বেশি ভাল লাগে। আমাদের ভাষা খুব সুন্দর আর মিষ্টি। আজকাল ইংরেজি সবাই কমবেশি বুঝতেও পারে। বলতেও পারে। এটা কোনও বড় ব্যাপার নয়। অনেক সুন্দর লাগে বাংলা ভাষা শুনতে আর বলতে।’
যাবতীয় নেতিবাচক মন্তব্যকে যদিও পাত্তা দেননি শুভশ্রী। তিনি বাঁচেন নিজের শর্তে।
যাবতীয় নেতিবাচক মন্তব্যকে যদিও পাত্তা দেননি শুভশ্রী। তিনি বাঁচেন নিজের শর্তে।