অধীরকে হারাতে তৃণমূলের বাজি পাঠান৷

Abhishek Banerjee on Yusuf Pathan: ‘অধীরকে হারাতে পারবেন পাঠান?’, বহরমপুরে তৃণমূলের কৌশল নিয়ে অকপট অভিষেক

কলকাতা: বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমকে দিয়েছে তৃণমূল৷ তার পর থেকেই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন, অধীরের শক্ত ঘাঁটিতে কি আদৌ কাজ করবে পাঠান ম্যাজিক?

নিউজ ১৮ বাংলার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই প্রশ্নেরই জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, ‘বহরমপুরে কি অধীর চৌধুরীকে হারাতে পারবেন ইউসুফ পাঠান?’ জবাবে অভিষেক বলেন, ‘আমরা তো অধীর চৌধুরীকে হারাতে যাইনি৷ আমরা বহরমপুরে জিততে গিয়েছি৷ অধীর চৌধুরী গত এক বছরে অন্তত কু়ড়ি বার বলছেন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে প্রার্থী হোত৷ এতে কার হাত শক্ত হচ্ছে? একবারও বলছেন না তো আমার বিরুদ্ধে বহরমপুরে অমিত শাহ, যোগী আদিত্যনাথ আমার বিরুদ্ধে লড়ুক৷’

আরও পড়ুন: ‘আমাকে গ্রেফতার করিয়ে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়ান’, অভিজিৎকে বিরাট চ্যালেঞ্জ অভিষেকের

রাখঢাক না করেই অভিষেক অভিযোগ করেন, অধীর চৌধুরী রাজ্যে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন৷ অধীরের মনোভাবে তৃণমূল যে অত্যন্ত ক্ষুব্ধ, তা মনে করিয়ে দিয়েও অভিষেক বলেন, ‘গত ৩১ ডিসেম্বর পর্যন্ত তো আমরা একটা শব্দ বলিনি৷ তবে বলে এসেছিলাম তার মধ্যেও ফয়সালা না হলে তৃণমূল নিজেদের মতো করে লড়বে৷’

ইতিমধ্যেই লোকসভা ভোটের প্রচারে বহরমপুরে পৌঁছে গিয়েছেন ইউসুফ পাঠান৷ তৃণমূলের প্রার্থী তালিকায় সম্ভবত সবথেকে বড় চমকই ছিল দু বার বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটারের নাম৷

শুধু বহরমপুর আসনে কংগ্রেসের সঙ্গে লড়াই নয়, রাজ্যে জোট ভেস্তে যাওয়ার জন্যও কংগ্রেসের ঢিলেমিকেই দায়ী করেছেন অভিষেক৷ তিনি অভিযোগ করেন, বার বার বলা সত্ত্বেও নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়াতে রাজস্থান, মধ্যপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছিল কংগ্রেস নেতৃত্ব৷ কংগ্রেসকে উদ্দেশ্য করে অভিষেকের কটাক্ষ, ‘অতি চালাকের গলায় দড়ি৷’ অভিষেক এ দিন অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করেছেন, ২০১৯ সালের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে ভাল ফল করবে তৃণমূল কংগ্রেস৷