Category Archives: নির্বাচন

Lok Sabha Elections 2024: মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন! মা-কে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী

হুগলি: মনোনয়নপত্র জমা দিতে এসে চোখের জলে ভাসলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। যদিও তাঁর কান্না দুঃখের নয়, বরং সেই কান্না আবেগের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মা সন্ধ্যা বাগকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন মিতালী। জীবনে প্রথম লোকসভা ভোটে অংশগ্রহণ করতে পেরে আবেগপ্রবণ হয়ে বারে বারে মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। হঠাৎ এই কান্না দেখে হতবাক হয়ে যান বিধায়ক থেকে দলীয় কর্মীরাও।

যদিও এ বিষয়ে মিতালির যুক্তি, বাবাকে হারিয়েছি। আজ বাবার কথা খুব মনে পড়ছিল। সম্বল বলতে একমাত্র মা। সেই আমার কাছে সবকিছু। সেই সঙ্গে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে ভোলেননি। তিনি বলেন, দিদি আমার উপর আস্থা ও ভরসা রেখেছেন। সেই ভরসার মর্যাদা রাখব । মা এবং দলীয় কর্মী সমর্থকদের শুভেচ্ছা আমার সঙ্গে রয়েছে । এই আরামবাগ থেকেই জয় পাবে তৃণমূল । কোন প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াবে না।

উল্লেখ্য , গত  ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে আরামবাগের ভূমিকন্যা মিতালী বাগর নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেশায় যিনি অঙ্গনওয়াড়ি কর্মী। বছর ৪৮-এর মিতালী অবিবাহিত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এমএ পাস করেন ২০১১ সালে। বর্তমানে গোঘাটের দোতলা মাটির বাড়িতে বসবাস করেন তিনি।

বাবা মদনমোহন বাগ তিনিও ছিলেন একনিষ্ঠ তৃণমূল কর্মী। ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এরপরেই গুরুদায়িত্ব পড়ে মিতালির উপর। মা সন্ধ্যা বাগকে নিয়ে শুরু হয় তার পথ চলা। আজ মনোনয়ন জমা দিতে এসে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। মিতালী বলেন, আজ বাবা থাকলে দু’হাত ধরে মনোনয়ন জমা দিতে যেতাম। কিন্তু বাবা নেই তাই মায়ের দু’টো হাতেই জড়িয়ে ধরি। মা ও দলীয় কর্মীদের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপরে, আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

রাহী হালদার

Rachana Banerjee: ‘আর কাউকে পেলে না তোমরা?’ হঠাৎ কেন প্রশ্ন রচনার, দেখুন ভিডিও

প্রার্থী হওয়ার পর থেকে তাঁর করা একের পর এক উত্তি, মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে চর্চা চলছে৷ এমন কি, বানানো হচ্ছে মিমও৷ তিনি যে এ বিষয়ে ওয়াকিবহল, তা জানিয়ে দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ হুগলির তৃণমূল প্রার্থী পাল্টা প্রশ্ন করেন, আর কাউকে পেলে না তোমরা? এ দিনই বিরাট শোভাযাত্রা করে হুগলি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন রচনা বন্দ্যোপাধ্যায়৷

Mithun Chakraborty: ৪৪ ডিগ্রি গরমকে পাত্তা না দিয়ে লালমাটিতে রোড শো গেরুয়া মিঠুনের, দেখুন কী করলেন!

বীরভূম: লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর হয়ে সোমবার বীরভূমের নলহাটিতে প্রচারে আসেন দলের তারকা নেতা মিঠুন চক্রবর্তী। এদিন বিজেপি প্রার্থীর সমর্থনে নলহাটি পাহাড়ের বর্গীডাঙ্গা মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন।

এরপর সেখান থেকে বীরভূমের পাঁচটি সতীপীঠের মধ্যে অন্যতম নলহাটেশ্বরী মন্দিরের বাইরে নেমে প্রণাম করেন। তার পর সেখান থেকে শুরু করেন রোড শো। নলহাটিতে বিজেপি নেতা তথা অভিনেতাকে একবার দেখার জন্য রাস্তার দু’ধারে ৮ থেকে ৮০ সকলের ভিড় ছিল একদম চোখে পড়ার মতো।

রাস্তার দু’ধারে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ বীরভূমের ৪৪ ডিগ্রির তাপমাত্রা মাথায় নিয়ে অভিনেতাকে দেখেন এবং পুষ্প বিতরণ করেন। হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন। হাত নাড়িয়ে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষকে উৎসাহিত করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: জীবনে প্রথম করলেন ‘এই’ কাজ, রচনার সঙ্গী স্বামী! দেখুন কী কাণ্ড তৃণমূলের তারকা প্রার্থীর

প্রসঙ্গত দিন কয়েক আগে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। মূলত আয় বহির্ভূত সম্পত্তির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা যায়।তবে মনোনয়নপত্র বাতিল হতে পারে এই আশঙ্কাতে ভারতীয় জনতা পার্টির হয়ে দেবতনু ভট্টাচার্য মনোনয়ন পত্র দাখিল করেন।

আরও পড়ুন: প্রথম ছবিতে ৫০০ কোটির ব্যবসা, তারপর? থ্রি ইডিয়টস-এর ‘সাইলেন্সর চতুর’ ওমি এখন কী করেন জানেন?

তীব্র গরমে সব রাজনৈতিক দল নিজেদের প্রচারে ব্যস্ত। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। চতুর্থ দফায় বীরভূমে লোকসভা নির্বাচন।সামনের মাসের ১৩ তারিখ লোকসভা নির্বাচন। এখন দেখার বিষয় কী ফলাফল হয়।

সৌভিক রায়

Narendra Modi mega exclusive: ভারত রত্ন, পদ্ম সম্মান দিতে গিয়ে ভেদাভেদ করেনি তাঁর সরকার, দাবি প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি: ভারত রত্ন অথবা পদ্ম পুরস্কারের মতো সরকারি সম্মান দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের ভেদাভেদ করেনি তাঁর সরকার৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, বিজেপির সঙ্গে যোগ নেই, এমন রাজনীতিবিদদেরও ভারত রত্ন দিয়ে সম্মান জানিয়েছে তাঁর সরকার৷

প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রণব মুখোপাধ্যায়, নরসিমহা রাও, চৌধুরী চরন সিং, কর্পূরি ঠাকুরদের ভারত রত্ন দিয়েছি৷ দেশের কোনও মানুষ আমাদের এই পছন্দ নিয়ে প্রশ্ন তোলেননি৷ প্রত্যেকেই বুঝেছেন, এই সম্মান তাঁদের দীর্ঘদিন ধরেই প্রাপ্য ছিল৷ এঁরা প্রত্যেকেই বিরোধী রাজনীতি দলের সদস্য ছিলেন এবং অতীতে আমাদের সমালোচনাও করেছেন, কিন্তু সেসবের ভিত্তিতে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি৷

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কটা আসন পেতে চলেছে বিজেপি? Network 18 স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি! ‘বড়’ পূর্বাভাস

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের আমলে মুলায়ম সিং, তরুণ গগৈ, পি এ সাংমা, এস এম কৃষ্ণরা পদ্ম পুরস্কার পেয়েছেন৷ তাঁরা প্রত্যেকেই অন্যান্য রাজনৈতিক দলের সদস্য৷ কিন্তু নিজ নিজ ক্ষেত্রে তাঁরা যে অবদান রেখেছেন, সেই অবদানকে সম্মান জানাতেই আমরা এঁদের পদ্ম সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ এই পুরস্কার দেশের, কোনও রাজনৈতিক দল দেয় না৷ এগুলি মোদির ব্যক্তিগত সম্পত্তি নয়, পুরস্কারের উপরে বিজেপির কপিরাইট নেই৷

প্রধানমন্ত্রী বলেন, যেভাবে অতীতে ভারত রত্ন, পদ্ম পুরস্কার দেওয়া হত, সেই ধারাই বদলে দিয়েছে তাঁর সরকার৷ মোদির কথায়, এর জন্য আমাদের প্রশংসা করা উচিত৷ কারা পুরস্কার পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়৷

Lok Sabha Election 2024: ভোট প্রচারে গানের তালে পা মিলিয়ে ঝুমঝুমি বাজালেন মুখ্যমন্ত্রী! নাচলেন কচিকাঁচাদের সঙ্গে

সোমবার মুর্শিদাবাদে ভোটের নির্বাচনী প্রচারে অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছোট ছোট কচিকাঁচাদের সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড় নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে পা মেলাতে করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
সোমবার মুর্শিদাবাদে ভোটের নির্বাচনী প্রচারে অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছোট ছোট কচিকাঁচাদের সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড় নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে পা মেলাতে করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার খডগ্রাম ব্লকের নগরে ও ভগবানগোলাতে, দুটি পৃথক জায়গায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার খডগ্রাম ব্লকের নগরে ও ভগবানগোলাতে, দুটি পৃথক জায়গায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের পৃথক দুটি জনসভায় রোদ্দুরকে উপেক্ষা করেই জনপ্লাবন তৈরি হয়। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গান করছিলেন। আর তখনই লক্ষীর ভান্ডার পাওয়া উপভোক্তারা ও কচি কাঁচাদের সঙ্গে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
তৃণমূলের পৃথক দু’টি জনসভায় রোদ্দুরকে উপেক্ষা করেই জনপ্লাবন তৈরি হয়। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন গান করছিলেন। আর তখনই লক্ষীর ভান্ডার পাওয়া উপভোক্তারা ও কচি কাঁচাদের সঙ্গে নাচে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, বধূ রে.. মন আমার কেমন কেমন করে, গানের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে, বধূ রে.. মন আমার কেমন কেমন করে, গানের তালে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Rachana Banerjee: জীবনে প্রথম করলেন ‘এই’ কাজ, রচনার সঙ্গী স্বামী! দেখুন কী কাণ্ড তৃণমূলের তারকা প্রার্থীর

হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায় মানে নতুন নতুন চমক। এবার লোকসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিনেও আবারও নতুন চমক দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের তারকা প্রার্থী। স্বামী ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন জনপ্রিয় অভিনেত্রী। রচনার স্বামী ও তাঁর বাকি বন্ধুদের পরনে ছিল রচনার ছবি আঁকা বিশেষ জামা।

চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক, বাজনা, বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী প্রবাল বসু ও ২০ জন বন্ধু। জেলাশাসক মুক্তা আর্যর কাছে মনোনয়ন জমা দেন রচনা। এদিন তাঁর মনোনয়নে ছিল অভিনব চমক। স্বামী ও বাল্যকালের বন্ধুদের নিয়ে স্পেশ্যাল পোশাকে মনোনয়ন জমা করেন তারকা প্রার্থী।

আরও পড়ুন: SSC কাণ্ডে নয়া মোড়, এবার CBI তদন্তের মুখে মমতার মন্ত্রিসভা? বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

কলকাতা থেকে কুড়িজন বন্ধু আসেন রচনার সমর্থনে। তাঁদের পোশাকে ছিল সাদা পাঞ্জাবি সাদা কাপড় তাতে রচনা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জোড়াফুল আঁকা ছবি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা বলেন, ‘জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম। প্রচণ্ড উচ্ছ্বসিত। আমার আরও বেশি ভাল লাগছে আমার সঙ্গে আমার ছোটবেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তাঁরা আমার ছবি আঁকা পোশাক পড়ে এসেছেন, এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।’

আরও পড়ুন: ‘সম্পূর্ণ জালিয়াতি’, সুপ্রিম কোর্টে ঝুলে রইল চাকরিহারাদের ভাগ্য! আগামী সোমবার বড় কোনও রায়?

রচনার স্বামী প্রবাল বসু বলেন, ‘রচনা এমনিতেই একজন সফল ব্যক্তি। যেই প্রফেশনেই করেছে সেটাতেই সাফল্য পেয়েছে। তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে তখন এখানেও সাফল্য পাবে।’ রচনার বন্ধুদের দাবি, কমপক্ষে দুই লক্ষ ভোটে জিতবেন রচনা। তাঁরা এসেছেন রচনার সঙ্গে প্রচার করবেন। ছোট থেকে তাঁরা সব সময় একসঙ্গে থেকেছেন এখন নির্বাচন পরীক্ষাতেও এক সঙ্গে তাঁরা থাকবেন।

রাহী হালদার

Lok Sabha Election 2024: গ্রামে বেশি বেশি করে হোম স্টে চাইছেন পটশিল্পীরা! ভোটের আগে এ কী কাণ্ড

পশ্চিম মেদিনীপুর: এই জেলা বহু শিল্পের আঁতুর ঘর। পিংলা থানার নয়াগ্রামে এলে মন জুড়াবে আপনার। কাপড়, ক্যানভাসের উপর আঁকা বিভিন্ন সচেতনতামূলক ধর্মীয় ছবি এক একটি অ্যাসেট। পট শিল্পীদের হাতে তৈরি একাধিক পট বেশ আনন্দ দেবে। এদিকে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে একাধিক দাবি রয়েছে পট শিল্পীদের। শিল্পীদের বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এবং এলাকার সামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় রয়েছে প্রায় ১৩০ এরও অধিক পট শিল্পী পরিবারের বসবাস। প্রতিদিন তাঁরা বিভিন্ন প্রাকৃতিক কিংবা কৃত্রিম রং দিয়ে ফুটিয়ে তোলেন নানান ছবি। সাদা ক্যানভাস জুড়ে কখনও ধর্মীয় আবার কখনও সচেতনতামূলক নানান ছবি তৈরি করেন তারা। শুধু তাই নয়, ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে গানও বাঁধেন। পট চিত্র এঁকে চলে সারাদিনের রুটি রুজি। তবে সামনে লোকসভা নির্বাচন। ভোট উৎসবে অংশ নেবে পট শিল্পীরা। তবে নির্বাচনের আগে একাধিক দাবি জোরাল হচ্ছে শিল্পীদের।

আর‌ও পড়ুন: শিকড়ের টান! ঘরের মেয়ের হাত ধরে ওড়িশার পটচিত্র বাংলার মাটিতে

প্রসঙ্গত প্রতিদিন জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক আসেন এই গ্রামে। শুধু তাই নয়, গোটা গ্রাম ঘুরে দেখে কেনেন নানান পট। এই বিক্রি বাটা থেকেই আয় হয় এখানকার শিল্পীরা। এই ব্যবসার প্রসার আরও বাড়াতে তাঁরা দাবি জানিয়েছেন, গ্রামে বাড়াতে হবে হোম স্টের সংখ্যা। যাতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে রাত্রিযাপন করতে পারেন। এছাড়াও শিল্পীদের ছবি বিক্রির জন্য স্থানীয় বাজার বা হাট করে দেওয়ার দাবি তোলা হয়েছে।

এছাড়াও এলাকার পানীয় জল নিকাশির ব্যবস্থা এবং সামাজিক উন্নতির দাবি জানিয়েছেন পট শিল্পীরা। প্রসঙ্গত এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে টলিউডের সুপার ফাইট দেখা যাচ্ছে। তৃণমূল প্রার্থী করেছে বিদায় সাংসদ প্রার্থী দেব’কে। অপরদিকে বিজেপির প্রার্থী খড়গপুরের বিধায়ক তথা আরেক টলিউড তারকা হিরণ। স্বাভাবিকভাবে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। তবে নির্বাচনে জয়লাভের পর কতটা সমস্যার সমাধান হয় শিল্পীদের সেটাই এখন দেখার।

রঞ্জন চন্দ

East Bardhaman News: ভোটের দিনেও কি লাঠি লাগবে দিলীপের! দেখুন কী বললেন দিলীপ ঘোষ 

পূর্ব বর্ধমান: “কোনও চিন্তা করবে না , সব হয়ে যাবে” ভোট প্রচারে বেরিয়ে কর্মীদের মনোবল বাড়ালেন দিলীপ ঘোষ। ভোটের আগে এখন কর্মীদের কী করতে হবে , সেই নির্দেশ দিতেও দেখা যায় দিলীপ ঘোষকে। এছাড়াও রবিবার হাতে লাঠি নেওয়া প্রসঙ্গে “শুধু লাঠি কেন আমাকে গদা দিচ্ছে কখনও আবার ত্রিশুল দিচ্ছে ,আমার হাতে বোধহয় এইগুলো শোভা পায়” এহেন উত্তর দিলেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত মনোনয়ন জমা দেওয়ার পর এখন রোড শো করছেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। সেই মতো তিনি নিজের লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রচার চালাচ্ছেন। প্রচার চলাকালীন প্রায় প্রত্যেকদিনই তিনি বেরোচ্ছেন প্রাতঃভ্রমণেও। এ দিন সোমবার দিলীপ ঘোষ সর্বপ্রথম প্রাতঃভ্রমণে যান বর্ধমান শহরের কালিবাজার আমতলা এলাকায়। পরবর্তীতে তিনি প্রাতঃভ্রমণ শেষ করে কালিবাজার দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চায় অংশগ্রহণ করেন। তার পর তিনি বর্ধমান উত্তর বিধানসভার রায়ান দুই অঞ্চলে খড়িদ্যা রক্ষাকালী মন্দির দর্শন করে, পুজো দিয়ে রায়পুর মোড় থেকে ভিটা দাসপাড়ায় রোড শো করেন। এ দিন আবারও এক নতুন মন্তব্য করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত রবিবার বর্ধমান শহরে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।

আর সেখানেই দলীয় কর্মীরা তাঁর হাতে লাঠি তুলে দেন। এ দিন সোমবার এই প্রসঙ্গে দিলীপ বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন , প্রশ্ন করা হয় ভোটের দিনেও কি আপনাকে লাঠি হাতে দেখা যাবে ? তিনি বলেন , “এত চোর, ডাকাত, গুন্ডা , বদমাশ তাকে তাড়াবার দায়িত্ব কাউকে নিতে হবে। আমি নিয়েছি তাই লোক ভরসা করে কখনও লাঠি দিচ্ছে , কখনও গদা দিচ্ছে ত্রিশূল দিচ্ছে আমার হাতে বোধ হয় ওটা ভাল শোভা পায়। সেইজন্য আমাকে দেন মাঝেমধ্যে।”

পরবর্তী প্রশ্ন করা হয় কী মনে হচ্ছে , ভোটের দিন কি লাঠির প্রয়োজন হবে ? তিনি বলেন , “প্রয়োজন হবে কিনা দেখা যাক, আমার তো মনে হয় দরকার হবে না। এখানকার মানুষ যথেষ্ট জাগ্রত, তারাই সব ঠিকঠাক করবেন।”

জোর কদমে প্রচার শুরু করেছেন দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়ে তিনি চমকও দিচ্ছেন। সেরকমই এ দিন কর্মীদের উৎসাহ দিতে দেখা গেল দিলীপ ঘোষকে। তীব্র গরমেও তিনি থেমে নেই। প্রখর রোদেও হুড খোলা জিপে চড়ে জোর কদমে চালাচ্ছেন প্রচার।

বনোয়ারীলাল চৌধুরী

PM Modi Lok Sabha Poll Prediction: পশ্চিমবঙ্গে কটা আসন পেতে চলেছে বিজেপি? Network 18 স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি! ‘বড়’ পূর্বাভাস

নয়াদিল্লিঃ ক্রিকেট দলে একজন অধিনায়ক থাকে। কবাডিতেও তাই। ইন্ডিয়া জোটের অধিনায়ক কে? তৃতীয় দফার লোকসভা ভোটের আগে নেটওয়ার্ক 18-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই প্রশ্ন করা হয়েছিল। যার জবাবে নিজের সবভাবসুল্ভ ভঙ্গিতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সির লড়াইয়ে নামা মোদি বলছেন, গোটা বিশ্ব পূর্ণ জনমত-সহ স্থিতিশীল সরকারে বিশ্বাস করে। সেখানে ইন্ডিয়া ব্লক ‘এক বছরে এক প্রধানমন্ত্রী’র ফরমুলায় ‘শপথ সমারোহে’ আটকে যাবে আর দেশ পড়বে ‘সংকট সমারোহে’। আর সেই সূত্রেই এসেছে, পশ্চিমবঙ্গ ও বিহারে কতগুলি আসন পাবে বিজেপি? আগাম অনুমানে এই দুই রাজ্যে মোদি জয়ের যে সম্ভাবনার কথা বলেছেন, তা রীতিমতো চমকপ্রদ।

নেটওয়ার্ক 18-এর গ্রুপ সম্পাদক রাহুল জোশী মোদিকে বলেন, ২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২ আসনের মধ্যে ১৯ আসন পেয়েছিল বিজেপি, যা রীতিমতো আশাব্যঞ্জক ছিল। এবার পশ্চিমবঙ্গে অন্তত ৩৬ আসনে জয়ের কথা CNN-News 18-এ এসে এক্সক্লুসিভলি জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এ প্রসঙ্গে মোদি অবশ্য বলেন, কিছু মানুষের সমস্যা, তারা ১০ বছর পরেও বিশ্বাস করতে প্রস্তুত নয় যে, এই দেশের নাগরিকরা তাদের প্রধানমন্ত্রী হিসাবে মোদি নামক কাউকে নির্বাচিত করেছেন। একটি অংশ আছে, যারা দেশের রায় মানতে রাজি নন। এটা একটা বাস্তবতা- দেশের মানুষ আমাদের সমর্থন করছে। আপনি ভেবেছিলেন যে এটি ঘটবে না। এটা আপনার ভুল।”

আরও পড়ুন: লটারিতে এক কোটি টাকা জিতলে ট্যাক্স কেটে হাতে কত পাওয়া যায়? জেনে নিন

মোদির সংযোজন, “আমি সম্প্রতি মালদহে ছিলাম। সেখানে দেখলাম, মানুষ বিশ্বাস করে যে কেন্দ্রে একটি শক্তিশালী এবং স্থিতিশীল সরকার রয়েছে এবং বাংলারও এর থেকে উপকৃত হওয়া উচিত। তৃণমূলের শাসনে নারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। সন্দেশখালির ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে। জনগণের ভোট দেওয়ার অধিকার রয়েছে এবং তারা এই প্রক্রিয়ায় তাদের ক্ষোভ প্রকাশ করবে। সুতরাং, ক্ষোভ স্বাভাবিক। নোটের স্তুপ বাজেয়াপ্ত করতে দেখেছেন মানুষ। এত টাকা মিলতে দেখেছেন আগে? সাম্প্রতিক বছরগুলিতে, আপনি ৫০ কোটি, ৩০০ কোটি, ২৫০ কোটি, ২০০ কোটি টাকা উদ্ধার হতে দেখেছেন। গোটা দেশ হতবাক। যতই আড়াল করার চেষ্টা করা হোক না কেন, জাতি এখন বোঝে যে এই সমস্ত লোকেরা লুটেরা।”

বিজেপি এবার বাংলায় বড় জয়ের আশা করছে কিনা জানতে চাইলে মোদি স্পষ্টই বলেন, “অবশ্যই, বাংলায় ক্লিন সুইপ হবে।” বিহারে জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে জোটে রয়েছে বিজেপি। ২০১৯ সালে ৪০টি আসনের মধ্যে ৩৯টি আসনে জিতেছিল এনডিএ। এবারের প্রত্যাশা সম্পর্কে মোদি বলেন, “প্রথমে আমরা একসঙ্গে বিধানসভা নির্বাচনে লড়েছি। পরে তারা কোথাও গিয়ে আবার ফিরে আসে। জনগণের নির্দেশে আমরা একসঙ্গে আছি। আমি সম্প্রতি বিহারে ছিলাম এবং আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি মানুষ কী চাইছেন। এই গরমে যখন কোনও তাঁবু বা কিছু নেই, তখনও লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আগে আমরা বিহারে এক আসনে হেরেছি, কিন্তু এবার হয়ত একটা আসনেও হারব না।”

Rachana Banerjee husband: বুকে তাঁরই ছবি, মনোনয়নের দিন রচনার পাশে তাঁর বিশেষ মানুষ! চেনেন তাঁকে?

সোমনাথ ঘোষ, হুগলি: হুগলি লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়৷ তবে মনোনয়নের দিন চমক দিলেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী৷ মনোনয়ন জমার সময় রচনার পাশে থাকলেন তাঁর স্বামী প্রবাল বসু৷ এ ছাড়াও রচনার ছোটবেলার বেশ কিছু বন্ধুরাও এ দিন মনোনয়ন জমা পর্বে উপস্থিত ছিলেন৷

এ দিন হুগলির চুঁচুড়ার ঘড়ি মোড় থেকে বিরাট শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যান তৃণমূলের তারকা প্রার্থী৷ মন্ত্রী বেচারাম মান্না সহ জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারাও মনোনয়ন জমা দেওয়ার সময় রচনার পাশেই ছিলেন৷ তবে রচনার স্বামী এবং তাঁর বন্ধুবান্ধবদের পোশাকে ছিল বিশেষ চমক৷ সাদা রংয়ের পোশাকে বুকের কাছে ছাপানো ছিল রচনার ছবি৷

আরও পড়ুন: ‘বাংলায় বিজেপির দুটো চোখ…’ মুর্শিদাবাদে কংগ্রেস-সিপিআইএমকে একযোগে বিঁধলেন মমতা

মনোনয়ন জমা দিয়ে এসে রচনা বলেন, ‘জীবনে প্রথম মনোনয়ন জমা দিলাম, তাই প্রচণ্ড উচ্ছ্বসিত। আমার আরও বেশি ভাল লাগছে আমার সঙ্গে আমার ছোট বেলার বন্ধুরাও এসেছে। আমার বন্ধুরাই আমার কাছে বাড়তি অক্সিজেন। তারা আমার ছবি আঁকা পোশাক পড়ে এসেছে, এটা আমার কাছে একটা সারপ্রাইজ গিফট।’

রচনা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্বামী প্রবাল বসু৷ 

রচনার স্বামী প্রবাল বসু বলেন, ‘রচনা এমনিতেই একজন সফল ব্যক্তিত্ব। যে পেশাতেই গিয়েছে, সাফল্য পেয়েছে। তাই এত বছর যখন সাফল্য পেয়ে এসেছে তখন এখানেও সাফল্য পাবে।’

হুগলি কেন্দ্রে এবার রচনার মূল লড়াই বর্তমান সাংসদ এবং আরও এক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ ফলে, হুগলি কেন্দ্রে এবার দুই অভিনেত্রীর প্রেস্টিজ ফাইট. একথা বলাই যায়৷