২০২৫ সালে কবে পড়েছে হোলি? দোল পূর্ণিমার শুভক্ষণ ও সঠিক তারিখ জেনে নিন বিশদে

Holi 2025 Date : ২০২৫ সালে কবে পড়েছে হোলি? দোল পূর্ণিমার শুভক্ষণ ও সঠিক তারিখ জেনে নিন বিশদে

সারা দেশে মহাসমারোহে পালিত হয় দোল উৎসব৷ চলতি বছর ২৫ মার্চ অর্থাৎ আজ দোল পূর্ণিমা৷ ছোট থেকে বড় সকলে এই রঙের উৎসবে সামিল৷ প্রায় ১০০ বছর পর চলতি বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে৷ ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব৷
সারা দেশে মহাসমারোহে পালিত হয় দোল উৎসব৷ চলতি বছর ২৫ মার্চ অর্থাৎ আজ দোল পূর্ণিমা৷ ছোট থেকে বড় সকলে এই রঙের উৎসবে সামিল৷ প্রায় ১০০ বছর পর চলতি বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে৷ ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব৷
হোলি উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হয় সারা বিশ্বে৷ ২০২৫ সালে কবে পড়েছে দোল পূর্ণিমা তিথি৷ জেনে নিন শুভক্ষণ ও সঠিক তারিখ৷
হোলি উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হয় সারা বিশ্বে৷ ২০২৫ সালে কবে পড়েছে দোল পূর্ণিমা তিথি৷ জেনে নিন শুভক্ষণ ও সঠিক তারিখ৷
২০২৫ সালে হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ৷ এবং হোলির ঠিক আগের দিন অর্থাৎ ১৩ মার্চ হোলিকা দহন হবে৷ দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার চল রয়েছে৷ বছরের পর বছর ধরে হোলির আগের দিন এই প্রথা হয়ে আসছে৷ বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার৷ এটি হোলিকা দহন নামেও পরিচিত৷
২০২৫ সালে হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ৷ এবং হোলির ঠিক আগের দিন অর্থাৎ ১৩ মার্চ হোলিকা দহন হবে৷ দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার চল রয়েছে৷ বছরের পর বছর ধরে হোলির আগের দিন এই প্রথা হয়ে আসছে৷ বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার৷ এটি হোলিকা দহন নামেও পরিচিত৷
পঞ্চাঙ্গ অনুসারে, হোলিকা দহনের পূর্ণিমা তিথি ১৩ মার্চ ২০২৫ সকাল ১০.৩৫ থেকে ১৪ মার্চ দুপুর ১২.২৩ পর্যন্ত থাকবে৷
পঞ্চাঙ্গ অনুসারে, হোলিকা দহনের পূর্ণিমা তিথি ১৩ মার্চ ২০২৫ সকাল ১০.৩৫ থেকে ১৪ মার্চ দুপুর ১২.২৩ পর্যন্ত থাকবে৷
ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়৷ পরের বছরও পূর্ণিমা তিথি পরের দিন দুপুর পর্যন্ত থাকবে৷
ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়৷ পরের বছরও পূর্ণিমা তিথি পরের দিন দুপুর পর্যন্ত থাকবে৷
২০২৫ সালে ১৪ মার্চ হোলির দিনে এবারের মতোই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে৷ ১৪ মার্চ সকাল ৯.২৯ মিনিটে শুরু হবে এবং দুপুর ১.০১ মিনিটে শেষ হবে চন্দ্রগ্রহণ৷
২০২৫ সালে ১৪ মার্চ হোলির দিনে এবারের মতোই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে৷ ১৪ মার্চ সকাল ৯.২৯ মিনিটে শুরু হবে এবং দুপুর ১.০১ মিনিটে শেষ হবে চন্দ্রগ্রহণ৷