Tag Archives: Holi Celebration

Holi 2025 Date : ২০২৫ সালে কবে পড়েছে হোলি? দোল পূর্ণিমার শুভক্ষণ ও সঠিক তারিখ জেনে নিন বিশদে

সারা দেশে মহাসমারোহে পালিত হয় দোল উৎসব৷ চলতি বছর ২৫ মার্চ অর্থাৎ আজ দোল পূর্ণিমা৷ ছোট থেকে বড় সকলে এই রঙের উৎসবে সামিল৷ প্রায় ১০০ বছর পর চলতি বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে৷ ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব৷
সারা দেশে মহাসমারোহে পালিত হয় দোল উৎসব৷ চলতি বছর ২৫ মার্চ অর্থাৎ আজ দোল পূর্ণিমা৷ ছোট থেকে বড় সকলে এই রঙের উৎসবে সামিল৷ প্রায় ১০০ বছর পর চলতি বছর হোলিতে বিরল যোগ ঘটতে চলেছে৷ ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব৷
হোলি উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হয় সারা বিশ্বে৷ ২০২৫ সালে কবে পড়েছে দোল পূর্ণিমা তিথি৷ জেনে নিন শুভক্ষণ ও সঠিক তারিখ৷
হোলি উৎসব অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হয় সারা বিশ্বে৷ ২০২৫ সালে কবে পড়েছে দোল পূর্ণিমা তিথি৷ জেনে নিন শুভক্ষণ ও সঠিক তারিখ৷
২০২৫ সালে হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ৷ এবং হোলির ঠিক আগের দিন অর্থাৎ ১৩ মার্চ হোলিকা দহন হবে৷ দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার চল রয়েছে৷ বছরের পর বছর ধরে হোলির আগের দিন এই প্রথা হয়ে আসছে৷ বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার৷ এটি হোলিকা দহন নামেও পরিচিত৷
২০২৫ সালে হোলি উৎসব পড়েছে ১৪ মার্চ৷ এবং হোলির ঠিক আগের দিন অর্থাৎ ১৩ মার্চ হোলিকা দহন হবে৷ দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়ার চল রয়েছে৷ বছরের পর বছর ধরে হোলির আগের দিন এই প্রথা হয়ে আসছে৷ বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার৷ এটি হোলিকা দহন নামেও পরিচিত৷
পঞ্চাঙ্গ অনুসারে, হোলিকা দহনের পূর্ণিমা তিথি ১৩ মার্চ ২০২৫ সকাল ১০.৩৫ থেকে ১৪ মার্চ দুপুর ১২.২৩ পর্যন্ত থাকবে৷
পঞ্চাঙ্গ অনুসারে, হোলিকা দহনের পূর্ণিমা তিথি ১৩ মার্চ ২০২৫ সকাল ১০.৩৫ থেকে ১৪ মার্চ দুপুর ১২.২৩ পর্যন্ত থাকবে৷
ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়৷ পরের বছরও পূর্ণিমা তিথি পরের দিন দুপুর পর্যন্ত থাকবে৷
ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয়৷ পরের বছরও পূর্ণিমা তিথি পরের দিন দুপুর পর্যন্ত থাকবে৷
২০২৫ সালে ১৪ মার্চ হোলির দিনে এবারের মতোই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে৷ ১৪ মার্চ সকাল ৯.২৯ মিনিটে শুরু হবে এবং দুপুর ১.০১ মিনিটে শেষ হবে চন্দ্রগ্রহণ৷
২০২৫ সালে ১৪ মার্চ হোলির দিনে এবারের মতোই চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে৷ ১৪ মার্চ সকাল ৯.২৯ মিনিটে শুরু হবে এবং দুপুর ১.০১ মিনিটে শেষ হবে চন্দ্রগ্রহণ৷

Holi 2024 Lucky Zodiac Signs: ১০০ বছর পর হোলিতে বিরল মহাজাগতিক যোগ, রাজার হালে ‘এই’ ৫ রাশি, রাতারাতি বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! ব্যবসায় লাগামছাড়া আয়-সুখ

চলতি বছর দোল পূর্ণিমার দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ তবে এববছর দোলের দিন রয়েছে এক বিশেষ মহাজাগতিক যোগ। ১০০ বছরের মধ্যে বিরল কাকতালীয় যোগ রয়েছে এবছর। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হচ্ছে। সকাল ১০:২৩ টা থেকে ৩:০২ পর্যন্ত চন্দ্রগ্রহণ হবে।
চলতি বছর দোল পূর্ণিমার দিনে বছরের প্রথম চন্দ্রগ্রহণ৷ তবে এববছর দোলের দিন রয়েছে এক বিশেষ মহাজাগতিক যোগ। ১০০ বছরের মধ্যে বিরল কাকতালীয় যোগ রয়েছে এবছর। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই গ্রহণ হচ্ছে। সকাল ১০:২৩ টা থেকে ৩:০২ পর্যন্ত চন্দ্রগ্রহণ হবে।
চলতি বছরের হোলি উৎসব রঙের মতো সুখ বয়ে আনবে এই ৫ রাশির জীবনে৷ বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল লাভের সুযোগ পাবেন, তাদের আয় বাড়বে।
চলতি বছরের হোলি উৎসব রঙের মতো সুখ বয়ে আনবে এই ৫ রাশির জীবনে৷ বিশেষ করে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল লাভের সুযোগ পাবেন, তাদের আয় বাড়বে।
হোলির দিন আপনার জন্য আনন্দদায়ক হবে। তিরুপতির জ্যোতিষী ডা. কৃষ্ণ কুমার ভার্গবের কাছ থেকে জেনে নিন হোলির দিন কোন ৫ রাশির জন্য শুভ হতে চলেছে। এবং তাঁদের জীবনে কি ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে৷
হোলির দিন আপনার জন্য আনন্দদায়ক হবে। তিরুপতির জ্যোতিষী ডা. কৃষ্ণ কুমার ভার্গবের কাছ থেকে জেনে নিন হোলির দিন কোন ৫ রাশির জন্য শুভ হতে চলেছে। এবং তাঁদের জীবনে কি ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে৷
মেষ রাশি: আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবতে পারেন। এই দিনে, আপনার মন উদার হবে এবং আপনি অন্যকে খোলামেলা সাহায্য করবেন। হোলির দিনে আপনার বিরোধীরা শান্ত থাকবে এবং আপনি ভাল ফল অর্জন করবেন।
মেষ রাশি: আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবতে পারেন। এই দিনে, আপনার মন উদার হবে এবং আপনি অন্যকে খোলামেলা সাহায্য করবেন। হোলির দিনে আপনার বিরোধীরা শান্ত থাকবে এবং আপনি ভাল ফল অর্জন করবেন।
কর্কট রাশি: রঙের হোলি আপনার জীবনে আনন্দের অনেক রং নিয়ে আসতে চলেছে। কাজের সাফল্যের ফলে একদিকে আপনার মন খুব খুশি হবে অন্যদিকে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। হোলির দিনে, আপনি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে উদযাপন করবেন। সেদিন আপনি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। হোলিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন।
কর্কট রাশি: রঙের হোলি আপনার জীবনে আনন্দের অনেক রং নিয়ে আসতে চলেছে। কাজের সাফল্যের ফলে একদিকে আপনার মন খুব খুশি হবে অন্যদিকে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। হোলির দিনে, আপনি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে উদযাপন করবেন। সেদিন আপনি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। হোলিতে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন।
কন্যা রাশি: হোলির দিনে, আপনি ক্ষোভ ভুলে নতুন শক্তি নিয়ে উৎসব উদযাপন করবেন। সেদিন আপনার সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। ব্যবসায়ীরা লাভের ভাল সুযোগ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি কিছু মূল্যবান উপহার পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
কন্যা রাশি: হোলির দিনে, আপনি ক্ষোভ ভুলে নতুন শক্তি নিয়ে উৎসব উদযাপন করবেন। সেদিন আপনার সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। ব্যবসায়ীরা লাভের ভাল সুযোগ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি কিছু মূল্যবান উপহার পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে।
বৃশ্চিক রাশি: হোলিতে আপনি বড় আর্থিক সুবিধা লাভ করতে পারেন, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে। যারা চাকরি ও ব্যবসা করছেন তাদের আয় বাড়বে। লাভের কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। বাড়ির সিনিয়রদের কাছ থেকে ভালবাসা পাবেন। আপনার আটকে থাকা টাকা ফেরত পেয়ে আপনি খুশি হবেন। পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং আপনি আনন্দের সঙ্গে হোলি উদযাপন করবেন।
বৃশ্চিক রাশি: হোলিতে আপনি বড় আর্থিক সুবিধা লাভ করতে পারেন, বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে। যারা চাকরি ও ব্যবসা করছেন তাদের আয় বাড়বে। লাভের কারণে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। বাড়ির সিনিয়রদের কাছ থেকে ভালবাসা পাবেন। আপনার আটকে থাকা টাকা ফেরত পেয়ে আপনি খুশি হবেন। পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং আপনি আনন্দের সঙ্গে হোলি উদযাপন করবেন।
ধনু রাশি: হোলি এই রাশির জাতক জাতিকাদের বিজয় ও সাফল্যের দিন হিসেবে প্রমাণিত হতে পারে। আপনি আপনার কাজ প্রসারিত করতে পারেন এবং সফল হবেন। হোলিতে আপনি কেরিয়ার সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন। সেই দিন আর্থিক লাভের পাশাপাশি আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পেতে পারে।
ধনু রাশি: হোলি এই রাশির জাতক জাতিকাদের বিজয় ও সাফল্যের দিন হিসেবে প্রমাণিত হতে পারে। আপনি আপনার কাজ প্রসারিত করতে পারেন এবং সফল হবেন। হোলিতে আপনি কেরিয়ার সম্পর্কিত কিছু সুসংবাদ পেতে পারেন। সেই দিন আর্থিক লাভের পাশাপাশি আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পেতে পারে।

Holi 2024: হোলিতে কেন সাদা পোশাক পরা হয়? ৯০ শতাংশ মানুষই কিন্তু ভুল জানেন, আসল কারণটা কী? শুনলে চমকে যাবেন

২৫ শে মার্চ সারা ভারতে হোলি উদযাপিত হতে চলেছে। দেশজুড়ে এই হোলি উদযাপন করা হবে। এই দিনে বিভিন্ন স্থানে বিভিন্ন দেব-দেবীর পুজো করার প্রথা রয়েছে। মানুষ আগে থেকেই হোলিকা দহনের পুজোর প্রস্তুতি নিতে শুরু করে।
২৫ শে মার্চ সারা ভারতে হোলি উদযাপিত হতে চলেছে। দেশজুড়ে এই হোলি উদযাপন করা হবে। এই দিনে বিভিন্ন স্থানে বিভিন্ন দেব-দেবীর পুজো করার প্রথা রয়েছে। মানুষ আগে থেকেই হোলিকা দহনের পুজোর প্রস্তুতি নিতে শুরু করে।
২৫ শে মার্চ সারা ভারতে হোলি উদযাপিত হতে চলেছে। দেশজুড়ে এই হোলি উদযাপন করা হবে। এই দিনে বিভিন্ন স্থানে বিভিন্ন দেব-দেবীর পুজো করার প্রথা রয়েছে। মানুষ আগে থেকেই হোলিকা দহনের পুজোর প্রস্তুতি নিতে শুরু করে।
২৫ শে মার্চ সারা ভারতে হোলি উদযাপিত হতে চলেছে। দেশজুড়ে এই হোলি উদযাপন করা হবে। এই দিনে বিভিন্ন স্থানে বিভিন্ন দেব-দেবীর পুজো করার প্রথা রয়েছে। মানুষ আগে থেকেই হোলিকা দহনের পুজোর প্রস্তুতি নিতে শুরু করে।
জ্যোতিষী ডা. গৌরব কুমার দীক্ষিতের মতে, হোলি উৎসব ভ্রাতৃত্বের প্রতীক এবং সাদা কাপড় শান্তি ও শান্তির প্রতীক। বলা হয় যে হোলির দিনে আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি। সাদা পোশাক একজন ব্যক্তিকে মানসিকভাবে শান্ত ও শুদ্ধ রাখে, এছাড়াও সব ধরনের উদ্বেগ ও ভয় থেকে মুক্ত থাকে। আপনিও এই দিনে শান্ত থাকার মাধ্যমে দিনটিকে নতুন করে শুরু করতে পারেন।
জ্যোতিষী ডা. গৌরব কুমার দীক্ষিতের মতে, হোলি উৎসব ভ্রাতৃত্বের প্রতীক এবং সাদা কাপড় শান্তি ও শান্তির প্রতীক। বলা হয় যে হোলির দিনে আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি। সাদা পোশাক একজন ব্যক্তিকে মানসিকভাবে শান্ত ও শুদ্ধ রাখে, এছাড়াও সব ধরনের উদ্বেগ ও ভয় থেকে মুক্ত থাকে। আপনিও এই দিনে শান্ত থাকার মাধ্যমে দিনটিকে নতুন করে শুরু করতে পারেন।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে হোলিতে সাদা রঙের পোশাক পরার বিশেষ কারণ রয়েছে৷ এর কারণ হল হোলির দিন রাহু দেবের স্বভাব ক্রুদ্ধ হয়ে যায় ৷- যার কারণে রাহুর অশুভ প্রভাবে ব্যক্তি খারাপ সঙ্গে পড়ে যায়। সেই ব্যক্তির মধ্যে নেতিবাচক শক্তি চলে আসে। একজন ব্যক্তির ভাষা অত্যন্ত রূঢ় হয় এবং তার পারিবারিক সম্পর্কেরও অবনতি ঘটে। তাই রাহুর প্রকোপ থেকে বাঁচতে সাদা কাপড় পরা হয়।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে হোলিতে সাদা রঙের পোশাক পরার বিশেষ কারণ রয়েছে৷ এর কারণ হল হোলির দিন রাহু দেবের স্বভাব ক্রুদ্ধ হয়ে যায় ৷- যার কারণে রাহুর অশুভ প্রভাবে ব্যক্তি খারাপ সঙ্গে পড়ে যায়। সেই ব্যক্তির মধ্যে নেতিবাচক শক্তি চলে আসে। একজন ব্যক্তির ভাষা অত্যন্ত রূঢ় হয় এবং তার পারিবারিক সম্পর্কেরও অবনতি ঘটে। তাই রাহুর প্রকোপ থেকে বাঁচতে সাদা কাপড় পরা হয়।
শাস্ত্রে হোলি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে রাজ্যে বসবাসকারী লোকেরাও হোলি উৎসব উদযাপন করতে তাদের বাড়িতে আসে। ছট উৎসব যেমন বিহারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তেমনি হোলি উৎসবেরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এদিন মানুষ একে অপরের গায়ে রং ও আবির-গুলাল লাগিয়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের পরিচয় দেয়। তাই হোলির দিনটিতে সাদা পোশাকই সকলে বেছে নেন৷
শাস্ত্রে হোলি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে রাজ্যে বসবাসকারী লোকেরাও হোলি উৎসব উদযাপন করতে তাদের বাড়িতে আসে। ছট উৎসব যেমন বিহারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তেমনি হোলি উৎসবেরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এদিন মানুষ একে অপরের গায়ে রং ও আবির-গুলাল লাগিয়ে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের পরিচয় দেয়। তাই হোলির দিনটিতে সাদা পোশাকই সকলে বেছে নেন৷

‘রং বরসে’ গানে নাচ কোহলির, আবীর দিচ্ছেন রোহিত, ভাইরাল টিম ইন্ডিয়ার হোলির ভিডিও

আহমেদাবাদ: ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রথম দুটি ম্যাচ পরপর জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। ৯ মার্চ থেক আহমেদাবাদে শুরু হতে চলেছে সিরিজের শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করতে হলে এই টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তার মধ্যে রয়েছে পিচ নিয়ে বিতর্ক। তবে এই সবকিছুর মাঝেও হোলির উৎসবে মাতল গোটা ভারতীয় ক্রিকেট দল। যেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

চতুর্থ টেস্টের আগে হোলির দিনও অনুশীলন করে ভারতীয় দল। আহমেদাবাদে অনুশীলন শেষে নিজেদের আবীরের রঙে রাঙিয়ে নেন ভারতীয় ক্রিকেটাররা। ড্রেসিং রুমে জমিয়ে হোলি খেলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, সুূর্যকুমার যাদবরা। তবে সেই হোলি খেলা শুধু ড্রেসিং রুমে নয়, হোটেলে যাওয়ার সময় বাসেও চলে আবীর খেলা। ভারতীয় দলের তরুণ ওপেনার শুবমান গিল বাসের ভিতরের সেই ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

যেই ভিডিওতে দেখা গিয়েছে বাসের মধ্যে ভারতীয় দল বিন্দাস মুডে রয়েছে। গান চলছ রং বরসে। শুবমান গিল রিলস করছে দেখে নাচতে শুরু করেন বিরাট কোহলি। শুবমান গিলের সঙ্গে মজা করতেও দেখা যায় কোহলিকে। তা দেখা রোহিত শর্মা বেশ কয়েকবার বিরাট কোহলির দিকে আবীর ছঁুড়ে মারেন। নিজের আসন থেকে উঠে আনন্দে মাততে দেখা যায় শ্রেয়স আয়ারকেও। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘ভারতীয় দলের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা।’’ যেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

ভিডিও ছাড়াও বিসিসিআইয়ের তরফ থেকে ভারতীয় দলের গোলি খেলার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। সেখানে ড্রেসিং রুমের বিতরের দৃশ্যও ধরা পড়ে। সবথেকে বেশি মজা করতে দেখা যায় সুূর্যকুমার যাদবকে। এছাড়া সকলে মিলে ফটো সেশনও করেন। ভারতীয় দলের শরীরী ভাষা বলে দিচ্ছিল চতুর্থ টেস্টের আগে বিন্দু মাত্র চাপ নেই টিম ইন্ডিয়ার।