IMD Weather Update: সপ্তাহ জুড়ে টানা দুর্যোগ, দফায় দফায় বৃষ্টি! মার্চের শেষ সপ্তাহে হবে তোলপাড়, আশঙ্কা

দোলের দিন সকাল পর্যন্ত রোদের তাপ দক্ষিণবঙ্গে ছিল তীব্র৷ উত্তরবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হলেও তেমন করে তাপমাত্রা কমেনি৷ মার্চের শেষেই গরমের দাপটে হঠাৎ হাঁসফাঁস করে উঠেছে বঙ্গবাসী৷ কিন্তু তার মধ্যেই এসেছে বৃষ্টির পূর্বাভাস৷
দোলের দিন সকাল পর্যন্ত রোদের তাপ দক্ষিণবঙ্গে ছিল তীব্র৷ উত্তরবঙ্গে বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হলেও তেমন করে তাপমাত্রা কমেনি৷ মার্চের শেষেই গরমের দাপটে হঠাৎ হাঁসফাঁস করে উঠেছে বঙ্গবাসী৷ কিন্তু তার মধ্যেই এসেছে বৃষ্টির পূর্বাভাস৷
কেন্দ্রীয় মৌসম ভবন, অর্থাৎ আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, এই দুর্যোগ দফায় দফায় চলবে গোটা রাজ্যজুড়েই৷ অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগ দেখা যাবে৷ যেমন দেখা গেল দোলের দিন সন্ধ্যার পরেই৷

কেন্দ্রীয় মৌসম ভবন, অর্থাৎ আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, এই দুর্যোগ দফায় দফায় চলবে গোটা রাজ্যজুড়েই৷ অর্থাৎ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই দুর্যোগ দেখা যাবে৷ যেমন দেখা গেল দোলের দিন সন্ধ্যার পরেই৷
দোলের দিন ভ্যপসা গরমকে দূর করে সন্ধ্যার পর থেকে শান্তির বৃষ্টি নামে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে৷ বৃষ্টিতে ভেজে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের একাংশ৷ সন্ধ্যার পর বৃষ্টি হয়, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা ও কলকাতাতেও৷
দোলের দিন ভ্যপসা গরমকে দূর করে সন্ধ্যার পর থেকে শান্তির বৃষ্টি নামে দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে৷ বৃষ্টিতে ভেজে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুরের একাংশ৷ সন্ধ্যার পর বৃষ্টি হয়, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা ও কলকাতাতেও৷
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, হিমালয় পাদদেশীয় উত্তরবঙ্গ ও সিকিমের আকাশে রয়েছে ঘন দুর্যোগের ঘটঘটনা৷ আর সেই কারণেই ২৫ মার্চ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেখানে৷ তারপর বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে৷
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, হিমালয় পাদদেশীয় উত্তরবঙ্গ ও সিকিমের আকাশে রয়েছে ঘন দুর্যোগের ঘটঘটনা৷ আর সেই কারণেই ২৫ মার্চ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে সেখানে৷ তারপর বৃষ্টির দাপট কিছুটা কমলেও বৃষ্টি চলবে৷
পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা৷ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, সপ্তাহের বাকি দিনগুলিতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে৷
পাশাপাশি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রয়েছে সতর্কতা৷ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি, সপ্তাহের বাকি দিনগুলিতে স্থানীয় বজ্রগর্ভ মেঘ-সহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে৷
তবে আগামী সপ্তাহে আপাতত শুস্ক আবহাওয়া থাকবে৷ ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে৷ গরমের প্রকোপে কাবু হবে দক্ষিণবঙ্গ৷ তবে তার আগে কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি মিলতেও পারে বলে মনে করা হচ্ছে৷

তবে আগামী সপ্তাহে আপাতত শুস্ক আবহাওয়া থাকবে৷ ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে৷ গরমের প্রকোপে কাবু হবে দক্ষিণবঙ্গ৷ তবে তার আগে কয়েকদিনের বৃষ্টিতে সামান্য স্বস্তি মিলতেও পারে বলে মনে করা হচ্ছে৷