আইপিএলে গুজরাত বনাম মুম্বই ম্যাচ

Hardik Pandya and Rohit Sharma: এতটা খারাপ হাল! মাঠে পুরনো ক্যাপ্টেনকে এই ভাবে হেয়, তোলপাড়

হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা নিয়ে আইপিএলের আগে থেকেই সরগরম ছিল মিডিয়া৷ তবে এভাবে হতশ্রী সম্পর্ক মাঠে তুলে ধরবেন দুই পেশাদার ক্রিকেটার তা বোধহয় অতি বড় মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকও বোধহয় ভাবতে পারেননি৷ Photo- Collected 
হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মা নিয়ে আইপিএলের আগে থেকেই সরগরম ছিল মিডিয়া৷ তবে এভাবে হতশ্রী সম্পর্ক মাঠে তুলে ধরবেন দুই পেশাদার ক্রিকেটার তা বোধহয় অতি বড় মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকও বোধহয় ভাবতে পারেননি৷ Photo- Collected
রবিবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যাবর্তন একেবারে বাজে টকে যাওয়া ভাবে শুরু হয়েছিল, এবং অলরাউন্ডার একেবারে হতাশ হয়ে পড়েছিলেন! পান্ডিয়া গত বছর নিলামের আগে একটি চাঞ্চল্যকর ট্রান্সফারে MI-এ পুনরায় যোগদান করেন এবং রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন৷
রবিবার হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের প্রত্যাবর্তন একেবারে বাজে টকে যাওয়া ভাবে শুরু হয়েছিল, এবং অলরাউন্ডার একেবারে হতাশ হয়ে পড়েছিলেন! পান্ডিয়া গত বছর নিলামের আগে একটি চাঞ্চল্যকর ট্রান্সফারে MI-এ পুনরায় যোগদান করেন এবং রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন৷
হার্দিককে ২০২২ সালে MI রিলিজ করে দিয়েছিল এবং গুজরাত টাইটান্স তাঁকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল। তিনি GT-কে অভিষেক বছরেই শিরোপা জিতিয়ে দেন, এরপর গুজরাত টাইটান্স রানার্স-আপ হয়।  সকলেই ভেবেছিল গুজরাতেই দীর্ঘ সময় অধিনায়কত্ব করবেন হার্দিক কিন্তু হঠাৎই সকলকে অবাক করে MI তে ফের যোগদান করার সিদ্ধান্ত নেন।
হার্দিককে ২০২২ সালে MI রিলিজ করে দিয়েছিল এবং গুজরাত টাইটান্স তাঁকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছিল। তিনি GT-কে অভিষেক বছরেই শিরোপা জিতিয়ে দেন, এরপর গুজরাত টাইটান্স রানার্স-আপ হয়।  সকলেই ভেবেছিল গুজরাতেই দীর্ঘ সময় অধিনায়কত্ব করবেন হার্দিক কিন্তু হঠাৎই সকলকে অবাক করে MI তে ফের যোগদান করার সিদ্ধান্ত নেন।
কিন্তু তাঁর ফিরে আসা খারাপভাবে শুরু হয়েছেপ্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ছিল গুজরাতের বিরুদ্ধে  আহমেদাবাদেই ছিল তাদের সিজন ওপেনারে জিটি-র বিপক্ষে এমআই ৬ রানে হেরেছে। জিটি-র নতুন অধিনায়ক শুভমান গিল থ্রিলার ম্যাচ জিতে নেন৷ এদিকে হার্দিকের সংসারে শুধু হারের কালো ছায়া নয়৷ সংসারে বিভাজনের অশান্তি৷
কিন্তু তাঁর ফিরে আসা খারাপভাবে শুরু হয়েছে
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচ ছিল গুজরাতের বিরুদ্ধে  আহমেদাবাদেই ছিল তাদের সিজন ওপেনারে জিটি-র বিপক্ষে এমআই ৬ রানে হেরেছে। জিটি-র নতুন অধিনায়ক শুভমান গিল থ্রিলার ম্যাচ জিতে নেন৷ এদিকে হার্দিকের সংসারে শুধু হারের কালো ছায়া নয়৷ সংসারে বিভাজনের অশান্তি৷
একাধিক সময়ে হার্দিক ও রোহিত একে অপরকে অস্বীকার করছেন এই সব ফটো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
একাধিক সময়ে হার্দিক ও রোহিত একে অপরকে অস্বীকার করছেন এই সব ফটো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
তবে সবচেয়ে খারাপ মোমেন্ট বোধহয় এটি যখন প্রথম ইনিংসে যখন গুজরাত টাইটান্স  জসপ্রীত বুমরাহ এবং হার্দিক একটি উতপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন, এবং রোহিত যখন এতে যোগ দিতে আসেন, হার্দিক সেখান থেকে সরে যান। এরপরেও বুমরাহকে হার্দিকের সরে যাওয়ার সিদ্ধান্তে হতবাক হতে দেখা যায়।
তবে সবচেয়ে খারাপ মোমেন্ট বোধহয় এটি যখন প্রথম ইনিংসে যখন গুজরাত টাইটান্স  জসপ্রীত বুমরাহ এবং হার্দিক একটি উতপ্ত আলোচনায় জড়িয়ে পড়েন, এবং রোহিত যখন এতে যোগ দিতে আসেন, হার্দিক সেখান থেকে সরে যান। এরপরেও বুমরাহকে হার্দিকের সরে যাওয়ার সিদ্ধান্তে হতবাক হতে দেখা যায়।
এদিকে এদিন গ্যালারিতেও উত্তাপ ছড়িয়ে পড়ে৷ হার্দিককে নিয়ে গুজরাত ও মুম্বইয়ের সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়৷ তবে অবশ্য কেন ঠিক এই গণ্ডগোল শুরু হয়েছিল তার কোনও প্রকৃত কারণ সংবাদমাধ্যমে আসেনি৷
এদিকে এদিন গ্যালারিতেও উত্তাপ ছড়িয়ে পড়ে৷ হার্দিককে নিয়ে গুজরাত ও মুম্বইয়ের সমর্থকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়৷ তবে অবশ্য কেন ঠিক এই গণ্ডগোল শুরু হয়েছিল তার কোনও প্রকৃত কারণ সংবাদমাধ্যমে আসেনি৷