ED summons Chandranath Sinha: বাড়িতে মিলেছিল লক্ষ লক্ষ টাকা! রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব করল ইডি

কলকাতা: মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল ইডি৷ আগামিকালই রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ গত শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল ইডি৷ ওই তল্লাশি অভিযানে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্তও করা হয় বলে ইডি সূত্রে খবর৷

শুধু নগদ টাকাই নয়, মন্ত্রীর মোবাইল ফোন সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডি৷ ইডি সূত্রের খবর, বাড়িতে কেন এত বিপুল পরিমাণের নগদ টাকা রাখা ছিল, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি মন্ত্রী৷ এ বিষয়ে প্রশ্ন করা হলেও বাড়িতে টাকা রাখা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী৷ তবে মন্ত্রী নিজে না এলেও তাঁর কোনও প্রতিনিধিকে পাঠালেও হবে বলে ইডি-র নোটিসে জানানো হয়েছে৷

আরও পড়ুন: পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম বিমানঘাঁটিতে বড়সড় হামলা! রাতভর তুমুল গুলির লড়াই, নিহত অন্তত ৫

ইডি সূত্রে খবর, যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল তার তথ্য খতিয়ে দেখার জন্য মন্ত্রী অথবা তাঁর কোনও প্রতিনিধিকে ইডি দফতরে আসতে বলা হয়েছে৷ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, তিনি তাঁর এক প্রতিনিধিকে ইডি দফতরে পাঠাবেন৷

গত শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় ১৪ ঘণ্টা ধরে চলে তল্লাশি৷ পরের ইডি সূত্রে দাবি করা হয়, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷