ওই মহিলা সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে বলেও জানা যাচ্ছে।

Kangana Ranaut: ‘প্রত্যেক মহিলাই সম্মানের যোগ্য’, কংগ্রেস-নেত্রীর আপত্তিকর পোস্টের পাল্টা জবাব কঙ্গনার, সমর্থন স্মৃতি ইরানির

মুম্বই: হিমাচলপ্রদেশের মান্ডি থেকে লোকসভা ভোটে প্রার্থী করতেই কঙ্গনা রানাউতের উদ্দেশ্যে ‘অশালীন’ ইঙ্গিত করেছিলেন কংগ্রেস-নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। পাল্টা প্রতিক্রিয়ায় কঙ্গনা বলেন, “প্রত্যেক মহিলারই সম্মান রয়েছে”।

সম্প্রতি পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। জায়গা পেয়েছেন ‘রামায়ণ’-এর রাম অরুণ গোভিল থেকে কঙ্গনা রানাউতরা। কঙ্গনাকে তাঁর জন্মস্থান হিমাচলের মান্ডি থেকে প্রার্থী করেছে বিজেপি। তারপরই ইনস্টাগ্রামে অভিনেত্রীর ছবি দিয়ে কংগ্রেস-নেত্রী সুপ্রিয়া শ্রীনেত লেখেন, “মান্ডিতে রেট কত চলছে কেউ বলবেন”?

এরপরই বিতর্ক শুরু হয়। একজন অভিনেত্রীর প্রতি একজন নেত্রীর এমন মন্তব্য ভালভাবে নেননি নেটিজেনরা। যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্ট ডিলিট করে দেন সুপ্রিয়া। জানান, তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস ছিল এমন একজন তাঁর অজান্তে এই পোস্ট করেছে। কংগ্রেস-নেত্রী লেখেন, “আমাকে যাঁরা চেনেন তাঁরা জানেন, আমি কখনওই একজন মহিলার উদ্দেশ্যে এমন কথা লিখতে পারি না”। কিন্তু ততক্ষণে বিতর্ক আগুনের মতো ছড়িয়ে পড়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন কঙ্গনাও।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে কঙ্গনা লিখেছেন, ‘প্রিয় সুপ্রিয়াজি, শিল্পী হিসেবে কেরিয়ারের গত ২০ বছরে সব ধরনের নারীচরিত্রে অভিনয় করেছি। ‘ক্যুইন’-এ একজন সাধাসিধে মেয়ে থেকে ‘ধাকড়’-এ গুপ্তচর, ‘মণিকর্ণিকা’-য় যুদ্ধরত রানি থেকে ‘চন্দ্রমুখী’-তে অশরীরী, ‘রজ্জো’-তে পতিতা থেকে ‘তালাইভি’-তে বিপ্লবী নেত্রী। আমাদের মেয়েদের কুসংস্কারের শৃঙ্খল থেকে মেয়েদেরই মুক্ত করা উচিত। শরীরের অঙ্গপ্রত্যঙ্গের উর্ধ্বে উঠে ভাবতে হবে। এবং সর্বোপরি যৌনকর্মীদের চ্যালেঞ্জিং জীবন বা পরিস্থিতির অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রতিটি মহিলাই এই মর্যাদা পাওয়ার যোগ্য…”।

আরও পড়ুন-   চমকে দেওয়া খবর! জনপ্রিয় বাঙালি পরিচালকের হাত ধরে সিনেমায় নামছেন উরফি জাভেদ! নাম শুনলে আঁতকে উঠবেন

কঙ্গনার সমর্থনে এগিয়ে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কংগ্রেস নেত্রীকে একহাত নিয়ে তিনি লিখেছেন,”‘ওঁরা (বিরোধী নেতারা) ইস্পাতের তৈরি মহিলাদের সঙ্গে কী রকম ব্যবহার করা উচিত বুঝতে পারেন না। জয়ের দিকে এগিয়ে চলুন। বিজয়ী ভব”। বিজেপি নেত্রী শাজিয়া ইলমিও নাম না করে কটাক্ষ করেন সুপ্রিয়াকে। তিনি বলেন, কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়ায় “সমস্ত ধরনের অপমানজনক মন্তব্য এবং ডিপফেক ভিডিও শেয়ার” করেন। পাশাপাশি এই নিয়ে সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।