Baltimore bridge collapse: জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল বিশাল সেতু, তলিয়ে গেল একাধিক গাড়ি! আমেরিকায় ভয়াবহ দুর্ঘটনা

পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল আস্ত সেতু৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে আমেরিকার বাল্টিমোরে৷ স্থানীয় সময় সোমবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷

এই ঘটনায় বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগের আধিকারিকরা৷ কারণ, দুর্ঘটনার সময়ের ভিডিওতে দেখা গিয়েছে, সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই সেতুর উপরে থাকা গাড়িগুলিও নদীর মধ্যে পড়ে যাচ্ছে৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত সাত জনের খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল৷

অন্য কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে আবার দাবি করা হচ্ছে, দুর্ঘটনার সময় ওই সেতুতে অন্তত কুড়িজন নির্মাণকর্মী ছিলেন৷ বাল্টিমোরের ফ্রান্সিস কট কি ব্রিজটি প্রায় তিন কিলোমিটার লম্বা৷ পণ্যবাহী জাহাজের ধাক্কাতে তার বেশির ভাগ অংশই ভেঙে গুড়িয়ে যায়৷ ভয়ঙ্কর ওই ভিডিওতে দেখা গিয়েছে, সংঘর্ষের অভিঘাতেই সম্ভবত জাহাজটিতে আগুনও ধরে যায়৷

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে ধাক্কা মারে জাহাজটি৷ কিন্তু কীভাবে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে এত বড় দুর্ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়৷ ডালি নামে ওই জাহাজটি সিঙ্গারপুরের৷ জাহাজটির দুই চালককেই আটক করেছে স্থানীয় প্রশাসন৷