‘চাকরি করলেই হবে না’! আড়াই লাখ টাকা মাসে মাইনে! মেয়ে সানাকে বড় উপদেশ সৌরভের

দাদাগিরিতে অনেক সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায় মনের কথা বলে ফেলেন। তা সে স্ত্রী ডোনাকে নিয়ে হোক, বা মেয়ে সানাকে নিয়ে। এবারও সৌরভ কথা বললেন মেয়েকে নিয়ে।
দাদাগিরিতে অনেক সময়ই সৌরভ গঙ্গোপাধ্যায় মনের কথা বলে ফেলেন। তা সে স্ত্রী ডোনাকে নিয়ে হোক, বা মেয়ে সানাকে নিয়ে। এবারও সৌরভ কথা বললেন মেয়েকে নিয়ে।
দাদাগিরির  হোলি স্পেশ্যাল পর্বে এসেছিলেন টলিউডের তারকারা> গায়ক, গায়িকা, অভিনেত্রীরা ছিলেন সেই এপিসোডে।
দাদাগিরির হোলি স্পেশ্যাল পর্বে এসেছিলেন টলিউডের তারকারা> গায়ক, গায়িকা, অভিনেত্রীরা ছিলেন সেই এপিসোডে।
কথায় কথায় সানা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠল। অভিনেত্রী রাজনন্দিনী পালের সঙ্গে খোশমেজাজে কথা বলেন মহারাজ।
কথায় কথায় সানা গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠল। অভিনেত্রী রাজনন্দিনী পালের সঙ্গে খোশমেজাজে কথা বলেন মহারাজ।
সৌরভকে অভিনেত্রী জিজ্ঞেস করেন, আপনি কি সানাকে শপিংয়ে নিয়ে যান? জবাবে সৌরভ বলেন, না, গেলে আমাকে ব্যাগ বইতে হয়। তবে রোজ বাড়িতে কিছু না কিছু পার্সেল আসে।
8সৌরভকে অভিনেত্রী জিজ্ঞেস করেন, আপনি কি সানাকে শপিংয়ে নিয়ে যান? জবাবে সৌরভ বলেন, না, গেলে আমাকে ব্যাগ বইতে হয়। তবে রোজ বাড়িতে কিছু না কিছু পার্সেল আসে।
সানা এখন বিদেশে থাকেন। সেখানেই চাকরি করেন একটি বেসরকারি সংস্থায়। জানা যায়, ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা মাসে মাইনে পান তিনি।
সানা এখন বিদেশে থাকেন। সেখানেই চাকরি করেন একটি বেসরকারি সংস্থায়। জানা যায়, ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লাখ টাকা মাসে মাইনে পান তিনি।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, এখন তো ও চাকরি করে। শপিং করে বিল দেখায় না। তবে ওকে আমি সব সময় বলি, চাকরি করা মানে শুধু খরচ করা নয়। সঞ্চয় করতে হয়।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, এখন তো ও চাকরি করে। শপিং করে বিল দেখায় না। তবে ওকে আমি সব সময় বলি, চাকরি করা মানে শুধু খরচ করা নয়। সঞ্চয় করতে হয়।