Lok Sabha Election 2024: আপনি ‘শক্তি স্বরূপা’, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বললেন প্রধানমন্ত্রী মোদি

বসিরহাট: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ উল্লেখ্য, সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে বসিরহাটে প্রার্থী করেছে বিজেপি৷ আর এ দিন তাঁর সঙ্গেই ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বললেন, ‘আপনার মধ্যে জনপ্রতিনিধি হওয়ার সমস্ত গুণ আছে৷ আপনার আত্মবিশ্বাসে ভর করে নিশ্চয়ই আপনি দিল্লিতে সাংসদ হয়ে আসবেন৷’

প্রধানমন্ত্রী এদিন ফোনে সরাসরি রেখার থেকে পশ্চিমবঙ্গ ও বসিরহাট লোকসভা আসন এলাকার বিভিন্ন ক্ষেত্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানতে চান৷ রেখা অভিযোগ করে বলেন, ‘এই এলাকার মানুষ ২০১১ সাল থেকে নিজের মত প্রকাশ করতে পারছেন না, ভোট দিতে পারছেন না৷’ উত্তরে মোদি বলেন, তিনি আশা করেন দেশের জাতীয় নির্বাচন কমিশন এবারের ভোটে এমন ব্যবস্থা করবে যাতে ওই আসনের সমস্ত মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারেন৷

রেখা এটিও বলেন, তিনি কেবল মাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে নয়, বরং তিনি তাঁর পক্ষ ও বিপক্ষের সমস্ত মানুষদের মত পৌঁছে দিতেই কাজ করবেন৷ মোদি এই শুনে বলেন, গোটা দেশের কাছে একজন প্রার্থী হিসাবে এই চিন্তার প্রকাশ একটি উদাহরণ স্বরূপ৷ রেখা পাত্র তেমনই গোটা দেশের কাছে একটি উদাহরণ৷ পাশাপাশি রেখা পাত্রকে তিনি ‘স্বক্তি স্বরূপা’ বলে উল্লেখ করেন৷

মোদি রেখার সঙ্গে কথা বলতে বলতে, বাংলার দুর্গাপুজোর প্রসঙ্গও টেনে আনেন৷ সেই সূত্রে তিনি বলেন, পশ্চিমবঙ্গ দুর্গাপুজোর দেশ৷ সেখানে রেখা পাত্র নিজেকে এত সংকটেও স্থির রেখে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত করেছেন, সেটি আসলেই তাঁকে শক্তি স্বরূপা করে গড়ে তুলেছে৷ সেই কারণেই রেখা পাত্রকে মোদি ‘শক্তি স্বরূপা’ বলে উল্লেখ করেন৷