শুভেন্দু অধিকারী (ফাইল ছবি)

Suvendu Adhikari: আজ বসিরহাটে শুভেন্দু অধিকারীর সভার অনুমতিতে ‘না’, ‘জঙ্গলরাজ চলছে’ ! তোপ শুভেন্দুর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ, বুধবার বসিরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক সভা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সভা করার অনুমতি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করার অনুমতি চেয়েও অনুমতি না দেওয়ার অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী এবং তাঁর দল বিজেপি। পুলিশ প্রশাসনের তরফে অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন শুভেন্দু। শেষমেশ আদালতের নির্দেশে একাধিক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন– শরীরের ‘অবাঞ্ছিত’ চুল কাটতে গিয়ে কোমায়! চিকিৎসকরা বলেছিলেন, ‘বেঁচে থাকার সম্ভাবনা ৪ শতাংশ’, তার পর?

শুভেন্দু অধিকারীর অভিযোগ, চলতি মাসের ১৮ তারিখ বসিরহাট স্টেডিয়াম মাঠে সভা করার আবেদন জানিয়েও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করেছে প্রশাসন। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করেছেন তাই মহকুমা শাসক সভার অনুমতির বিষয়টি ঝুলিয়ে রেখে বাতিল করেছে।’ প্রশাসন এবং শাসক দল তৃণমূলকে নিশানা করে শুভেন্দু এও বলেন ,’জঙ্গলরাজ চলছে। পিংলা, ক্যানিং সহ বিভিন্ন এলাকায় লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার, খুনের ঘটনা ঘটছে। গোটা বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে।’