Mutual Fund Investment: ৩ বছরে দ্বিগুণের বেশি রিটার্ন দিয়েছে, এই মিউচুয়াল ফান্ডে আপনি টাকা ঢেলেছেন?

প্রায় ৩৬টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড থেকে গত তিন বছরে দ্বিগুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি এমনটাই জানিয়েছে এসিই এমএফ। সেই ফান্ডগুলির তালিকাও দিয়েছে তারা। তাঁর মধ্যে থেকে এখানে সেরা ১০টি ফান্ড বেছে নেওয়া হল।
প্রায় ৩৬টি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড থেকে গত তিন বছরে দ্বিগুণ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি এমনটাই জানিয়েছে এসিই এমএফ। সেই ফান্ডগুলির তালিকাও দিয়েছে তারা। তাঁর মধ্যে থেকে এখানে সেরা ১০টি ফান্ড বেছে নেওয়া হল।
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড: গত তিন বছরে এই স্কিম ১৯৬ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১ লক্ষ টাকা তিন বছরে বেড়ে হয়েছে ২.৯৫ লক্ষ টাকা। কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড: এই মিড ক্যাপ ফান্ড থেকে তিন বছরে ১৫৮ শতাংশ রিটার্ন মিলেছে। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে হয়েছে ২.৫৮ লাখ টাকা।
কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড: গত তিন বছরে এই স্কিম ১৯৬ শতাংশ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। ১ লক্ষ টাকা তিন বছরে বেড়ে হয়েছে ২.৯৫ লক্ষ টাকা। কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড: এই মিড ক্যাপ ফান্ড থেকে তিন বছরে ১৫৮ শতাংশ রিটার্ন মিলেছে। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে হয়েছে ২.৫৮ লাখ টাকা।
কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড: এই স্কিম থেকে তিন বছরে ১৪৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ তিন বছর আগে যারা ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন তাঁরা এখন ২.৪৩ লাখ টাকার মালিক। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড: স্মল ক্যাপ ক্যাটাগরির এই ফান্ড থেকে তিন বছরে ১৪৩ শতাংশ রিটার্ন মিলেছে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করা থাকলে আজ তা বেড়ে ২.৪৩ লাখ টাকা হত।
কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড: এই স্কিম থেকে তিন বছরে ১৪৪ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। অর্থাৎ তিন বছর আগে যারা ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন তাঁরা এখন ২.৪৩ লাখ টাকার মালিক। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড: স্মল ক্যাপ ক্যাটাগরির এই ফান্ড থেকে তিন বছরে ১৪৩ শতাংশ রিটার্ন মিলেছে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করা থাকলে আজ তা বেড়ে ২.৪৩ লাখ টাকা হত।
এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ড থেকে গত ৩ বছরে ১৩৮ শতাংশ রিটার্ন মিলেছে। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে হয়েছে ২.৩৮ লাখ টাকা।কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড: ৩ বছরে ১৩৪ শতাংশ রিটার্ন মিলেছে কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড থেকে। ১ লাখ টাকা বেড়ে হয়েছে ২.৩৩ লাখ টাকা।
এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড: এই ফান্ড থেকে গত ৩ বছরে ১৩৮ শতাংশ রিটার্ন মিলেছে। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে হয়েছে ২.৩৮ লাখ টাকা।কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড: ৩ বছরে ১৩৪ শতাংশ রিটার্ন মিলেছে কোয়ান্ট ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড থেকে। ১ লাখ টাকা বেড়ে হয়েছে ২.৩৩ লাখ টাকা।
মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড: তিন বছরে ১৩২ শতাংশ রিটার্ন দিয়েছে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড। ১ লাখ টাকা বেড়ে ২.৩২ লাখ টাকা হয়েছে। এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড; এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডে ৩ বছরে রিটার্নের পরিমাণ ১২৭ শতাংশ। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে ২.২৬ লাখ টাকা হয়েছে।
মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড: তিন বছরে ১৩২ শতাংশ রিটার্ন দিয়েছে মতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড। ১ লাখ টাকা বেড়ে ২.৩২ লাখ টাকা হয়েছে। এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড; এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ডে ৩ বছরে রিটার্নের পরিমাণ ১২৭ শতাংশ। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে ২.২৬ লাখ টাকা হয়েছে।
কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: এই ফান্ড থেকে ১২৫ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে ২.২৫ লাখ টাকা হয়েছে। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার সিওএস ফান্ড: এই স্মল ক্যাপ তিন বছরে ১২২ শতাংশ রিটার্ন দিয়েছে। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে হয়েছে ২.২১ লাখ টাকা।
কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড: এই ফান্ড থেকে ১২৫ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে ২.২৫ লাখ টাকা হয়েছে। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার সিওএস ফান্ড: এই স্মল ক্যাপ তিন বছরে ১২২ শতাংশ রিটার্ন দিয়েছে। ১ লাখ টাকার বিনিয়োগ বেড়ে হয়েছে ২.২১ লাখ টাকা।