Teeth Care: এই ময়লা দাঁতের সাহায্যে পাকস্থলীতে প্রবেশ করে এবং এই পচা খাবার পাকস্থলীতে প্রবেশ করে নানা ধরনের রোগের সৃষ্টি করে। গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি নানা সমস্যা হতে পারে। এমনকি পাকস্থলীর ক্যানসারের সমস্যাও দেখা দেয় এর কারণে। পরিবারের সদস্যদের মধ্যে শিশুদের দাঁতের বিশেষ যত্ন নেওয়া উচিত।

Dental Tips: দাঁত নিয়ে সমস্যা! কী ভাবে রেহাই পাবেন, বিশেষজ্ঞের কাছে জেনে নিন

অনেকের দাঁতে ফাঁকা বেশি। আবার কারও দাঁতে গর্ত। সঠিক সময়ে চিকিৎসা না করলে দিন দিন জটিলতা বাড়তে থাকে। এর জন্যই রুট ক্যানেল করলেও সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ মেলে। এ সমস্যায় করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন ডেন্টাল সার্জন ডাঃ স্বর্ণায়ু মৈত্র।