মারক্রাম-ক্লাসেনদের বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ড আইপিএলে৷

Sunrisers Hyderabad vs Mumbai Indians: আইপিএল-এর ইতিহাসে নতুন রেকর্ড, ২০ ওভারে ২৭৭ তুলে দিল হায়দরাবাদ

হায়দ্রাবাদ: আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করল সানরাইজার্স হায়দরাবাদ৷ মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৭৭ রান তুলল তারা৷ এর আগে ২০১৩ সালে পুণের বিরুদ্ধে ২৬৩ রান তুলেছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ এতদিন সেটিই ছিল আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ স্কোর৷ এ দিন শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে সেই রেকর্ডই ভেঙে দিল হায়দরাবাদ৷ সৌজন্যে ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের অবিশ্বাস্য ব্যাটিং৷

এ দিন বুমরা বাদে মুম্বাইয়ের বাকি বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন সানরাইজার্সের এই তিন ব্যাটসম্যান৷ শুরুটা করেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড৷ মাত্র ২৪ বলে ৬২ রান করেন তিনি৷ হেড আউট হওয়ার পর তাঁর থেকেও বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তরুণ অভিষেক শর্মা৷ বাঁ হাতি এই ব্যাটসম্যান এ দিন মাত্র ১৬ বলে অর্ধশতরান করেন৷ রোহিত শর্মার সামনেই দর্শকদের মন জয় করে নেন আর আর এক শর্মা৷ ২৩ বলে ৬২ রান করে আউট হন তিনি৷

আরও পড়ুন: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়? জানুন রেলের নিয়ম

আগের ম্যাচে ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে কার্যত অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিচ্ছিলেন হেনরিক ক্লাসেন৷ এ দিনও একই রকম বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি৷ ৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্লাসেন৷ তাঁকে যোগ্য সঙ্গত করে ২৮ বলে ৪২ রান করে নট আউট থাকেন মারক্রাম৷

জয়ের জন্য মুম্বাইয়ের সামনে ২৭৮ রানের টার্গেট দেয় হায়দরাবাদ৷ রোহিত শর্মার দুশোতম ম্যাচে মুম্বাই নতুন রেকর্ড গড়ে লক্ষ্য পৌঁছতে পারে কি না, সেটাই এখন দেখার৷