Mukhtar Ansari: মুখতার আনসারির মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, উত্তরপ্রদেশের একাংশে চরম সতর্কতা

গাজিপুর: জেলবন্দি গ্যাংস্টার ও রাজনীতিবিদ মুখতার আনসারির মৃত্যু নিয়ে জলঘোলা শুরু হয়েছে উত্তরপ্রদেশে৷ সে রাজ্যের বিভিন্ন জেলায় এই মৃত্যুকে কেন্দ্র করে জারি করা হয়েছে সতর্কতা৷ বিভিন্ন জেলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ বান্দা, মাউ, গাজিপুর ও বারাণসি জেলায় সিআরপিএফ ও স্থানীয় পুলিশ মোতায়েন করে শান্তি বজায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশ পুলিশের ডিজি৷ ইতিমধ্যে পরিবারের দাবি মেনে পোস্টমর্টেম করা হয়েছে, পাশাপাশি বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে৷

গাজিপুরের এসপি ওমবীর সিং সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘গতকাল রাতে খবরটি প্রকাশ্যে আসার পরথেকেই আমরা বিশেষ ভাবে সতর্ক আছি৷ মৃতের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, তাঁরা জানিয়েছেন, সকালের প্রার্থনার পরেই শেষকৃত্য করা হবে৷ মনে করা হচ্ছে শেষশ্রদ্ধা নানোর জন্য বিপুল সংখ্যায় মানুষের জনসমাগম হতে পারে, সেই কারণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে৷ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ইতিমধ্যে আদর্শ নির্বাচনী বিধি চালু হয়েছে, কোনও পরিস্থিতিতেই কেউ এই বিধি লঙ্ঘন করলে আইন দ্রুত ব্যবস্থা নেবে৷’

এর পাশাপাশি আনসারির মৃত্যুর পরে তাঁর এবং তাঁর এক সতীর্থের একটি ফোন কল সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷ পাশাপাশি, প্রয়াত আনসারির পুত্র ওমর আনসারি তাঁর পিতার পোস্টমর্টেন চেয়ে একটি চিঠি লিখেছেন বান্দার জেলাশাসককে৷ ইতিমধ্যে ম্যাজিস্ট্রের পর্যায়ের একটি তিন সদস্যের দল তৈরি করা হয়েছে, তাঁরা পুরো ঘটনার তদন্ত করে দেখবে৷

এ দিকে এই মৃত্যু নিয়ে নানা মত উঠে আসছে৷ সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব এক্স হ্যান্ডেলে লিখেছেন, জেলের ভিতরে অনেকদিন ধরে মৃত্যুর আশঙ্কা করছিলেন আনসারি৷ তিনি ভেবেছিলেন তাঁকে বিষ দিয়ে মারা হবে৷’ এর পাশাপাশি যে ফোনকলটি ভাইরাল হয়েছে, সেটিতে দেখা গিয়েছে, তিনি শারীরিক দুর্বলতার কথা বলছেন৷ পরিবারের তরফ থেকেও অন্তর্ঘাতের দাবি করা হয়েছে৷ তদন্তের দাবি করেছেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও৷ সব মিলিয়ে পরিস্থিতি ক্রমে আরও জটিল হচ্ছে৷