Soap or Body Wash : সাবান নাকি বডি ওয়াশ ত্বকের জন্য কোনটা ভাল? জেনে নিন বিশেষজ্ঞের মত

সাবান নাকি বডি ওয়াশ ত্বকের জন্য কোনটা বেছে নিবেন? এই ধরনের প্রশ্ন প্রায় সময়ই অনেকের মনে আসে। (তথ্য- পিয়া গুপ্তা)
সাবান নাকি বডি ওয়াশ ত্বকের জন্য কোনটা বেছে নিবেন? এই ধরনের প্রশ্ন প্রায় সময়ই অনেকের মনে আসে। (তথ্য- পিয়া গুপ্তা)
একদিকে যেমন সাবান ব্যবহার হয়, অন্যদিকে বাজারে সাবানের পরিবর্তে অনেক বডি ওয়াশও বর্তমানে বিক্রি হয়।
একদিকে যেমন সাবান ব্যবহার হয়, অন্যদিকে বাজারে সাবানের পরিবর্তে অনেক বডি ওয়াশও বর্তমানে বিক্রি হয়।
সাবান নাকি বডি ওয়াশ কোনটা স্কিনের জন্য উপকার জানেন কি? বিউটি পিউ দাস জানান, প্রথম থেকে সকলেই সাবান ব্যবহার করলেও বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে বডি ওয়াশ ব্যবহার করেন অনেকে।
সাবান নাকি বডি ওয়াশ কোনটা স্কিনের জন্য উপকার জানেন কি? বিউটি পিউ দাস জানান, প্রথম থেকে সকলেই সাবান ব্যবহার করলেও বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে বডি ওয়াশ ব্যবহার করেন অনেকে।
বডি ওয়াশ ও সাবান উভয়ই ত্বক থেকে ময়লা পরিষ্কার করা। সাবান ব্যবহারের একটি কারণ হল এর সুগন্ধ প্রবল।
বডি ওয়াশ ও সাবান উভয়ই ত্বক থেকে ময়লা পরিষ্কার করা। সাবান ব্যবহারের একটি কারণ হল এর সুগন্ধ প্রবল।
কিন্তু অনেক সময় অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কারণ সাবানে সোডিয়াম লরেল সালফেট নামক এক রাসায়নিক থাকে। যা ত্বককে শুষ্ক করে তুলতে পারে।
কিন্তু অনেক সময় অতিরিক্ত সাবান ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। কারণ সাবানে সোডিয়াম লরেল সালফেট নামক এক রাসায়নিক থাকে। যা ত্বককে শুষ্ক করে তুলতে পারে।
অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বকের জেল্লা কমে যায়। কারণ এটি খোলা অবস্থায় থাকে ফলে এটি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে পারে।
অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে ত্বকের জেল্লা কমে যায়। কারণ এটি খোলা অবস্থায় থাকে ফলে এটি ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসতে পারে।
তাই তিনি জানান, বডি ওয়াশকে বেশি ভাল। বডি ওয়াশের পিএইচ লেভেল সাবানের চেয়ে ভাল। এছাড়া এতে সাবানের চেয়েও বেশি ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্যবহার করলে ত্বক নরম ও সুন্দর হয়।
তাই তিনি জানান, বডি ওয়াশকে বেশি ভাল। বডি ওয়াশের পিএইচ লেভেল সাবানের চেয়ে ভাল। এছাড়া এতে সাবানের চেয়েও বেশি ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্যবহার করলে ত্বক নরম ও সুন্দর হয়।