Lok Sabha Election 2024 : ঝাড়গ্রাম ও বীরভূমের প্রার্থীর নাম ঘোষণা বিজেপি-র, শতাব্দী রায়ের মুখোমুখি সদ্য প্রাক্তন পুলিশকর্তা

নয়াদিল্লি : আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার আরও দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হল বিজেপি-র তরফে৷ ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রণত টুডুকে৷ পাশাপাশি, বীরভূমে বিজেপি-র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধর৷ তাঁরা যে নির্বাচনী ময়দানে লড়াইয়ে নামতে পারেন, সেই জল্পনা চলছিল৷ অবশেষে সেই জল্পনাই সত্যি হল৷

এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪০ টিতে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি৷ এখনও পর্যন্ত আসানসোল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি পদ্মশিবির৷ প্রসঙ্গত ডায়মন্ড হারবারে বাংলার শাসকদলের প্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করে, সে দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন : ৫০ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান

প্রথম দফায় বাংলার ২০টি আসনে নাম ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফাতে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ বার ঘোষণা করা হল আরও ২টি আসনের প্রার্থীর নাম৷

বীরভূমে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধর। অন্যদিকে ঝাড়গ্রামে জোড়াফুল প্রার্থী কালীপদ সরেনের মুখোমুখি এ বার পদ্মপ্রতীকের প্রণত। তিনি পেশায় ডাক্তার। সম্প্রতি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন প্রণত।

শনিবার বাংলার এই দুই কেন্দ্রের পাশাপাশি দেশের আরও ৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।