Tag Archives: 2024 Loksabha Election

টোটো চালালেন সুজাতা মন্ডল, প্রার্থীর মুখে ‘শোলে’ সিনেমার জনপ্রিয় ডায়ালগ

বাঁকুড়া: এবার টোটো চালিয়ে “চল ধান্য” বলে প্রচারে সুজাতা মন্ডল। একেবারে টোটো চালকের ভূমিকায় বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী।

টোটোর হ্যান্ডেল ধরে সুজাতা বলেন, ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও মানুষের উৎসাহ তাঁকে উজ্জীবিত করেছে।  সেই কারণেই নিত্যদিনের অত্যন্ত পরিচিত এক যানবাহন টোটো চালিয়ে জনসংযোগ করলেন তিনি।

ওন্দা রতনপুর অঞ্চলের রতনপুর মান্দারবনীতে ভোট প্রচারে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডল। শুধুই যে টোটো চালালেন তাই নয়, কখনও পায়ে হেঁটে, আবার কখনও টোটো চালিয়ে, আবার কখনও দোকানে পান খেয়ে ভোট প্রচার সারলেন সুজাতা মন্ডল।

আরও পড়ুন- কঠিন তমলুকে ‘হেভিওয়েট’ নয়, ‘ঘরের ছেলে’ হয়েই থাকতে চান CPIM-এর সায়ন

তৃণমূল প্রার্থীকে টোটো চালাতে দেখে সাধারণ মানুষের ভিড় জমে যায়। কেউ কেউ আবার হাত মেলাতেও এগিয়ে আসেন। তবে এদিনের প্রচার শুরু হয় পায়ে হেঁটে।

প্রথমে পায়ে হেঁটে, সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে আবার কখনও আলিঙ্গন করে এগিয়ে যেতে থাকেন সুজাতা। এর পর একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে পান খেলেন তৃণমূল প্রার্থী। একদিন, দুদিন নয়, প্রায় প্রতিদিনই অদ্ভুত প্রচার করে নজর কাড়ছেন সুজাতা।

আরও পড়ুন- রবিবারের দুপুরে আগুনের তাণ্ডব, চারদিকে শুধু আতঙ্কই -আতঙ্ক

চুল কাটা, দুহাত তুলে নাচা, রাধিকা সেজে খোল করতাল বাজানো কিংবা গান গাওয়া, কোনওটাই বাদ দেননি সুজাতা মন্ডল। এ যেন “ঠাকুমার ঝুলি”। একের পর এক মৌলিক প্রচার ধারা। আগামিকাল কী করেন তাই দেখতে আগ্রহী জনতা।

নীলাঞ্জন ব্যানার্জী

Loksabha Election 2024: ভোটের গরম বাজারে রাজনৈতিক সম্প্রীতির অনন্য ছবি, মুগ্ধ দুর্গাপুর

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ভোটের গরমে ফুটছে বাংলা। রাজনীতির ময়দানে ছড়াচ্ছে উত্তাপ।  কখনও কখনও বিরোধী শিবিরকে আক্রমণ করতে গিয়ে কদর্য ভাষা ব্যবহার করতেও কসুর করা হচ্ছে না। আর তেমন জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক সম্প্রীতির অনন্য ছবি ধরা পড়ল দুর্গাপুরে। যেখানে রাজনীতির দলীয় বিভেদ ছাড়িয়ে মানবিক দায়িত্ব পালন করলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী।

গত সোমবার তাঁর মাতৃবিয়োগ হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শহরে ধরা পড়ল রাজনৈতিক সৌজন্যতাবোধ এবং মানবিক শিষ্টাচারের ছবি। মাতৃ বিয়োগের ঘটনা শুনে কংগ্রেস নেতার বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গেলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। আবার জেলা কংগ্রেস সভাপতিকে সমবেদনা জানালেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী মজুমদার। দেবেশ চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানালেন বাম প্রার্থী সুকৃতি ঘোষালও। এই ব্যাপারে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, এখানে কোনও রাজনীতি নেই।

দেবেশ চক্রবর্তীর বাড়িতে হাজির হয়ে দিলীপ ঘোষ বলেন, আমি শহরে রয়েছি। ওঁর মাতৃ বিয়োগের কথা জানতে পেরেছি। মানুষ হিসেবে ওঁর পাশে দাঁড়ানো, সমবেদনা জানানো দায়িত্ব। তাই এখানে এসে তার খোঁজ-খবর নিয়েছি। আবার তার বাড়িতে গিয়ে বাম প্রার্থী সুকৃতি ঘোষাল তাঁকে সমবেদনা জানিয়ে এসেছেন। কংগ্রেস নেতার বাড়িতেই বাম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী মুখোমুখি হয়ে কুশল বিনিময় করেছেন। রাজনীতির ময়দানে লড়াই হলেও, সৌজন্যতা এখনও যায়নি। এটা তার প্রমাণ।

ভোট বড় বালাই! আগুন ঝরানো দুপুরেও প্রচারের কাজে খামতি নেই অগ্নিমিত্রার

ভোট বড় বালাই। তাপমাত্রা যেন ব্যাপার না। দুপুরেও জনসংযোগ চালালেন বিজেপি প্রার্থী। লু উপেক্ষা করেও গ্রামীণ এলাকায় গিয়ে প্রচারে তিনি।
ভোট বড় বালাই। তাপপ্রবাহ কোনও ব্যাপার নয়! দুপুরেও জনসংযোগ চালালেন বিজেপি প্রার্থী। লু উপেক্ষা করেও গ্রামীণ এলাকায় গিয়ে প্রচারে তিনি।
গ্রামীণ এলাকায় প্রচার চালাতে শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
গ্রামীণ এলাকায় প্রচার চালাতে শনিবার দুপুরে হুড খোলা গাড়িতে চেপে প্রচার চালালেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের মধ্যে কথা বলছেন তিনি।
শনি ও রবিবার জেলার তাপমাত্রা সর্বোচ্চ থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। তবে ভোট প্রচারে কমতি নেই। কাপড় দিয়ে ঘাম মুছে প্রান্তিক গ্রামীণ এলাকায় গিয়ে মানুষের মধ্যে কথা বলছেন তিনি।
এদিন মেদিনীপুর বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত দেউলডাঙ্গা, চাঁইপুর, বয়লাশোল, কুকুড়মুড়ি ও মালবাঁধির বিভিন্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী।
এদিন মেদিনীপুর বিধানসভার মন্ডল-৩ এর অন্তর্গত দেউলডাঙ্গা, চাঁইপুর, বয়লাশোল, কুকুড়মুড়ি ও মালবাঁধির সংলগ্ন এলাকায় জনসংযোগ সারেন প্রার্থী।
প্রচারে গিয়ে স্থানীয় একটি লৌকিক দেবতার মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা। এছাড়াও মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের অভাব অভিযোগ।
প্রচারে গিয়ে স্থানীয় একটি লৌকিক দেবতার মন্দিরে পুজো দেন অগ্নিমিত্রা। এছাড়াও মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের অভাব অভিযোগ।
শুধু প্রচার নয়, রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের হাতে তুলে দেন ভারতের জাতীয় ফুল।
শুধু ভোটের প্রচার নয়, রক্তদানে উৎসাহ বাড়াতে রক্তদাতাদের হাতে তুলে দেন ভারতের জাতীয় ফুল।

Loksabha Election 2024: বিপুল জনসংযোগ! ট্রেন যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন পার্থ ভৌমিক…

ব্যারাকপুর: ২০ মে ব্যারাকপুরে নির্বাচন। তার আগে ট্রেন যাত্রীদের সঙ্গে জনসংযোগ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক।

 শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটি স্টেশন থেকে টিটাগড় স্টেশন পর্যন্ত ট্রেনে করে যাত্রীদের সঙ্গে জনসংযোগ করেন। প্রার্থী পার্থ ভৌমিক, বিজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিত থাকতে দেখা গিয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক জনসংযোগ করে মানুষের মধ্যে থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান। ব্যারাকপুরের জনসাধারণের থেকে এই অসংখ্য পরিমাণে প্রতিক্রিয়া পেয়ে, তাঁরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে।

শুক্রবার বালিগঞ্জ বিধানসভার বিধায়ক বাবুল সুপ্রিয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সহ স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে ব্যারাকপুর কোর্ট থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত এক বৃহত্তর মিছিল আয়োজিত হয়েছিল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক, সাধারণ মানুষ প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থন জানাতে এই মিছিলে যোগদান করেন। তৃণমূলের দাবি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে সেটা প্রতিনিয়ত স্পষ্ট হয়ে যাচ্ছে।

নির্বাচনী প্রচার থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক সাধারণ মানুষের জন্য বার্তা দিয়ে বলেছেন, “ব্যারাকপুরের মানুষের ভালোবাসায় এবং সমর্থনে আমি যদি নির্বাচিত হই, আমি এই ব্যারাকপুর থেকে গুন্ডারাজ ধ্বংস করবো এবং চিরশান্তির পরিবেশ প্রতিষ্ঠা করবো যেখানে প্রত্যেকে গণতান্ত্রিক ভাবে নিজের কথা বলতে পারবে। আমি ব্যারাকপুরের মানুষের প্রতিশ্রুতিবদ্ধ। আমি যদি নির্বাচিত হই তাহলে যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিনা মূল্যে স্টাডি সেন্টার হবে। ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দুধারে শিল্পোদ্যান নির্মাণ করা হবে, তাছাড়াও চটশিল্পের শ্রমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সুবিধার্থে  লড়াই চলবেই।”

দলীয় সূত্রে খবর,  আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেস প্রচারের ঝড় তুলেছে। দলের তরফে জানা গিয়েছে জেলা থেকে স্থানীয় স্তরের নেতৃবৃন্দ, প্রার্থী পার্থ ভৌমিকের ব্যারাকপুরের প্রতি যে প্রতিশ্রুতি, ব্যারাকপুরের উন্নয়ন এবং ব্যারাকপুরের মাটি থেকে গুন্ডারাজ উচ্ছেদ করে, চিরশান্তির প্রতিষ্ঠা করার বার্তা নিয়ে মানুষের ঘরে ঘরে কাছে পৌঁছে যাচ্ছে।

Loksabha Election 2024: বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭০ শতাংশের বেশি, সর্বনিম্ন বিহার

নয়াদিল্লি: আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হয় মোট ৮৮টি আসনে। এই দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ হয়।

বিকেল পাঁচটা পর্যন্ত দেশের মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। অন্য দিকে, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম, সেখানে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৭৪ শতাংশ, ৫৩.০৩ শতাংশ এবং ৫৩.৫১ শতাংশ। দ্বিতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি।

শুক্রবার দার্জিলিং-এ বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭১.৪১ শতাংশ। বালুরঘাটে ভোট পড়ল ৭২.৩০ শতাংশ, রায়গঞ্জে ভোট পড়ল ৭১.৮০ শতাংশ।

শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রার পারদ মাত্রা ছাড়িয়েছে। তবু তার মধ্যেই বাংলায় ভোটদানের হার নজিরগড়া। বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৭১.৮৪ শতাংশের বেশি। ভোট শতাংশের বিচারে বিকাল পাঁচটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ল ত্রিপুরায়৷

বাদাম কাকুর পর ‘টোটো কাকা’! এমন গান বাঁধলেন, ঝড়ের গতিতে ভাইরাল

মালদহ: বাদাম কাকুর পর টোটো কাকা। এমন গান বাঁধলেন সেই টোটো কাক, হিট হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

প্রধানমন্ত্রীকে নিয়ে গান বেঁধেছেন টোটো চালক। সেই গান এখন ভাইরাল সমাজ মাধ্যমে। শুধু তাই নয়, টোটো চালকের গাওয়া গান এখন বিজেপির প্রচারেও ব্যবহার হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে গান বেঁধে এখন ভাইরাল টোটো চালক আশিস কুমার দাস। লোকসভা নির্বাচনে ভোট প্রচারে মালদহে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন- ‘নন্দীগ্রামে ছিল পিতা-পুত্র?’ তমলুকে মমতার নিশানায় শুভেন্দু!

মালদহে প্রধানমন্ত্রীর সফর ঘিরেই নিজেই গান লিখেছেন মালদহের গাজোলের টোটো চালক আশিস কুমার দাস। তাঁর আশা, প্রধানমন্ত্রীর জনসভায় নিজের গলায় এই গান তিনি গাইবেন।

সরাসরি প্রধানমন্ত্রীকে গান গেয়ে শোনাবেন তিনি। প্রধানমন্ত্রীকে গান শোনানোর আশা কতটা পূরণ হবে তা আশিস বাবুর জানা নেই। তবে প্রধানমন্ত্রীকে নিয়ে গান বেঁধে রাতারাতি তিনি এখন জনপ্রিয় হয়েছেন সাধারণের মধ্যে।

টোটো চালক আশিস কুমার দাস বলেছেন, আমার ইচ্ছে, প্রধানমন্ত্রীর সভায় গিয়ে এই গান গাওয়ার। মালদহ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রধানমন্ত্রীকে নিয়েই এই গান লিখেছি আমি।

মালদহের গাজোলের তারাতলার বাসিন্দা আশিষ কুমার দাস। পেশায় তিনি টোটো চালক। তবে গান গাওয়া তাঁর নেশা। এমনকী নিজেই গানও লিখেছেন।

আরও পড়ুন- কালীঘাটের কাকুর পর ফের ভয়েস টেস্টের আর্জি! BJP প্রার্থীর কণ্ঠস্বর পরীক্ষার দাবি

টোটো চালানোর সময় পকেটে কাগজ-কলম নিয়ে ঘোরেন তিনি। সময় পেলেই গানের লাইন লেখেন। এই ভাবেই গত কয়েক দিনের প্রচেষ্টায় দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে গান বেঁধেছেন তিনি।

বহু বছর ধরে তিনি সংগীত জগতে রয়েছেন‌। বিভিন্ন অনুষ্ঠানে তিনি গানও করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যে গান তৈরি করেছেন তা এখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল।

হরষিত সিংহ

Adhir Ranjan Chowdhury: গড় রক্ষায় এই নিয়ে ষষ্ঠ বার! বামেদের মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়ন জমা অধীর চৌধুরীর

দক্ষিণবঙ্গ: টানা ৫ বারের সাংসদ। এক সময়ে মুর্শিদাবাদ জেলা পরিচিত ছিল তাঁর গড় হিসেবেই। ১৯৯৯ সাল থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে নিজের শিকড় আঁকড়ে ধরে রেখেছেন একদা বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী। আর নিজের গড় পুনরুদ্ধারের লড়াইয়ে ৬ বারের জন্য নিজের মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

বুধবার উৎসবের মেজাজে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশাল মিছিল করে এসে বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন তিনি। ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। অধীর চৌধুরীর সমর্থনে এদিনের মনোনয়ন জমা করার মিছিলে বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের ঢল নামে বহরমপুরের রাস্তায়।

আরও পড়ুন: তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! এ কী বললেন দেব…ভাইরাল ভিডিও

ডিওয়াইএফআই -এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় দুর্নীতি, চুরি, লুটের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তাই সাধারণ মানুষও পরিবর্তন চাইছে। বহরমপুরবাসী ঐক্যবদ্ধভাবে জোটের সমর্থনে অধীর চৌধুরীর হাত শক্ত করবে বলেই আমি নিশ্চিত।’’

এদিন অধীর চৌধুরী বলেন, ‘‘কংগ্রেস আমাকে প্রার্থী মনোনীত করেছে। আমি মানুষের জন্য লড়াই করতে চাই। বহরমপুরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। আমার প্রতি মানুষের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে আজকের মিছিলে।’’

আরও পড়ুন: কপালে গেরুয়া তিলক, হাতে ডমরু! মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রাতেও তাক লাগালেন দিলীপ ঘোষ

বুধবার ডমরু বাজিয়ে রোড শো করে মনোনয়ন পত্র দাখিল করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। তার আগে করেন বিশেষ পূজার্চনা। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে বলেন, ‘‘বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়েছি। তাই হাতে ডমরু।’’

ঘরে বসে ডিজিটাল ভোটার কার্ড পাবেন কী করে? খুব সহজ, আবেদনের পদ্ধতি দেখে নিন

কলকাতা: ডিজিটাল ভোটার আইডি কার্ডের আবেদন এবং তা ম্যানেজ করার জন্য একটি স্ট্রিমলাইনড প্ল্যাটফর্ম চালু করেছে ডিজিটাল ইন্ডিয়া। এর ফলে ভারতীয় নাগরিকদের এই আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে। ভারত সরকারের দ্বারা চালু করা এই পরিষেবা ভোটার রেজিস্ট্রেশনের প্রক্রিয়াকে অনেকটাই সরল করে তুলেছে।

ভোটার সংক্রান্ত তথ্যের বিষয়টাও হয় যথাযথ। আর এমনিতে ভোটার আইডি কার্ড যোগ্য ভোটারদের ভোটদানের ক্ষেত্রে অপরিহার্য। শুধু ভোটিংয়ের ক্ষেত্রেই নয়, ভোটার কার্ড কিন্তু বাসস্থান বা ঠিকানার জোরালো প্রমাণপত্রও বটে।

আরও পড়ুন- ফ্যানের স্পিড কমালে কি Electric বিল কম আসে? কোন ‘নম্বরে’ ফ্যান চালালে খরচ কমে?

ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য রেজিস্ট্রেশন:

১. প্রথমে ‘National Voters Services Portal’ (https://voters.eci.gov.in/) ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর ‘Sign-Up’ অপশন বেছে নিতে হবে।

৩. এবার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এবং ক্যাপচা কোড দিতে হবে। এরপর ‘Continue’-এ ক্লিক করতে হবে।

৪. এরপর নিজের ‘First Name’, ‘Last Name’, ‘Password’ এবং ‘Confirm Password’ এন্টার করতে হবে। এবার ‘Request OTP’-তে ক্লিক করতে হবে।

৫. মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল আইডি-তে আসা ওটিপি দিতে হবে। এরপর ‘Verify’-এ ক্লিক করতে হবে।

৬. একবার সফল ভাবে ভেরিফাই হয়ে গেলে এনভিএসপি পোর্টালে গ্রাহকের রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর নিজেদের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন- 5G নেটওয়ার্কে কানেক্ট করতে অসুবিধা হচ্ছে? এই কয়েকটি সহজ টিপসেই চিন্তা দূর হবে

ডিজিটাল ভোটার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন:

১. আবার এনভিএসপি ওয়েবসাইটে ঢুকতে হবে। এবার লগ-ইন সিলেক্ট করতে হবে।

২. নিজের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য গ্রাহককে ভ্যালিড ক্রেডেনশিয়াল দিতে হবে।

৩. লগ-ইন করার পর ‘New registration for general electors’ ট্যাবে যেতে হবে এবং ‘Fill Form 6’-এ ক্লিক করতে হবে।

৪. নতুন ভোটারদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ‘Form 6’ পূরণ করতে হবে। সমস্ত তথ্যই যে সত্য, তা নিশ্চিত করতে হবে।

৫. প্রিভিউ-তে ক্লিক করে আরও একবার তথ্য পর্যালোচনা করে নিতে হবে। সমস্ত কিছু হয়ে গেলে ফর্ম সাবমিট করে দিতে হবে।

ডিজিটাল ভোটার আইডি কার্ডের স্টেটাস অনলাইনে চেক করার উপায়:

১. এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে।

২. নিজের ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ-ইন করতে হবে।

৩. ‘Track Application Status’ বেছে নিতে হবে।

৪. ‘Reference Number’ এন্টার করতে হবে। নিজের স্টেট বা রাজ্য বেছে নিয়ে সাবমিট-এ ক্লিক করতে হবে। গ্রাহকের অ্যাপ্লিকেশন স্টেটাস স্ক্রিনে ভেসে উঠবে। তবে নিজের বিএসএনএল মোবাইল নম্বর থেকে ১৯৫০ নম্বরে কল করেও স্টেটাস ট্র্যাক করা সম্ভব।

ডিজিটাল ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায়:

১. প্রথমে এনভিএসপি ওয়েবসাইটে যেতে হবে।

২. নিজের ক্রেডেনশিয়াল দিয়ে লগ-ইন করতে হবে এবং রেজিস্ট্রেশন না করা থাকলে সেটা করতে হবে।

৩. ‘E-EPIC Download’ ট্যাব খুঁজে তাতে ক্লিক করতে হবে।

৪. ‘EPIC No.’ অথবা ‘Form Reference no.’ অপশনের মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে।

৫. ফর্ম সাবমিশনের সময় প্রদান করা ‘EPIC No.’ অথবা ফর্ম সাবমিশন নম্বর এন্টার করতে হবে।

৬. নিজের স্টেট সিলেক্ট করতে হবে এবং ‘Search’ অপশনে ক্লিক করতে হবে।

৭. ভোটার আইডি কার্ডের তথ্য ভেসে উঠবে এবং ‘Send OTP’-তে ক্লিক করতে হবে।

৮. গ্রাহকের রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে এবং ‘Verify’-এ ক্লিক করতে হবে।

৯. সফল ভেরিফিকেশনের পরে ‘Download e-EPIC’-এ ক্লিক করতে হবে।

ধুতি-পাঞ্জাবি পরে নমিনেশন দাখিল করলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ 

পূর্ব বর্ধমান: পরনে ধুতি পাঞ্জাবি, গলায় উত্তরীয়! মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় একেবারে বাঙালি সাজে ধরা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জোড়া ফুল প্রার্থী কীর্তি আজাদ।

এদিন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে জেলাশাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন কীর্তি আজাদ। বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

নাম ঘোষণার পর থেকেই নিজের কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চালাতে দেখা গিয়েছে তাঁকে। এবার বাঙালি পোশাকে মনোনয়ন জমা দিলেন তিনি। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক, জেলা সভাপতি থেকে শুরু করে একঝাঁক কর্মী সমর্থক।

আরও পড়ুন- বইছে লু..! চাঁদিফাটা গরমের মাঝে বড় খবর, দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন যা হতে চলেছে

মঙ্গলবার সকালে সাদা ধুতি, মেরুন পাঞ্জাবি পরে প্রথমে বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দিরের পূজা দেন কীর্তি আজাদ। এর পর রওনা দেন বর্ধমান টাউন হল ময়দানে। তার পর সেখান থেকে যান মনোনয়নপত্র জমা দিতে।

এদিন কীর্তি আজাদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে কীর্তি আজাদ বলেন, “আপনারা জনগণের উৎসাহ দেখতেই পাচ্ছেন। আমার র‍্যালিতে মানুষ প্রচুর ভালবাসা দিয়েছে। বর্ধমান দুর্গাপুরে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। সমস্ত কর্মী সমর্থক নেতারা মিলে একসঙ্গে কাজ করছে। আমার কাছে এটা কোনও শক্ত প্রতিযোগিতাই নয়।”

মঙ্গলবার কীর্তি আজাদের সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিল অগণিত তৃণমূল কর্মী ও সমর্থকরা। কীর্তি আজাদের নাম ও ছবি দেওয়ার টি-শার্ট পরে পদযাত্রায় শামিল হতে দেখা যায় অনেক সমর্থককে।

পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে মহিলা সমর্থকদের উপস্থিতি ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। বেশ কিছু মহিলা তৃণমূল সমর্থকদের দেখা যায় এক বিশেষ ধরনের শাড়ি পরেকর্মসূচিতে পা মেলাতে।

আরও পড়ুন- ইউসুফ পাঠান কত টাকার মালিক? বছরে কত রোজগার? কতদূর পড়াশোনা? হলফনামায় বিরাট চমক

প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই নিজের কেন্দ্রীয় বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে। একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি কখনও তাঁকে দেখা গিয়েছে ল্যাংচা ভাজতে, কখনও বা ক্রিকেট খেলতে।

কখনও আবার তরুণ ক্রিকেটারদের টিপস দিতেও শোনা গিয়েছে তাঁকে। আর এবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে, ধুতি পাঞ্জাবি উত্তরীয় পরে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্ধমান দুর্গাপুরের জোড়া ফুল প্রার্থী কীর্তি আজাদ।

বনোয়ারীলাল চৌধুরী

সাধারণের মধ্যে মিশে অসাধারণ প্রচার! মথুরাপুরের এসইউসিআই প্রার্থীর চমক

মথুরাপুর: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন ২০২৪-এর মহাযজ্ঞ। এর মধ্যেই ভোটপ্রার্থীরা নিজেদের মতো করে প্রচার করছেন। এই প্রচারের মধ্যে মথুরাপুরে উঠে এল এক অন্যরকম প্রচারের ছবি।

যেখানে বড় দলের প্রার্থীরা প্রচার নিয়ে যেমন রোড শো, বড় মিটিং মিছিলের দিকে হাঁটছেন, সেখানে মথুরাপুরে সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রচার করছেন এসইউসিআই প্রার্থী। পৌঁছে যাচ্ছেন বাজারগুলিতে।

আরও পড়ুন- প্রথম মহিলা ‘ট্রাক ড্রাইভার’ ভারত থেকে পণ্যবাহী গাড়ি নিয়ে পৌঁছলেন বাংলাদেশ

কোথাও চা দোকানে ঢুকে প্রচার, কোথাও আবার নদীবাঁধের উপর, প্রান্তিক এলাকায় যেখানে অনেক সময় পৌঁছাচ্ছেন না বড় দলের প্রার্থীরা, সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের দু:খ দুর্দশার কথা শুনছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী বিশ্বনাথ সরদার।

এভাবে কথা শোনার একজনকে পেয়ে হাসিমুখে অনেকেই তাঁর কাছে অনেক গল্প করছেন। এই নিয়ে বিশ্বনাথ সরদার জানিয়েছেন, সারা বছর সাধারণ মানুষের সমস্যা নিয়ে আন্দোলনে থাকেন। সাধারণ মানুষও তাঁদের সমস্যা কোথাও না বলতে পেরে তাঁদের কাছে বলেন।

আরও পড়ুন- অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেওয়া খাবারে রহস্যজনক মৃত্যু ভিক্ষাবৃত্তি করা বাবা-ছেলের!

এখন ভোটের সময়। সেই জন্য মানুষের কাছে যাচ্ছেন তিনি। ভোটে হারা বা জেতা এসব দূরে সরিয়ে সাধারণ মানুষের জন্য সারাবছর কাজ করে যেতে চান তিনি‌।

নবাব মল্লিক