‘মহুয়া জোরে কথা বলত বলে...’ কৃষ্ণনগর থেকে বড় ঘোষণা মমতার

Lok sabha Election 2024: ‘ও ওদের যোগ্য জবাব দেবে…’ মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই গর্জন শুরু মমতার! বললেন, ‘কারও গায়ে হাত দিতে দেব না!’

কলকাতা: কেন্দ্র কৃষ্ণনগর৷ আর এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী মহুয়া মৈত্র৷ যাঁর বিরুদ্ধে ‘ঘুষের বদলে প্রশ্ন’ মামলায় তদন্ত করছে সিবিআই৷ ইতিমধ্যেই ইডি তাঁকে তিন তিনবার নোটিস পাঠিয়েছে৷ সেই মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন কৃষ্ণনগরের ধুবুলিয়ার জনসভায় বক্তৃতা করা কালীন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মহুয়ার উপর দেখেছেন কীভাবে অত্যাচার করেছে? ওঁকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে। ও জোরে জোরে কথা বলত বলে। ওর বাবা মা কিছু জানে না। তবুও ওর বাবা মায়ের বাড়িতে গেছে। মহুয়াকে জেতাবেন।’’  মমতার গর্জন, ‘‘খেলা হবে…খেলতে হবে!’’

সবশেষে মঞ্চে মহুয়ার হাত তুলে ধরে বলেন, ‘‘ও ওদের যোগ্য জবাব দেবে৷ ওকে জেতাবেন…ওকে জিতিয়ে ফেরাতেই হবে৷’’

গত ১৯ মার্চ ‘সংসদে ঘুষের বদলে প্রশ্ন’ কাণ্ডে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল। সেই নির্দেশের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে এফআইআরও দায়ের করে কেন্দ্রীয় সংস্থা। এর পরে গত ২৪ মার্চ সকালে মহুয়ার কলকাতার বাড়ি এবং অফিস মিলিয়ে মোট চারটি আস্তানায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। এমনকি, তল্লাশি চালানো হয় তাঁর করিমপুরের বাড়িতেও৷ তার পরের দিনই নির্বাচন কমিশনে হেনস্থার অভিযোগ দায়ের করেন মহুয়া।

আরও পড়ুন: গার্ডেনরিচের পরে বিরাটি! ফের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে শহরে মৃত্যু মহিলার, গ্রেফতার প্রোমোটার সহ ৬

অন্য একটি মামলায় তাঁকে পর পর তিন বার তলব করেছে ইডি-ও৷ যদিও নির্বাচনে ব্যস্ত থাকার কারণ জানিয়ে শেষ হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি৷

উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হলেও কেন কৃষ্ণনগর থেকেই তাঁর প্রচার পর্ব শুরু করলেন মমতা? তা নিয়ে গুঞ্জন ছিল রাজনৈতিক মহলের অন্দরেই৷

জানা গিয়েছিল ৩১ মার্চ কৃষ্ণনগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হবে তাঁর লোকসভা ভোটের প্রচার। রাজনীতিক বিশ্লেষকেরা মনে করছিলেন, সম্প্রতি মহুয়া মৈত্রের বাড়ি ও অফিসে সিবিআই হানার পর এবার এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মহুয়ার কেন্দ্র থেকেই লোকসভা প্রচার শুরু করবেন মমতা। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘অন্যায়’ পদক্ষেপকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল।

এদিন CAA, NRC নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা। তোলেন অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গও।

আরও পড়ুন: এক মুহূর্তের মধ্যেই সব শেষ! মাঝ আকাশে অনর্গল বমি, হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু…

এরপরেই কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ তারিখ কোচবিহার, ৫ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা করবেন মমতা। ইদের আগেই কলকাতা ফিরবেন দলনেত্রী।