রাস্তায় অন্ধ সেজে ভিক্ষা করতেন অভিনেতা! আমিরের ছবিতে ৫ সেকেন্ডের রোল, ঘুরে গেল ভাগ‍্যের চাকা? আজ গার্লফ্রেন্ড, চাকরি, আর...

Bollywood Actor: রাস্তায় অন্ধ সেজে ভিক্ষা করতেন অভিনেতা! আমিরের ছবিতে ৫ সেকেন্ডের রোল, ঘুরে গেল ভাগ‍্যের চাকা? আজ গার্লফ্রেন্ড, চাকরি, আর…

বাসের কন্ডাক্টর থেকে নায়ক হয়েছেন রজনীকান্ত। এখন তিনি কোটি কোটি টাকার মালিক। বস্তি থেকে উঠে বলিউডে নিজেকে সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জ‍্যাকি শ্রফ। বলিউড বহু নায়ক নায়িকাকে কোটিপতি বানিয়েছে। আবার বলিউডে ছবি করতে গিয়েই সর্বস্ব খুইয়েছেন এমন নজিরও প্রচুর।
বাসের কন্ডাক্টর থেকে নায়ক হয়েছেন রজনীকান্ত। এখন তিনি কোটি কোটি টাকার মালিক। বস্তি থেকে উঠে বলিউডে নিজেকে সফল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জ‍্যাকি শ্রফ। বলিউড বহু নায়ক নায়িকাকে কোটিপতি বানিয়েছে। আবার বলিউডে ছবি করতে গিয়েই সর্বস্ব খুইয়েছেন এমন নজিরও প্রচুর।
এই প্রতিবেদনে রইল এমনই এক অভিনেতার কথা, যিনি ভিক্ষাবৃত্তি করে একসময় জীবিকা নির্বাহ করতেন। একটি সিনেমাই বদলে দেয় তাঁর জীবন। আমির খানের বড়পর্দায় কাজ করেই ঘুরে যায় ভাগ‍্যের মোড়।
এই প্রতিবেদনে রইল এমনই এক অভিনেতার কথা, যিনি ভিক্ষাবৃত্তি করে একসময় জীবিকা নির্বাহ করতেন। একটি সিনেমাই বদলে দেয় তাঁর জীবন। আমির খানের বড়পর্দায় কাজ করেই ঘুরে যায় ভাগ‍্যের মোড়।
আমির খানের একটি ব্লক ব্লাস্টার ছবি হল ‘পিকে’। এই পিকে ছবিতেই আমির খানের সঙ্গে কাজ করেছিলেন এই অভিনেতা। এই একটি ছবির ছোট্ট চরিত্রেই ঘুরে যায় তাঁর ভাগ‍্যের চাকা।
একসময় রাস্তায় ভিক্ষা করতে থাকা মানুষটি এখন চাকরি করেন। তাঁর গার্লফ্রেন্ড রয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় ছবিও দেন। আমূল বদলে গিয়েছে তাঁর জীবন।

একসময় রাস্তায় ভিক্ষা করতে থাকা মানুষটি এখন চাকরি করেন। তাঁর গার্লফ্রেন্ড রয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় ছবিও দেন। আমূল বদলে গিয়েছে তাঁর জীবন।
রাস্তায় অন্ধ সেজে ভিক্ষা করতেন মনোজ রায়। একদিন কয়েকজন ব‍্যক্তি তাঁর কাছে এসে তাঁকে জিজ্ঞেস করে তিনি অভিনয় জানেন কিনা। প্রত‍্যেকদিন নিজের পেটের ভাত করতে অভিনয় করতেই হত তাঁকে। সেই বিদ‍্যাই কাজে লেগে গেল।

রাস্তায় অন্ধ সেজে ভিক্ষা করতেন মনোজ রায়। একদিন কয়েকজন ব‍্যক্তি তাঁর কাছে এসে তাঁকে জিজ্ঞেস করে তিনি অভিনয় জানেন কিনা। প্রত‍্যেকদিন নিজের পেটের ভাত করতে অভিনয় করতেই হত তাঁকে। সেই বিদ‍্যাই কাজে লেগে গেল।
মনোজের কথায়, ‘‘'যখন আমি যন্তর মন্তরে ভিক্ষা করছিলাম, তখন দু'জন আমার কাছে এসে জিজ্ঞেস করল আমি অভিনয় জানি কি না? আমি তাদের বলেছিলাম যে, আমি অন্ধ হওয়ার ভান করে দিনে দু'বার খাবার জোগাড় করি।’’

মনোজের কথায়, ‘‘’যখন আমি যন্তর মন্তরে ভিক্ষা করছিলাম, তখন দু’জন আমার কাছে এসে জিজ্ঞেস করল আমি অভিনয় জানি কি না? আমি তাদের বলেছিলাম যে, আমি অন্ধ হওয়ার ভান করে দিনে দু’বার খাবার জোগাড় করি।’’
দুই ভদ্রলোকই মনোজ রায়কে ২০ টাকা-সহ তাঁর ফোন নম্বর দিয়ে চলে গেলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, মনোজ রায় এরপর 'পিকে'-তে ভিক্ষুকের ভূমিকার জন্য অডিশন দিতে নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছিলেন।
দুই ভদ্রলোকই মনোজ রায়কে ২০ টাকা-সহ তাঁর ফোন নম্বর দিয়ে চলে গেলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, মনোজ রায় এরপর ‘পিকে’-তে ভিক্ষুকের ভূমিকার জন্য অডিশন দিতে নেহেরু স্টেডিয়ামে পৌঁছেছিলেন।
যেখানে তিনি ছাড়াও আরও ৭ জন ভিক্ষুক অডিশন দিতে এসেছিলেন। তিনি জানালেন, 'অভিনেতা এবং চলচ্চিত্র নিয়ে আমি চিন্তা করিনি। আমার জন্য, আমি নির্বাচিত না হওয়া পর্যন্ত, খাবারই ছিল গুরুত্বপূর্ণ।
যেখানে তিনি ছাড়াও আরও ৭ জন ভিক্ষুক অডিশন দিতে এসেছিলেন। তিনি জানালেন, ‘অভিনেতা এবং চলচ্চিত্র নিয়ে আমি চিন্তা করিনি। আমার জন্য, আমি নির্বাচিত না হওয়া পর্যন্ত, খাবারই ছিল গুরুত্বপূর্ণ।
অডিশনের পর ‘পিকে’র ওই ভিক্ষুকের চরিত্রে মনোজকেই বেছে নেন নির্মাতারা। ৫ সেকেন্ডের একটি চরিত্রে পিকে ছবিতে সুযোগ পান মনোজ রায়।
অডিশনের পর ‘পিকে’র ওই ভিক্ষুকের চরিত্রে মনোজকেই বেছে নেন নির্মাতারা। ৫ সেকেন্ডের একটি চরিত্রে পিকে ছবিতে সুযোগ পান মনোজ রায়।

আমির খান এসে তার বাটি থেকে কয়েন না নেওয়া পর্যন্ত তাঁকে অন্ধ ভিক্ষুকের ভূমিকায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ছবিতে ৫ সেকেন্ডের ভূমিকায় রাতারাতি বিখ্যাত হয়ে যান মনোজ রায়।
৫ সেকেন্ডের ভূমিকা থেকে উপার্জন করা অর্থই তার ভাগ্য বদলে দেয়। গ্রামে ফিরে দোকান কিনে নেন মনোজ। একটি সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘‘আমার কাছে দোকানের কাজ রয়েছে, ফেসবুক অ‍্যাকাউন্ট আছে, সুন্দরী বান্ধবীও আছে।’’
৫ সেকেন্ডের ভূমিকা থেকে উপার্জন করা অর্থই তার ভাগ্য বদলে দেয়। গ্রামে ফিরে দোকান কিনে নেন মনোজ। একটি সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘‘আমার কাছে দোকানের কাজ রয়েছে, ফেসবুক অ‍্যাকাউন্ট আছে, সুন্দরী বান্ধবীও আছে।’’
মনোজ আরও জানালেন, সকলে তাঁকে ভালবেসে পিকে হানি সিং বলে ডাকে। 'পিকে' ছবিতে যদি তিনি ৫ সেকেন্ডের ভূমিকাও না পেতেন, তাহলে হয়তো আজও তাঁকে ভিক্ষাবৃত্তি করেই জীবন কাটাতে হত। 'পিকে' একটি ব্লকবাস্টার হয়। বক্স অফিস থেকে প্রায় ৭২২ কোটি টাকা করে আমির খান অনুষ্কা শর্মা এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবি।
মনোজ আরও জানালেন, সকলে তাঁকে ভালবেসে পিকে হানি সিং বলে ডাকে। ‘পিকে’ ছবিতে যদি তিনি ৫ সেকেন্ডের ভূমিকাও না পেতেন, তাহলে হয়তো আজও তাঁকে ভিক্ষাবৃত্তি করেই জীবন কাটাতে হত। ‘পিকে’ একটি ব্লকবাস্টার হয়। বক্স অফিস থেকে প্রায় ৭২২ কোটি টাকা করে আমির খান অনুষ্কা শর্মা এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবি।