Tag Archives: Bollywood Actress

Mala Sinha Husband Death: বিরাট দুঃসংবাদ! হাসপাতালেই সব শেষ…! প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী মালা সিনহার স্বামী

বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ আচমকা চলে গেলেন বলিউডের স্বর্ণযুগের অভিনেত্রী মালা সিনহার স্বামী চিদম্বর প্রসাদ লোহানি৷ ১৯৩৬ সালে প্রয়াত হন কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহা৷ তার ৮৮ বছর পর ২০২৪ সালে চলে গেলেন অভিনেত্রীর স্বামী৷

সংবাদমাধ্যম সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন মালা সিনহার স্বামী৷ পিউনোমিয়া ও অ্যালঝাইমারের মতো কঠিন রোগে আক্রান্ত ছিলেন অভিনেত্রীর স্বামী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷

আরও পড়ুন-    শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

নেপালি ছবি মাইটিঘরের প্রযোজক ছিলেন কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহা স্বামী৷ ওই ছবিতেই মালা সিনহার সঙ্গে কাজ করেছিলেন তিনি৷ তারপর ১৯৬৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা৷ যদি সম্পর্ক খুব বেশিদিন টেকেনি৷

আরও পড়ুন-     সদ্যোজাত শিশুর কি AC-তে ঘুমানো উচিত? ৯০% বাবা-মায়েরা এই ভুলটাই করে, এখনই সতর্ক না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান

বিয়ের ২ বছরের মধ্যে ১৯৬৮ সালে বিবাহবিচ্ছেদ হয় তাদের৷ তিন দশকের বেশি সময় ধরে একাধিক ছবির সুপারহিট নায়িকা ছিলেন মালা সিনহা৷ আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে তাঁর দক্ষ অভিনয়৷

Ankita Lokhande Hospitalised: শয্যাশায়ী অঙ্কিতা লোখান্ডে! তড়িঘড়ি ভর্তি হাসপাতালে, আচমকা কী হল অভিনেত্রীর?

হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে৷ সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দিয়েছেন অভিনেত্রী৷ যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে৷ সম্প্রতি হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দিয়েছেন অভিনেত্রী৷ যা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
তবে অঙ্কিতা একা নন, অঙ্কিতার সঙ্গে একই বিছানায় অভিনেত্রীকে জড়িয়ে ধরে শুয়ে আছেন তাঁর স্বামী৷ তারকা দম্পতিকে একসঙ্গে দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
তবে অঙ্কিতা একা নন, অঙ্কিতার সঙ্গে একই বিছানায় অভিনেত্রীকে জড়িয়ে ধরে শুয়ে আছেন তাঁর স্বামী৷ তারকা দম্পতিকে একসঙ্গে দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
কয়েকদিন আগেই হাত ভেঙে যায় অঙ্কিতার৷ সম্প্রতি অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ স্বামী ভিকি জৈন সারাক্ষণই  আগলে রয়েছেন অভিনেত্রীকে৷ এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷
কয়েকদিন আগেই হাত ভেঙে যায় অঙ্কিতার৷ সম্প্রতি অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ স্বামী ভিকি জৈন সারাক্ষণই আগলে রয়েছেন অভিনেত্রীকে৷ এই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে৷
অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা চিন্তায় পড়েছেন৷ সকলেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই ভক্তরা চিন্তায় পড়েছেন৷ সকলেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
হাসপাতালের বিছানায় স্বামী ভিকির সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন-ভাল মন্দে, সুস্থ থাকি কিংবা অসুস্থ, একসঙ্গেই রয়েছি৷ তবে কীভাবে অভিনেত্রীর হাত ভেঙেছে তা জানা যায়নি৷ উল্লেখ্য,ইতিহাস কেন্দ্রিক ওয়েব সিরিজে নগরনটী আম্রপালির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতা লোখান্ডেকে৷
হাসপাতালের বিছানায় স্বামী ভিকির সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন-ভাল মন্দে, সুস্থ থাকি কিংবা অসুস্থ, একসঙ্গেই রয়েছি৷ তবে কীভাবে অভিনেত্রীর হাত ভেঙেছে তা জানা যায়নি৷ উল্লেখ্য,ইতিহাস কেন্দ্রিক ওয়েব সিরিজে নগরনটী আম্রপালির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতা লোখান্ডেকে৷

Guess the Celebrity: পেটের দায়ে লোকের বাড়িতে কাজ! ১৯ বছরে বিয়ে, বরকে ছেড়ে বিদেশে অন্য পুরুষের সঙ্গে …! এক ভুলেই চরম সর্বনাশ নায়িকার,বলুন তো কে?

 আজকের দিনে সমস্ত বড় তারকারা সহজেই একটি ফিল্ম থেকে ১০০কোটি টাকা আয় করেন এবং নায়িকরা সেই অনুযায়ী প্রচুর পারিশ্রমিক পান। নায়িকা যতই ভাল হোক না কেন, তার বেতন সবসময় নায়কের চেয়ে বহুগুণ কম এবং এটি কেবল আজ থেকে নয় অতীত থেকে হয়ে আসছে। আজ এমন একজন নায়িকার কথা জানবেন যার প্রথম ছবির পারিশ্রমিক ছিল মাত্র ২৫ টাকা।
আজকের দিনে সমস্ত বড় তারকারা সহজেই একটি ফিল্ম থেকে ১০০কোটি টাকা আয় করেন এবং নায়িকরা সেই অনুযায়ী প্রচুর পারিশ্রমিক পান। নায়িকা যতই ভাল হোক না কেন, তার বেতন সবসময় নায়কের চেয়ে বহুগুণ কম এবং এটি কেবল আজ থেকে নয় অতীত থেকে হয়ে আসছে। আজ এমন একজন নায়িকার কথা জানবেন যার প্রথম ছবির পারিশ্রমিক ছিল মাত্র ২৫ টাকা।
১৯৭০-এর দশকের এমনই একজন সুপারহিট অভিনেত্রী ছিলেন  শশিকলা৷ যিনি দীর্ঘদিন ধরে পর্দায় রাজত্ব করেছেন। তিনি প্রায় ১০০-টির মতো বলিউড ছবিতে কাজ করেছিলেন এবং চলচ্চিত্রে তাঁর সংগ্রাম দীর্ঘকাল ধরে চলেছিল।
১৯৭০-এর দশকের এমনই একজন সুপারহিট অভিনেত্রী ছিলেন শশিকলা৷ যিনি দীর্ঘদিন ধরে পর্দায় রাজত্ব করেছেন। তিনি প্রায় ১০০-টির মতো বলিউড ছবিতে কাজ করেছিলেন এবং চলচ্চিত্রে তাঁর সংগ্রাম দীর্ঘকাল ধরে চলেছিল।
শশীর পুরো নাম ছিল শশীকলা জাওয়ালকার এবং  মারাঠি পরিবারে জন্ম অভিনেত্রীর৷ শুরু থেকেই শশিকলার জীবন অসুবিধায় পূর্ণ ছিল এবং তিনি নায়িকা হওয়া পাশাপাশি চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। শোনা যায়, অভিনেত্রী হওয়ার আগে শশীকলাকে মানুষের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতে বাধ্য করা হয় এবং দীর্ঘদিনের অনেক সংগ্রামের পর তিনি চলচ্চিত্রে কাজ পান।
শশীর পুরো নাম ছিল শশীকলা জাওয়ালকার এবং মারাঠি পরিবারে জন্ম অভিনেত্রীর৷ শুরু থেকেই শশিকলার জীবন অসুবিধায় পূর্ণ ছিল এবং তিনি নায়িকা হওয়া পাশাপাশি চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। শোনা যায়, অভিনেত্রী হওয়ার আগে শশীকলাকে মানুষের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করতে বাধ্য করা হয় এবং দীর্ঘদিনের অনেক সংগ্রামের পর তিনি চলচ্চিত্রে কাজ পান।
 শশীকলা ধনী পরিবারের একজন বড় ব্যবসায়ীর মেয়ে ছিলেন৷ কিন্তু পরে তাঁর পরিবারের সঙ্গে এমন কিছু ঘটে যা চরম বিপদে ফেলে তাঁদের সকলকে৷ এক সাক্ষাৎকারে শশীকলা বলেছিলেন, 'আমার বাবা তাঁর সমস্ত উপার্জন ছোট ভাইকে পাঠাতেন, যিনি লন্ডনে পড়াশোনা করতেন। আমরা ছয় ভাই-বোন ছিলাম এবং আমাদের বাবা আমাদের চেয়ে আমাদের ভাইদের চাহিদা বেশি পূরণ করতেন। কিন্তু একটা সময় এল যখন তার ছোট ভাই খুব ভাল চাকরি পেল। কিন্তু তারপর সে পরিবারকে ছেড়ে চলে যায়।
শশীকলা ধনী পরিবারের একজন বড় ব্যবসায়ীর মেয়ে ছিলেন৷ কিন্তু পরে তাঁর পরিবারের সঙ্গে এমন কিছু ঘটে যা চরম বিপদে ফেলে তাঁদের সকলকে৷ এক সাক্ষাৎকারে শশীকলা বলেছিলেন, ‘আমার বাবা তাঁর সমস্ত উপার্জন ছোট ভাইকে পাঠাতেন, যিনি লন্ডনে পড়াশোনা করতেন। আমরা ছয় ভাই-বোন ছিলাম এবং আমাদের বাবা আমাদের চেয়ে আমাদের ভাইদের চাহিদা বেশি পূরণ করতেন। কিন্তু একটা সময় এল যখন তার ছোট ভাই খুব ভাল চাকরি পেল। কিন্তু তারপর সে পরিবারকে ছেড়ে চলে যায়।
তারপরেই অভিনেত্রীর বাবা দেউলিয়া হয়ে যাবন৷ এবং তিনি সেই সময় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যান তারা। তারপর প্রায় ৮ দিন খাবারও পায়নি তারা। সেই সময় সবাই অপেক্ষা করত কেউ আমাদেরকে তাদের বাড়িতে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানাবে।
তারপরেই অভিনেত্রীর বাবা দেউলিয়া হয়ে যাবন৷ এবং তিনি সেই সময় খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যান তারা। তারপর প্রায় ৮ দিন খাবারও পায়নি তারা। সেই সময় সবাই অপেক্ষা করত কেউ আমাদেরকে তাদের বাড়িতে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানাবে।
শশীকলা নাচ, গান এবং অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। সেই সময়ে, তিনি এইভাবে তার জীবিকা নির্বাহ করতেন এবং তিনি সোলাপুর জেলার অনেক শহরে অনেক স্টেজ শো করে সকলের মন জয় করেছিলেন। সে সময় শশিকলার বয়স ছিল মাত্র ৫ বছর। তারপর এমন এক সময় আসে যখন শশীকলার বাবা  প্রচন্ড দরিদ্র হয়ে ওঠে এবং বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। পরে শশিকলার বাবা পুরো পরিবারকে মুম্বই নিয়ে আসেন।
শশীকলা নাচ, গান এবং অভিনয়ের প্রতি অনুরাগী ছিলেন। সেই সময়ে, তিনি এইভাবে তার জীবিকা নির্বাহ করতেন এবং তিনি সোলাপুর জেলার অনেক শহরে অনেক স্টেজ শো করে সকলের মন জয় করেছিলেন। সে সময় শশিকলার বয়স ছিল মাত্র ৫ বছর। তারপর এমন এক সময় আসে যখন শশীকলার বাবা প্রচন্ড দরিদ্র হয়ে ওঠে এবং বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। পরে শশিকলার বাবা পুরো পরিবারকে মুম্বই নিয়ে আসেন।
একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা উল্লেখ করার সময়, শশিকলা বলেছিলেন যে তাকে পরিচারিকার কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে তিনি সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী নুরজাহানের সঙ্গে দেখা করেছিলেন।
একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা উল্লেখ করার সময়, শশিকলা বলেছিলেন যে তাকে পরিচারিকার কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে তিনি সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী নুরজাহানের সঙ্গে দেখা করেছিলেন।
একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা উল্লেখ করার সময়, শশিকলা বলেছিলেন যে তাকে পরিচারিকার কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে তিনি সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী নুরজাহানের সঙ্গে দেখা করেছিলেন। নুরজাহান তার সৌন্দর্যকে খুব পছন্দ করেছিলেন এবং তারপরে তিনি শশিকলাকে ছবিতে কাজ করার জন্য তার স্বামীর কাছে যান। এরপর শশিকলাকে ১৯৪৫ সালের 'জিনাত' ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যায়। এই ছবির জন্য মাত্র ২৫ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।
একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা উল্লেখ করার সময়, শশিকলা বলেছিলেন যে তাকে পরিচারিকার কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং তারপরে তিনি সেই সময়ের বিখ্যাত অভিনেত্রী নুরজাহানের সঙ্গে দেখা করেছিলেন। নুরজাহান তার সৌন্দর্যকে খুব পছন্দ করেছিলেন এবং তারপরে তিনি শশিকলাকে ছবিতে কাজ করার জন্য তার স্বামীর কাছে যান। এরপর শশিকলাকে ১৯৪৫ সালের ‘জিনাত’ ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যায়। এই ছবির জন্য মাত্র ২৫ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী।
বলিউডে পা রেখেই মাত্র ১৯ বছর বয়সে ওম প্রকাশ সেহগালকে বিয়ে করেন শশীকলা৷ বিয়ের পর তাদের দুই মেয়ে হয় কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হয় অভিনেত্রীর৷ তারপরই স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিদেশে চলে যান অভিনেত্রী৷ সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর ভারতে ফিরে আসেন৷ বাড়ি-পরিবার ছেড়ে এভাবে কারোর সঙ্গে চলে যাওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করতেন৷ উল্লেখ্য, ২০২১ সালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী৷
বলিউডে পা রেখেই মাত্র ১৯ বছর বয়সে ওম প্রকাশ সেহগালকে বিয়ে করেন শশীকলা৷ বিয়ের পর তাদের দুই মেয়ে হয় কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে ঝামেলা শুরু হয় অভিনেত্রীর৷ তারপরই স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিদেশে চলে যান অভিনেত্রী৷ সেই সম্পর্কও বেশিদিন টেকেনি৷ তারপর ভারতে ফিরে আসেন৷ বাড়ি-পরিবার ছেড়ে এভাবে কারোর সঙ্গে চলে যাওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে করতেন৷ উল্লেখ্য, ২০২১ সালে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী৷

পরিচালকের কথায় গভীর রাতে হোটেলের ঘরে যাননি বলে একটি ছবির নায়িকা হওয়া ভাগ্যে জোটেনি ! ‘বিস্ফোরক’ তথ্য অভিনেত্রীর

প্রায় চার দশক আগে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী উপাসনা সিং। ইতিমধ্যে তিনি নানা ছবিতে তাঁর স্মরণীয় অভিনয় দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। ১৯৯৭ সালের চলচ্চিত্র 'জুদাই'-তে তাঁর অভিনয় আজও দর্শকদের প্রথম পছন্দের। রাজ কানওয়ার পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন উপাসনা।
প্রায় চার দশক আগে বলিউডে প্রবেশ করেছিলেন অভিনেত্রী উপাসনা সিং। ইতিমধ্যে তিনি নানা ছবিতে তাঁর স্মরণীয় অভিনয় দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। ১৯৯৭ সালের চলচ্চিত্র ‘জুদাই’-তে তাঁর অভিনয় আজও দর্শকদের প্রথম পছন্দের। রাজ কানওয়ার পরিচালিত এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন উপাসনা।
জুদাই-তে, উপাসনাকে অভিনেতা পরেশ রাওয়ালের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল, অন্য দিকে, তিনি তাঁর মেয়ের চরিত্রেও অভিনয় করেছিলেন। জনি লিভারের সঙ্গে তাঁর মজার রোমান্টিক চরিত্রও খুব জনপ্রিয় হয়। ছবিতে তাঁর 'আব্বা ডাব্বা জব্বা' সংলাপটি বিখ্যাত হয়ে ওঠে। এই ছবির মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান উপাসনা।
জুদাই-তে, উপাসনাকে অভিনেতা পরেশ রাওয়ালের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল, অন্য দিকে, তিনি তাঁর মেয়ের চরিত্রেও অভিনয় করেছিলেন। জনি লিভারের সঙ্গে তাঁর মজার রোমান্টিক চরিত্রও খুব জনপ্রিয় হয়। ছবিতে তাঁর ‘আব্বা ডাব্বা জব্বা’ সংলাপটি বিখ্যাত হয়ে ওঠে। এই ছবির মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান উপাসনা।
উপাসনা সিং টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন যে, ছবিতে তার কাজ সম্পর্কে আলোচনার সময়, শ্রীদেবী নিজে তাঁর প্রশংসা করেছিলেন। প্রাথমিক আপত্তি সত্ত্বেও, উপাসনা ছবির বিখ্যাত সংলাপ 'আব্বা ডাব্বা জব্বা' খুব ভালভাবে পরিবেশন করেছিলেন। তিনি এই চরিত্রের বিভিন্ন অভিব্যক্তির উপর জোর দিয়েছিলেন। উপাসনা জানিয়েছেন যে, প্রথমে ‘আব্বা ডাব্বা জব্বা’ ডায়লগ শুনে তিনি মোটেও বিশ্বাস করতে পারছিলেন না যে একজন বোবা মানুষ এই কথাগুলোই বলতে পারে।
উপাসনা সিং টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন যে, ছবিতে তার কাজ সম্পর্কে আলোচনার সময়, শ্রীদেবী নিজে তাঁর প্রশংসা করেছিলেন। প্রাথমিক আপত্তি সত্ত্বেও, উপাসনা ছবির বিখ্যাত সংলাপ ‘আব্বা ডাব্বা জব্বা’ খুব ভালভাবে পরিবেশন করেছিলেন। তিনি এই চরিত্রের বিভিন্ন অভিব্যক্তির উপর জোর দিয়েছিলেন। উপাসনা জানিয়েছেন যে, প্রথমে ‘আব্বা ডাব্বা জব্বা’ ডায়লগ শুনে তিনি মোটেও বিশ্বাস করতে পারছিলেন না যে একজন বোবা মানুষ এই কথাগুলোই বলতে পারে।
উপাসনা সিং আরও জানান যে, প্রাথমিক ভাবে তিনি ‘জুদাই’ ছবির গল্পটিও তেমন পছন্দ করতে পারেননি, কিন্তু তারপরে সেই জুদাই বড় হিট হয়ে যায়। ইটির সঙ্গে কথোপকথনে, উপাসনা সিং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কেও কথা বলেছেন। বিনোদন জগতে নিজের জন্য পথ তৈরি করা উপাসনার পক্ষে সহজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘‘একটা সময় ছিল যখন আমি এক ভয়ঙ্কর ঘটনার পর সিনেমা করা বন্ধ করে দিয়েছিলাম।’’
উপাসনা সিং আরও জানান যে, প্রাথমিক ভাবে তিনি ‘জুদাই’ ছবির গল্পটিও তেমন পছন্দ করতে পারেননি, কিন্তু তারপরে সেই জুদাই বড় হিট হয়ে যায়। ইটির সঙ্গে কথোপকথনে, উপাসনা সিং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কেও কথা বলেছেন। বিনোদন জগতে নিজের জন্য পথ তৈরি করা উপাসনার পক্ষে সহজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘‘একটা সময় ছিল যখন আমি এক ভয়ঙ্কর ঘটনার পর সিনেমা করা বন্ধ করে দিয়েছিলাম।’’
তিনি বলেন, ‘‘আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং আমি সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর।’’
তিনি বলেন, ‘‘আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং আমি সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর।’’
অভিনেত্রী আরও বলেন, ‘‘আমি কী বলব বুঝতে পারছিলাম না। পরে অনেক ভেবে বললাম যে আমি পরের দিন আসব। ওই ডিরেক্টর গাড়ি পাঠাতেও প্রস্তুত ছিলেন। কিন্তু পরে অনিল কাপুরের সঙ্গে ছবি হারিয়ে অনেক কেঁদেছিলাম।’’
অভিনেত্রী আরও বলেন, ‘‘আমি কী বলব বুঝতে পারছিলাম না। পরে অনেক ভেবে বললাম যে আমি পরের দিন আসব। ওই ডিরেক্টর গাড়ি পাঠাতেও প্রস্তুত ছিলেন। কিন্তু পরে অনিল কাপুরের সঙ্গে ছবি হারিয়ে অনেক কেঁদেছিলাম।’’
উপাসনার কথায়, ‘‘আমি ওঁকে বলেছিলাম যে, আপনি আমার বাবার বয়সী। আপনি কীভাবে আমাকে নিয়ে এই সব ভাবতে পারেন। এই ঘটনার পর ৭ দিন ঘর থেকে বের হতে পারিনি। তবে আমার মা আমাকে সাহস দিয়েছিলেন।’’
উপাসনার কথায়, ‘‘আমি ওঁকে বলেছিলাম যে, আপনি আমার বাবার বয়সী। আপনি কীভাবে আমাকে নিয়ে এই সব ভাবতে পারেন। এই ঘটনার পর ৭ দিন ঘর থেকে বের হতে পারিনি। তবে আমার মা আমাকে সাহস দিয়েছিলেন।’’

Actress: ‘গাড়ি পাঠাচ্ছি, হোটেলে এসো’, গভীর রাতে বাবার বয়সি পরিচালক দেন কুপ্রস্তাব! ৭ দিন বাড়ি থেকে বেরোননি নায়িকা, ভয়ঙ্কর অভিজ্ঞতা

অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই খুব সহজ নয়। বহু নায়ক, নায়িকাকেই অনেক অপ্রীতিকর পরিবেশের সম্মুখীন হতে হয়। নায়িকাদের ক্ষেত্রে এমন উদাহরণ প্রচুর। ছবির পরিচালক বা নামজাদা অভিনেতাদের থেকে পাওয়া কু-প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন বহু প্রথম সারীর নায়িকাই।
অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা মোটেই খুব সহজ নয়। বহু নায়ক, নায়িকাকেই অনেক অপ্রীতিকর পরিবেশের সম্মুখীন হতে হয়। নায়িকাদের ক্ষেত্রে এমন উদাহরণ প্রচুর। ছবির পরিচালক বা নামজাদা অভিনেতাদের থেকে পাওয়া কু-প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন বহু প্রথম সারীর নায়িকাই।
বলিউডে কয়েকদশক ধরে অভিনয় করছেন নায়িকা। তাঁর অভিনয় প্রতিভার কথা বহুল পরিচিত। বিশেষত, কমেডিতে তিনি অত‍্যন্ত পারদর্শী। তিনিও স্বীকার হয়েছেন পরিচালকের কুনজরের। অনেক কম বয়স থেকেই অভিনয় জগতে পদাপর্ণ করেন নায়িকা।

বলিউডে কয়েকদশক ধরে অভিনয় করছেন নায়িকা। তাঁর অভিনয় প্রতিভার কথা বহুল পরিচিত। বিশেষত, কমেডিতে তিনি অত‍্যন্ত পারদর্শী। তিনিও স্বীকার হয়েছেন পরিচালকের কুনজরের। অনেক কম বয়স থেকেই অভিনয় জগতে পদাপর্ণ করেন নায়িকা।
বলিউডে গুটিকয়েক অভিনেত্রী রয়েছেন, যাঁরা কমেডিতে দক্ষ। উপাসনা সিংহ তাঁদের মধ‍্যে একজন। উপাসনা তাঁর কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
বলিউডে গুটিকয়েক অভিনেত্রী রয়েছেন, যাঁরা কমেডিতে দক্ষ। উপাসনা সিংহ তাঁদের মধ‍্যে একজন। উপাসনা তাঁর কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
জনি লিভাররে বিপরীতে তাঁর সেই বিখ‍্যাত, ‘‘আব্বা ডাব্বা জব্বা’’ সংলাপ আজও সকলের মুখে মুখে। তবে জানেন কি এই নায়িকাও একসময় কাস্টিং কাউচের স্বীকার হয়েছিলেন।

জনি লিভাররে বিপরীতে  ‘জুদাই’ ছবিতেতাঁর সেই বিখ‍্যাত, ‘‘আব্বা ডাব্বা জব্বা’’ সংলাপ আজও সকলের মুখে মুখে। তবে জানেন কি এই নায়িকাও একসময় কাস্টিং কাউচের স্বীকার হয়েছিলেন।
বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি দেশের সর্বভারতীয় এক জনপ্রিয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে নিজেই সেইসব কথা বলেছেন উপাসনা।
বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছে অভিনেত্রীকে। সম্প্রতি দেশের সর্বভারতীয় এক জনপ্রিয় সংবাদমাধ‍্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে নিজেই সেইসব কথা বলেছেন উপাসনা।
তিনি বলেন, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
তিনি বলেন, দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন। মাত্র ১৭ বছর বয়সেই  তিনি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন।
উপাসনার কথায়, ‘‘আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং তখন আমি আমার কাছের সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর।’’

উপাসনার কথায়, ‘‘আমি নাম নেব না, তবে দক্ষিণের একজন পরিচালক আমাকে অনিল কাপুরের বিপরীতে কাস্ট করেছিলেন এবং তখন আমি আমার কাছের সবাইকে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পরে ডিরেক্টর আমাকে গভীর রাতে ফোন করে হোটেলে মিটিং করার জন্য ডেকেছিলেন এবং সেই সময় আমার বয়স ছিল মাত্র ১৭ বছর।’’
অভিনেত্রী আরও বলেছিলেন যে, ‘‘আমি কী বলব বুঝতে পারছিলাম না এবং আমি তাঁকে বলেছিলাম যে আমি পরের দিন আসব, কারণ সেখানে পৌঁছানোর আমার কোনও উপায় ছিল না। তখন তিনি আমাকে বললেন, তুমি সিটিং-এর মানে জান না। ফিল্ম লাইনে থাকতে গেলে সিটিং করা জানতে হয়। তখন আমি উনার কথার আসল অর্থ বুঝতে পারলাম। সেই অফিসেই আমি উনার সঙ্গে রীতিমতো ঝগড়া করি।’’
অভিনেত্রী আরও বলেছিলেন যে, ‘‘আমি কী বলব বুঝতে পারছিলাম না এবং আমি তাঁকে বলেছিলাম যে আমি পরের দিন আসব, কারণ সেখানে পৌঁছানোর আমার কোনও উপায় ছিল না। তখন তিনি আমাকে বললেন, তুমি সিটিং-এর মানে জান না। ফিল্ম লাইনে থাকতে গেলে সিটিং করা জানতে হয়। তখন আমি উনার কথার আসল অর্থ বুঝতে পারলাম। সেই অফিসেই আমি উনার সঙ্গে রীতিমতো ঝগড়া করি।’’
যদিও অনিল কাপুরের বিপরীতে সেই ছবি নায়িকার হাতছাড়া হয়। তিনি পরে ভাল ছবি হাতছাড়া হওয়ায় কান্নাকাটিও করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি উনাকে বলেছিলাম আপনি আমার বাবার বয়সী। আমাকে নিয়ে এমন ভাবলেন কী করে। এ ঘটনার পর ৭ দিন ঘর বেরোইনি। প্রচুর কেঁদেছি। আমার মা আমাকে সাহস দিয়েছিলেন।’’

যদিও অনিল কাপুরের বিপরীতে সেই ছবি নায়িকার হাতছাড়া হয়। তিনি পরে ভাল ছবি হাতছাড়া হওয়ায় কান্নাকাটিও করেছিলেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি উনাকে বলেছিলাম আপনি আমার বাবার বয়সী। আমাকে নিয়ে এমন ভাবলেন কী করে। এ ঘটনার পর ৭ দিন ঘর বেরোইনি। প্রচুর কেঁদেছি। আমার মা আমাকে সাহস দিয়েছিলেন।’’

Bengali Actress Tragic Life: মাত্র ১৫-এ বিয়ে, মেয়ের মৃত্যু হয়েছে চোখের সামনে! বিনোদ খান্নার নায়কোচিত চেহারায় ছিলেন মত্ত, কে বলুন তো বাঙালি নায়িকা!

৭০ দশকের এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও মানুষের মনে রাজত্ব করতেন। তিনি যখন কাঁদতেন, প্রেক্ষাগৃহের দর্শরাও কাঁদত। যখনই তিনি হাসতেন, থিয়েটার করতালিতে ফেটে পড়ত। তার সময়ে তিনি অনেক হিট ছবিতে কাজ করেছেন।
৭০ দশকের এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও মানুষের মনে রাজত্ব করতেন। তিনি যখন কাঁদতেন, প্রেক্ষাগৃহের দর্শরাও কাঁদত। যখনই তিনি হাসতেন, থিয়েটার করতালিতে ফেটে পড়ত। তার সময়ে তিনি অনেক হিট ছবিতে কাজ করেছেন।
সুন্দর মুখ এবং সুন্দর হাসির সেই অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায়। ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং বিনোদ খান্নার মতো বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়।
সুন্দর মুখ এবং সুন্দর হাসির সেই অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায়। ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং বিনোদ খান্নার মতো বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়।
মৌসুমী মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং ১৮ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। এর পরই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তিনি দেবানন্দের বড় ভক্ত ছিলেন। আজও তিনি দেবানন্দের প্রতি মুগ্ধ।
মৌসুমী মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং ১৮ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। এর পরই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তিনি দেবানন্দের বড় ভক্ত ছিলেন। আজও তিনি দেবানন্দের প্রতি মুগ্ধ।
মৌসুমী ৭০-৮০ দশকের সুপারস্টার বিনোদ খান্নার জন্য পাগল ছিলেন। কপিল শর্মার শো-তে কপিল তাঁকে জিজ্ঞেস করেছিলেন, সেই যুগে সবচেয়ে সুদর্শন অভিনেতা কে?
মৌসুমী ৭০-৮০ দশকের সুপারস্টার বিনোদ খান্নার জন্য পাগল ছিলেন। কপিল শর্মার শো-তে কপিল তাঁকে জিজ্ঞেস করেছিলেন, সেই যুগে সবচেয়ে সুদর্শন অভিনেতা কে?
মৌসুমী বলেছিলেন, বিনোদ খান্নার মতো সুদর্শন আর কেউ ছিলেন না, তাঁর চেহারা আসলে একজন নায়কের মতো ছিল, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে সুদর্শন অভিনেতা।
মৌসুমী বলেছিলেন, বিনোদ খান্নার মতো সুদর্শন আর কেউ ছিলেন না, তাঁর চেহারা আসলে একজন নায়কের মতো ছিল, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে সুদর্শন অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি মৌসুমী তাঁর চনমনে এবং সাহসী স্বভাবের জন্যও পরিচিত। ‘ঘায়েল’ ছবির সেটে একটু দেরিতে আসায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলকে বকুনি দিয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি মৌসুমী তাঁর চনমনে এবং সাহসী স্বভাবের জন্যও পরিচিত। ‘ঘায়েল’ ছবির সেটে একটু দেরিতে আসায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলকে বকুনি দিয়েছিলেন।
মৌসুমী নিজের শর্তে কাজ করতেন। রেখার সঙ্গে ১৯৭৮ সালের 'ভোলা-ভালা' ছবিতে কাজ করেছিলেন এবং ছবির শিরোনামে মৌসুমীর আগে রেখার নাম ছিল। এতে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে রেখাকে নিয়ে সমালোচনা করেছিলেন।
মৌসুমী নিজের শর্তে কাজ করতেন। রেখার সঙ্গে ১৯৭৮ সালের ‘ভোলা-ভালা’ ছবিতে কাজ করেছিলেন এবং ছবির শিরোনামে মৌসুমীর আগে রেখার নাম ছিল। এতে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে রেখাকে নিয়ে সমালোচনা করেছিলেন।
৭৬ বছরের সেই বর্ষীয়ান বাঙালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন খুবই কষ্টের। হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।
৭৬ বছরের সেই বর্ষীয়ান বাঙালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন খুবই কষ্টের। হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।
কম বয়সে বিয়ে হওয়ায় অন্তঃসত্ত্বাও হন তাড়াতাড়িই। মৌসুমী দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। পায়েল চট্টোপাধ্যায় ও মেঘা চট্টোপাধ্যায়।
কম বয়সে বিয়ে হওয়ায় অন্তঃসত্ত্বাও হন তাড়াতাড়িই। মৌসুমী দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। পায়েল চট্টোপাধ্যায় ও মেঘা চট্টোপাধ্যায়।
কিন্তু ২০১৯ সালে পায়েলের মৃত্যু হয়। ছোট থেকে ডায়াবেটিসে ভুগতেন তিনি। ২০১৭ সাল থেকে কোমায় ছিলেন।
কিন্তু ২০১৯ সালে পায়েলের মৃত্যু হয়। ছোট থেকে ডায়াবেটিসে ভুগতেন তিনি। ২০১৭ সাল থেকে কোমায় ছিলেন।
সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।
সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।

Shruti Haasan Break Up: পাকা খবর! ৪ বছর লিভ-ইনের পর প্রেম ভাঙল শ্রুতির, কেন বিচ্ছেদ হল কমল কন্যার?

বিনোদন জগতে ফের মন খারাপ করা খবর৷ দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে তথা অভিনেত্রী-গায়িকা শ্রুতি হাসানকে নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে৷
বিনোদন জগতে ফের মন খারাপ করা খবর৷ দক্ষিণী সুপারস্টার কমল হাসানের মেয়ে তথা অভিনেত্রী-গায়িকা শ্রুতি হাসানকে নিয়ে ভক্তদের চর্চা সর্বদাই তুঙ্গে৷
অভিনেত্রী ছাড়াও গায়িকা হিসেবেও বেশ নামডাক রয়েছে তাঁর৷ কেরিয়ারের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলও দিনদিন বাড়ছে৷ গত ৪ বছর ধরে অসমের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি৷
অভিনেত্রী ছাড়াও গায়িকা হিসেবেও বেশ নামডাক রয়েছে তাঁর৷ কেরিয়ারের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলও দিনদিন বাড়ছে৷ গত ৪ বছর ধরে অসমের জনপ্রিয় ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি৷
বিয়ের আগেই দীর্ঘ ৪ বছর ধরে লিভ-ইন রিলেশনশিপে ছিলেন শ্রুতি ও শান্তনু৷ সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যায়৷ তবে এর মধ্যেই এল খারাপ খবর৷ সম্পর্কে ইতি টানলেন শ্রুতি-শান্তনু৷
বিয়ের আগেই দীর্ঘ ৪ বছর ধরে লিভ-ইন রিলেশনশিপে ছিলেন শ্রুতি ও শান্তনু৷ সম্প্রতি তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যায়৷ তবে এর মধ্যেই এল খারাপ খবর৷ সম্পর্কে ইতি টানলেন শ্রুতি-শান্তনু৷
সোশ্যাল মিডিয়া খুললেই শ্রুতি ও শান্তনুর একাধিক ছবি দেখা যেত৷ কিন্তু আচমকা সোশ্যাল মিডিয়া থেকে শান্তনুর সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেললেন শ্রুতি হাসান৷ কিন্তু কী কারণে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা  নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷
সোশ্যাল মিডিয়া খুললেই শ্রুতি ও শান্তনুর একাধিক ছবি দেখা যেত৷ কিন্তু আচমকা সোশ্যাল মিডিয়া থেকে শান্তনুর সমস্ত ছবি ও পোস্ট মুছে ফেললেন শ্রুতি হাসান৷ কিন্তু কী কারণে এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷
শান্তনুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন বিয়েতে অনীহা ছিল দু'জনেরই৷ বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস নেই তেমনটাই জানিয়েছিলেন শান্তনু৷ শ্রুতিও এমনটাই ভাবতেন৷
শান্তনুর সঙ্গে সম্পর্কে থাকাকালীন বিয়েতে অনীহা ছিল দু’জনেরই৷ বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস নেই তেমনটাই জানিয়েছিলেন শান্তনু৷ শ্রুতিও এমনটাই ভাবতেন৷
সূত্রের খবর, বোঝাপড়ার সমস্যা হচ্ছে তাঁদের৷ সেই কারণেই সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন৷ তবে বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রুতি৷ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় তেমন ইঙ্গিতই পাওয়া যায়৷
সূত্রের খবর, বোঝাপড়ার সমস্যা হচ্ছে তাঁদের৷ সেই কারণেই সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন৷ তবে বিচ্ছেদের প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি শ্রুতি৷ অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় তেমন ইঙ্গিতই পাওয়া যায়৷

Famous Actress: টাকার অভাবে টয়লেট পরিষ্কার! ভেঙেছে প্রথম বিয়ে, ৩৯ বছরের শাহরুখের নায়িকা এখন কোটি টাকার মালিক, চেনেন তাঁকে?

অভিনয়ের স্বপ্ন অনেকেই দেখেন। প্রচেষ্টাও করেন। কিন্তু সবাই অভিনেতা হয়ে উঠতে পারেননা। কখনও কখনও অভিনয় শিখেও অনেকে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন না। আবার এমন উদাহরণও প্রচুর যেখানে সম্পূর্ণ অন‍্য কোনও পেশা থেকে এসে নিজেকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
অভিনয়ের স্বপ্ন অনেকেই দেখেন। প্রচেষ্টাও করেন। কিন্তু সবাই অভিনেতা হয়ে উঠতে পারেননা। কখনও কখনও অভিনয় শিখেও অনেকে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন না। আবার এমন উদাহরণও প্রচুর যেখানে সম্পূর্ণ অন‍্য কোনও পেশা থেকে এসে নিজেকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
নামজাদা এই অভিনেত্রীর জীবনের শুরুর দিকটাও ছিল অস‍ংখ‍্য ঘাত প্রতিঘাতে ভরা। ভিজে বা ভিডিও জকি থেকে ধীরে ধীরে সিনে জগতে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। তবে তার আগে ঘরমোছা, টয়লেট পরিষ্কারও করতে হয়েছে।
নামজাদা এই অভিনেত্রীর জীবনের শুরুর দিকটাও ছিল অস‍ংখ‍্য ঘাত প্রতিঘাতে ভরা। ভিজে বা ভিডিও জকি থেকে ধীরে ধীরে সিনে জগতে পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। তবে তার আগে ঘরমোছা, টয়লেট পরিষ্কারও করতে হয়েছে।
আজকের খ‍্যাতনামা এই স্টারের জীবন একসময় এতটাই কষ্টকর ছিল। আর্থিক সমস‍্যায় ছিল নায়িকার পরিবার। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন শাহরুখের নায়িকা। সেইসঙ্গে কোটি কোটি টাকা রোজগার করে তাঁর ছবি। তিনি নিজেও কোটি কোটি টাকার মালিক।
আজকের খ‍্যাতনামা এই স্টারের জীবন একসময় এতটাই কষ্টকর ছিল। আর্থিক সমস‍্যায় ছিল নায়িকার পরিবার। পরবর্তীকালে তিনিই হয়ে ওঠেন শাহরুখের নায়িকা। সেইসঙ্গে কোটি কোটি টাকা রোজগার করে তাঁর ছবি। তিনি নিজেও কোটি কোটি টাকার মালিক।
শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী মাহিরা খান। মাহিরার জন্ম পাকিস্তানে। প্রধানত উর্দু চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেন। বর্তমানে পাকিস্তানের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী মাহিরা।
শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী মাহিরা খান। মাহিরার জন্ম পাকিস্তানে। প্রধানত উর্দু চলচ্চিত্র এবং টেলিভিশনে কাজ করেন। বর্তমানে পাকিস্তানের অন‍্যতম প্রতিষ্ঠিত অভিনেত্রী মাহিরা।
পাকিস্তানের পাশাপাশি তিনি কাজ করেছেন বলিউডেও। শাহরুখের সঙ্গে তাঁর করা ছবি ‘রইস’ বক্স অফিসে সফলও হয়। তবে মাহিরার যাত্রাপথ এত সহজ ছিল না।
পাকিস্তানের পাশাপাশি তিনি কাজ করেছেন বলিউডেও। শাহরুখের সঙ্গে তাঁর করা ছবি ‘রইস’ বক্স অফিসে সফলও হয়। তবে মাহিরার যাত্রাপথ এত সহজ ছিল না।
অভিনেত্রী ফাউন্ডেশন পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি উচ্চশিক্ষার জন‍্য ক্যালিফোর্নিয়ায় চলে যান। যেখানে তিনি ১৭ বছর বয়সে সান্তা মনিকা কলেজে ভর্তি হন। পরে তিনি তার স্নাতক স্তরের পড়াশোনার জন্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ভর্তি হন, কিন্তু পড়াশোনা শেষ করেননি। কারণ অর্থাভাব।
অভিনেত্রী ফাউন্ডেশন পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি উচ্চশিক্ষার জন‍্য ক্যালিফোর্নিয়ায় চলে যান। যেখানে তিনি ১৭ বছর বয়সে সান্তা মনিকা কলেজে ভর্তি হন। পরে তিনি তার স্নাতক স্তরের পড়াশোনার জন্য ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে ভর্তি হন, কিন্তু পড়াশোনা শেষ করেননি। কারণ অর্থাভাব।
অর্থাভাবে পড়াশোনা আর এগিয়ে নিয়ে যেতে পারেননি মাহিরা। পাশাপাশি জীবন ধারণের জন‍্য করেছেন বিভিন্ন ধরণের কাজ। মনের মেঝে মোছা থেকে শুরু টয়লেট পরিষ্কারও করতে হয়েছে। পরে মাহিরা ২০০৮ সালে পাকিস্তানে ফিরে আসেন। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মাহিরা খান নিজেই এসব কথা জানিয়েছেন।
অর্থাভাবে পড়াশোনা আর এগিয়ে নিয়ে যেতে পারেননি মাহিরা। পাশাপাশি জীবন ধারণের জন‍্য করেছেন বিভিন্ন ধরণের কাজ। মনের মেঝে মোছা থেকে শুরু টয়লেট পরিষ্কারও করতে হয়েছে। পরে মাহিরা ২০০৮ সালে পাকিস্তানে ফিরে আসেন। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে মাহিরা খান নিজেই এসব কথা জানিয়েছেন।
তিনি ম্যাগাজিনকে বলেছিলেন যে তিনি প্রকাশ্যে এমন কথা বলছেন যাতে লোকেরা জানতে পারে যে প্রত্যেককে জীবনে অসুবিধার মুখোমুখি হতে হবে। তিনি নিজেই বলেছিলেন, ‘‘লস অ্যাঞ্জেলেসে আমাকে টয়লেট এবং মেঝে পরিষ্কার করার কাজ করতে হয়েছিল। আমার যাত্রা সহজ ছিল না। এর পর সে বলে, আপনারা আমাকে বিনয়ী বলেন, কিন্তু আমি এমন কারণ আমি আমার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি। আমি আমার ভাইয়ের সাথে $১ খাবারও ভাগ করেছি।’’
তিনি ম্যাগাজিনকে বলেছিলেন যে তিনি প্রকাশ্যে এমন কথা বলছেন যাতে লোকেরা জানতে পারে যে প্রত্যেককে জীবনে অসুবিধার মুখোমুখি হতে হবে। তিনি নিজেই বলেছিলেন, ‘‘লস অ্যাঞ্জেলেসে আমাকে টয়লেট এবং মেঝে পরিষ্কার করার কাজ করতে হয়েছিল। আমার যাত্রা সহজ ছিল না। এর পর সে বলে, আপনারা আমাকে বিনয়ী বলেন, কিন্তু আমি এমন কারণ আমি আমার জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছি। আমি আমার ভাইয়ের সাথে $১ খাবারও ভাগ করেছি।’’
মাহিরা খান তার দীর্ঘদিনের সঙ্গী এবং ব্যবসায়ী সেলিম করিমকে ২০২৩ সালে বিয়ে করেন। যদিও এর আগে ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এই সম্পর্ক ২০১৫ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাঁদের একটি ছেলেও রয়েছে।
মাহিরা খান তার দীর্ঘদিনের সঙ্গী এবং ব্যবসায়ী সেলিম করিমকে ২০২৩ সালে বিয়ে করেন। যদিও এর আগে ২০০৭ সালে আলী আসকারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এই সম্পর্ক ২০১৫ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাঁদের একটি ছেলেও রয়েছে। প্রসঙ্গত  মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মাহিরা বর্তমানে ৫৮ কোটি টাকার মালিক।

Rekha: সেটে চরম ঘনিষ্ঠ দৃশ‍্যের শ‍্যুটিং, বাড়িতে ইনকাম ট‍্যাক্সের রেড! জানেন কী করেছিলেন রেখা?

রেখার জীবন সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। সৌন্দর্য, গ্ল‍্যামার, অভিনয় দিয়ে তিনি একসময় মাত করেছেন বলিউড। তবে আজও ভক্তদের হৃদয়ে রেখাকে নিয়ে কৌতুহলের শেষ নেই।
রেখার জীবন সিনেমার চেয়ে কোনও অংশে কম নয়। সৌন্দর্য, গ্ল‍্যামার, অভিনয় দিয়ে তিনি একসময় মাত করেছেন বলিউড। তবে আজও ভক্তদের হৃদয়ে রেখাকে নিয়ে কৌতুহলের শেষ নেই।
রেখার জীবনের বহু ঘটনাই বহুল চর্চিত। রেখার একাধিক প্রেম নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে। জানেন কী, একসময় রেখার বাড়িতে ইনকাম ট‍্যাক্স রেড হয়েছিল। সেইদিনই একটি ছবির জন‍্য ঘনিষ্ঠ দৃশ‍্যের শ‍্যুট করেছিলেন রেখা।
রেখার জীবনের বহু ঘটনাই বহুল চর্চিত। রেখার একাধিক প্রেম নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে। জানেন কী, একসময় রেখার বাড়িতে ইনকাম ট‍্যাক্স রেড হয়েছিল। সেইদিনই একটি ছবির জন‍্য ঘনিষ্ঠ দৃশ‍্যের শ‍্যুট করেছিলেন রেখা।
অভিনেতা শেখর কাপুরের বলিউডে প্রথম ছবি ছিল ‘উত্‍সব’। এই ছবিতে রেখার বিপরীতে অভিনয় করেছিলেন শেখর। রেখা ততদিনে বলিউডের স্টার। সেই সদ‍্য বলিউডে পা দিয়েছেন শেখর।
অভিনেতা শেখর  সুমনের বলিউডে প্রথম ছবি ছিল ‘উত্‍সব’। এই ছবিতে রেখার বিপরীতে অভিনয় করেছিলেন শেখর। রেখা ততদিনে বলিউডের স্টার। সেই সদ‍্য বলিউডে পা দিয়েছেন শেখর।
নিজের প্রথম ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়েই শেখর বলেন, তাঁর মতো ব্রেক বলিউডে খুব কম অভিনেতারই হয়েছে। পাটনা থেকে মুম্বই আসার মাত্র কয়েকদিনের মধ‍্যেই তিনি রেখার বিপরীতে এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন।

নিজের প্রথম ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়েই শেখর বলেন, তাঁর মতো ব্রেক বলিউডে খুব কম অভিনেতারই হয়েছে। পাটনা থেকে মুম্বই আসার মাত্র কয়েকদিনের মধ‍্যেই তিনি রেখার বিপরীতে এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
তিনি বলেন মাত্র ১৫ দিনের মধ‍্যেই তিনি কাজ পেয়ে যান। স‍্যুটকেস খোলার আগেই শ‍্যুটিংয়ের সেটে। প্রথম ছবিতেই রেখার সঙ্গে অন্তরঙ্গ দৃশ‍্যে অভিনয় করেছিলেন শেখর। ‘উত্‍সব’-এর শেখর-রেখার ঘনিষ্ঠ দৃশ‍্য নিয়ে একসময় প্রচুর চর্চা হয়েছে।
তিনি বলেন মাত্র ১৫ দিনের মধ‍্যেই তিনি কাজ পেয়ে যান। স‍্যুটকেস খোলার আগেই শ‍্যুটিংয়ের সেটে। প্রথম ছবিতেই রেখার সঙ্গে অন্তরঙ্গ দৃশ‍্যে অভিনয় করেছিলেন শেখর। ‘উত্‍সব’-এর শেখর-রেখার ঘনিষ্ঠ দৃশ‍্য নিয়ে একসময় প্রচুর চর্চা হয়েছে।
প্রথম দিনের শ‍্যুটিং যেদিন হওয়ার কথা সেদিনই রেখার বাড়িতে ইনকাম ট‍্যাক্সের রেড হয়েছিলেন। অন‍্যদিকে সেটে তখন শেখরের সঙ্গে রেখার ঘনিষ্ঠ দৃশ‍্যের শ‍্যুট।

প্রথম দিনের শ‍্যুটিং যেদিন হওয়ার কথা সেদিনই রেখার বাড়িতে ইনকাম ট‍্যাক্সের রেড হয়েছিলেন। অন‍্যদিকে সেটে তখন শেখরের সঙ্গে রেখার ঘনিষ্ঠ দৃশ‍্যের শ‍্যুট।
শেখরের কথায়, ‘‘অন‍্য কোনও অভিনেত্রী হলে তখনই ব‍্যাগ গুছিয়ে বাড়ি চলে যেত। কিন্তু রেখা বললেন, ওঁরা ওঁদের কাজ করুক, আমি আমার কাজ করব।’’

শেখরের কথায়, ‘‘অন‍্য কোনও অভিনেত্রী হলে তখনই ব‍্যাগ গুছিয়ে বাড়ি চলে যেত। কিন্তু রেখা বললেন, ওঁরা ওঁদের কাজ করুক, আমি আমার কাজ করব।’’
রেখার ব‍্যক্তিত্ব এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে শেখর বলেন, ‘‘উনি কখনও আমাকে বলেননি কোনও বিশেষ অংশে স্পর্শ করা যাবে না। আমি সারাজীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকব।’’
রেখার ব‍্যক্তিত্ব এবং পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করে শেখর বলেন, ‘‘উনি কখনও আমাকে বলেননি কোনও বিশেষ অংশে স্পর্শ করা যাবে না। আমি সারাজীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকব।’’

Guess the Celebrity: একাধিক পুরুষসঙ্গী, প্রেমে প্রতারণায় আত্মহত্যার চেষ্টা! নরকযন্ত্রণায় জীবনটাই যেন শেষ…! নির্মম পরিণতি নায়িকার, বলুন তো কে?

নামকরা পরিচালকের মেয়ে, আজ বলিউডের প্রতিভাবান অভিনেত্রী৷ তাকে নিয়ে সর্বদাই সরগরম টিনসেল টাউন৷ অভিনয়ে যেমন নজর কেড়েছেন তেমনই ব্যক্তিগত কারণের জন্যও সর্বদা শিরোনামে থেকেছেন তিনি৷
নামকরা পরিচালকের মেয়ে, আজ বলিউডের প্রতিভাবান অভিনেত্রী৷ তাকে নিয়ে সর্বদাই সরগরম টিনসেল টাউন৷ অভিনয়ে যেমন নজর কেড়েছেন তেমনই ব্যক্তিগত কারণের জন্যও সর্বদা শিরোনামে থেকেছেন তিনি৷
তিনি  হলেন বলি অভিনেত্রী রবিনা টন্ডন,যাকে নিয়ে আজও সরগরম পেজ থ্রি-র পাতা। বলি কেরিয়ারের সাফল্যের পাশাপাশি জীবনে এসেছে একাধিক প্রেম। একদিকে একের পর এক হিট সিনেমা অন্যদিকে চুটিয়ে প্রেম সব মিলিয়ে সর্বদাই শিরোনামে থাকতেন রবিনা ট্যান্ডন।
তিনি হলেন বলি অভিনেত্রী রবিনা টন্ডন,যাকে নিয়ে আজও সরগরম পেজ থ্রি-র পাতা। বলি কেরিয়ারের সাফল্যের পাশাপাশি জীবনে এসেছে একাধিক প্রেম। একদিকে একের পর এক হিট সিনেমা অন্যদিকে চুটিয়ে প্রেম সব মিলিয়ে সর্বদাই শিরোনামে থাকতেন রবিনা ট্যান্ডন।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন ৷ ১৯৯১ সালে 'পাত্থর কে ফুল' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর প্রথম ছবিতেই তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান।
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন ৷ ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন। আর প্রথম ছবিতেই তার অভিনয় এতটাই জনপ্রিয় হয়েছিল যে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান।
জনপ্রিয় নায়িকা রবিনা ট্যান্ডনের হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। জনপ্রিয় গান 'টিপ টিপ বরসা পানি' নিয়ে ফ্যান্টাসাইজ করেননি এমন পুরুষের সংখ্যা প্রায় হাতে গোনা। এই গানটির পর থেকেই ভক্তের সংখ্যাও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সুপারহিট নায়িকা ব্যক্তিগত জীবনের চর্চিত বিষয় নিয়ে আজও চর্চা চলে টিনসেল টাউনে৷
জনপ্রিয় নায়িকা রবিনা ট্যান্ডনের হলুদ শাড়ির বৃষ্টিভেজা নাচ নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’ নিয়ে ফ্যান্টাসাইজ করেননি এমন পুরুষের সংখ্যা প্রায় হাতে গোনা। এই গানটির পর থেকেই ভক্তের সংখ্যাও দ্বিগুণ বেড়ে গিয়েছিল। সুপারহিট নায়িকা ব্যক্তিগত জীবনের চর্চিত বিষয় নিয়ে আজও চর্চা চলে টিনসেল টাউনে৷
একটি ইভেন্টে গিয়ে রবিনা জানান, ছোটবেলায় তিনি ঋষি কাপুরের ফ্যান ছিলেন। কিন্তু বড় হওয়ার পর সঞ্জয় দত্তই ছিলেন তার ক্রাশ। বলি নায়িকা রবিনা ট্যান্ডন পাগলের মতো পছন্দ করতেন বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্তকে।  ১৯৯৪ সালে 'জামিন সে ক্যায়া ডরনা', 'আতিশ', 'ভিজেতা'-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় ও রবিনা।
একটি ইভেন্টে গিয়ে রবিনা জানান, ছোটবেলায় তিনি ঋষি কাপুরের ফ্যান ছিলেন। কিন্তু বড় হওয়ার পর সঞ্জয় দত্তই ছিলেন তার ক্রাশ। বলি নায়িকা রবিনা ট্যান্ডন পাগলের মতো পছন্দ করতেন বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্তকে। ১৯৯৪ সালে ‘জামিন সে ক্যায়া ডরনা’, ‘আতিশ’, ‘ভিজেতা’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় ও রবিনা।
বলিউডের খিলাড়ি অক্ষয়ের সঙ্গে রবিনার বহুলচর্চিত মাখোমাখো প্রেম সকলেরই জানা। অক্ষয়ের প্রেমে এতটাই পাগল ছিলেন রবিনা যে অন্য নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি রবিনা।
বলিউডের খিলাড়ি অক্ষয়ের সঙ্গে রবিনার বহুলচর্চিত মাখোমাখো প্রেম সকলেরই জানা। অক্ষয়ের প্রেমে এতটাই পাগল ছিলেন রবিনা যে অন্য নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি রবিনা।
প্রেম চলাকালীন হঠাৎই রেখার সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয়ের। সেই খবর জানা মাত্রই রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকার হুমকি দেন রবিনা।
প্রেম চলাকালীন হঠাৎই রেখার সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয়ের। সেই খবর জানা মাত্রই রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকার হুমকি দেন রবিনা।
প্রেম চলাকালীন হঠাৎই রেখার সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয়ের। সেই খবর জানা মাত্রই রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকার হুমকি দেন রবিনা।
প্রেম চলাকালীন হঠাৎই রেখার সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয়ের। সেই খবর জানা মাত্রই রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকার হুমকি দেন রবিনা।
নব্বইয়ের দশকে একাধিক ছবি উপহার দিয়েছিলেন অজয় ও রবিনা৷ ১৯৯৪ সালে 'দিলওয়ালে' ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়৷ রবিনা এবং অজয় দেবগণের সম্পর্ক  নিয়ে কম জলঘোলা হয়নি। মাত্র দু'টো ছবি করে দু'জনে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। রেস্তোরাঁ থেকে পার্টি সব জায়গাতেই দেখা গিয়েছিল এই হিট জুঁটিকে। রবিনা নাকি পাগলের মতো অজয়কে ভালবাসতেন তেমনও গুঞ্জন ছড়িয়ে পড়ে বি-টাউনে।
নব্বইয়ের দশকে একাধিক ছবি উপহার দিয়েছিলেন অজয় ও রবিনা৷ ১৯৯৪ সালে ‘দিলওয়ালে’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন জোরালো হয়৷ রবিনা এবং অজয় দেবগণের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। মাত্র দু’টো ছবি করে দু’জনে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। রেস্তোরাঁ থেকে পার্টি সব জায়গাতেই দেখা গিয়েছিল এই হিট জুঁটিকে। রবিনা নাকি পাগলের মতো অজয়কে ভালবাসতেন তেমনও গুঞ্জন ছড়িয়ে পড়ে বি-টাউনে।
'জিগর' ছবিতে অজয়ের বিপরীতে করিশ্মা কাপুরের জুটি কোনওভাবেই মেনে নিতে পারেননি রবিনা। তারপর থেকেই রবিনার প্রতি বিরক্ত হয়েছিলেন অজয়। করিশ্মার সঙ্গে সম্পর্কে জড়াতেই রবিনার থেকে দূরে সরতে থাকেন অজয়। আর অজয়ের প্রতারণা সহ্য করে না পেরেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিনা।
‘জিগর’ ছবিতে অজয়ের বিপরীতে করিশ্মা কাপুরের জুটি কোনওভাবেই মেনে নিতে পারেননি রবিনা। তারপর থেকেই রবিনার প্রতি বিরক্ত হয়েছিলেন অজয়। করিশ্মার সঙ্গে সম্পর্কে জড়াতেই রবিনার থেকে দূরে সরতে থাকেন অজয়। আর অজয়ের প্রতারণা সহ্য করে না পেরেই আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন রবিনা।
বি-টাউনে অজয় ও রবিনার এই সম্পর্ক  নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল। শুধু তাই নয়, অজয় দেবগণ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিনা কেবল প্রচারে আসার জন্য এইগুলি করছেন। লাইমলাইটে থাকতেই তিনি এইসব করছেন। রবিনাও থেমে থাকেননি। তিনি অজয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।  যে রবিনাকে প্রতারণা করেছে অজয়। তার উত্তরে রবিনাকে  মানসিক রোগী, এবং মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন অজয়। পরবর্তীতে রবিনা  বলেন, আমি একদম ঠিকই ছিলাম বিচ্ছেদের পর, আসলে মিডিয়া তখন ইচ্ছা করেই হইচই ফেলেছিল যাতে ম্যাগাজিন তাঁদের ভাল বিক্রি হয়৷
বি-টাউনে অজয় ও রবিনার এই সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল। শুধু তাই নয়, অজয় দেবগণ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিনা কেবল প্রচারে আসার জন্য এইগুলি করছেন। লাইমলাইটে থাকতেই তিনি এইসব করছেন। রবিনাও থেমে থাকেননি। তিনি অজয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। যে রবিনাকে প্রতারণা করেছে অজয়। তার উত্তরে রবিনাকে মানসিক রোগী, এবং মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন অজয়। পরবর্তীতে রবিনা বলেন, আমি একদম ঠিকই ছিলাম বিচ্ছেদের পর, আসলে মিডিয়া তখন ইচ্ছা করেই হইচই ফেলেছিল যাতে ম্যাগাজিন তাঁদের ভাল বিক্রি হয়৷
বি-টাউনে অজয় ও রবিনার এই সম্পর্ক  নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল। শুধু তাই নয়, অজয় দেবগণ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিনা কেবল প্রচারে আসার জন্য এইগুলি করছেন। লাইমলাইটে থাকতেই তিনি এইসব করছেন। রবিনাও থেমে থাকেননি। তিনি অজয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন।  যে রবিনাকে প্রতারণা করেছে অজয়। তার উত্তরে রবিনাকে  মানসিক রোগী, এবং মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন অজয়। পরবর্তীতে রবিনা  বলেন, আমি একদম ঠিকই ছিলাম বিচ্ছেদের পর, আসলে মিডিয়া তখন ইচ্ছা করেই হইচই ফেলেছিল যাতে ম্যাগাজিন তাঁদের ভাল বিক্রি হয়৷
বি-টাউনে অজয় ও রবিনার এই সম্পর্ক নিয়ে জোর জলঘোলা শুরু হয়েছিল। শুধু তাই নয়, অজয় দেবগণ সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবিনা কেবল প্রচারে আসার জন্য এইগুলি করছেন। লাইমলাইটে থাকতেই তিনি এইসব করছেন। রবিনাও থেমে থাকেননি। তিনি অজয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। যে রবিনাকে প্রতারণা করেছে অজয়। তার উত্তরে রবিনাকে মানসিক রোগী, এবং মাথার ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন অজয়। পরবর্তীতে রবিনা বলেন, আমি একদম ঠিকই ছিলাম বিচ্ছেদের পর, আসলে মিডিয়া তখন ইচ্ছা করেই হইচই ফেলেছিল যাতে ম্যাগাজিন তাঁদের ভাল বিক্রি হয়৷