কলকাতা হাইকোর্ট৷

Calcutta High Court: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্যসচিবের উত্তর মেলেনি! ক্ষোভ প্রকাশ করল আদালত

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অনুমতি না মেলায় শুরু করা যাচ্ছে না সরকারি আধিকারিকদের নিয়ে বিচারপ্রক্রিয়া৷ আর তাই নিয়ে রাজ্যের তরফে কোনও হেলদোল না থাকায় উষ্ণা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যের প্লিডারকে দুপুর দু’টোয় উপস্থিত থাকতে৷ কতদিনের মধ্যে এই অনুমতি দেওয়া সম্ভব হবে তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে আদালত৷

গত ২২ মার্চ একগুচ্ছ এসএসসি জামিন মামলায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য সিবিআইএর তরফ থেকে রাজ্যে সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়৷ কিন্তু সেই বিষয়ের মামলায় এখনও রিপোর্ট নেই রাজ্যের মুখ্যসচিবের৷ এই নিয়েই এ দিনে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি৷ পাশাপাশি, এই বিষয়ে স্পষ্ট উত্তর পেতে রাজ্যে জিপি-কে দুপুর দু’টোয় আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেন বিচারপতিরা৷

আরও পড়ুন: বহরমপুরে হারলে রাজনীতি ছাড়বেন, মমতাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে ঘোষণা অধীরের

আরও পড়ুন– ‘ডায়মন্ড হারবারে তৃণমূলকে হারাব, এক লক্ষ বিজেপি কর্মী ময়দানে থাকবে…’! হুঙ্কার শুভেন্দু অধিকারীর

উল্লেখ্য, আদালতের তরফ থেকে ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছিল, আজ রিপোর্ট পেশ না হওয়ায় এই তলব করা হয়৷ এই নিয়ে বিচারপতি বাগচীর মন্তব্য, ‘কেন মুখ্যসচিব উত্তর দেননি? আদালত আশা করেছিল, মুখ্যসচিব রিপোর্ট দেবেন৷ তিনি কী করেছেন বা কী করেননি তা নিয়ে তো জানাতে পারতেন৷ এটা খুবই বেদনাদায়ক৷ কতদিনের মধ্যে অনুমতি দিতে পারবেন, তা জানতে চাওয়া হয়েছিস৷ আদালত মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছে, তার পরেও৷’