অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: ঘরে বসে থাকলে হবে না, ময়দানে থাকতে হবে, অভিষেকের কড়া নির্দেশ

কলকাতা: পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বললেন, ‘আরামে ঘরে বসে থাকার কোনও শৈথিল্য দেখানো যাবে না৷ ভোট প্রচারে সকলকেই ঘাম ঝরাতে হবে৷’ গরমের দাপটে এখন দক্ষিণবঙ্গ জুড়ে কার্যত হাঁসফাঁসে অবস্থা৷ তার মধ্যেই রোদের চোখরাঙানি উপেক্ষা করেই চলছে ভোট প্রচার৷ একেবারে তৃণমূল স্তরে সেই প্রচারে কোনও ফাঁক দেখতে চান না অভিষেক৷

 

তিনি বার্তা দিয়ে বলেন, ‘১০০ দিনের কাজের টাকা আটরে রেখেছে কেন্দ্র৷ আবাস যোজনার কোনও টাকা দি্ছে না কেন্দ্র৷ রাজ্য সরকার একশো দিনের টাকা দিচ্ছে৷ আবাসের টাকাও রাজ্যই দেবে৷’ এই বার্তা দেওয়ার পাশাপাশি কর্মীদের তিনি নির্দেশ দেন, বাড়িবাড়ি গিয়ে প্রচারে এই কথাগুলি পৌঁছে দিতে হবে৷

পাশাপাশি, অভিষেক নির্দেশ দিয়েছে, মহিলাদের নিয়ে ছোট-ছোট টিম গঠন করে সব বাড়িতে যেতে নির্দেশ অভিষেকের৷ পাশাপাশি, পঞ্চায়েত স্তরে কী কী কাজ হয়েছে, তা সব বাড়িতে প্রচার করে বলতে হবে৷ ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যয়৷ পাশাপাসি, তিনি বলেছেন, একশো দিনের কাজের টাকা ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন কি না, তাও খবর নিতে হবে৷