লিগ-শিল্ড জয়ের স্বপ্ন জিইয়ে রাখল মোহনবাগান, ‘নায়ক’ আবার সেই পেত্রাতোস

কলকাতা: স্বপ্ন বাঁচিয়ে রাখল মোহনবাগান।

দিমিত্রি পেত্রাতোসের একমাত্র গোলে পঞ্জাব এফসিকে ১-০ হারাল মোহনবাগান।

চেন্নাইয়িনের কাছে হারার ফলে মোহনবাগানের আইএসএলে লিগ-শিল্ড জয়ের আশা কিছুটা ম্লান হয়েছিল। তবে আবার সেই স্বপ্নকে তাড়া করতে নেমে পড়ল মোহনবাগান।

আরও পড়ুন- আইপিএলের ১৫ দিন, কে এখন এক নম্বরে? কেকেআর কোথায়? রইল পয়েন্ট টেবিল

আইএসএলে লিগ-শিল্ড জয়ের স্বপ্ন জিইয়ে রাখল বাগান শিবির। স্প্যানিশ কোচ হাবাস অসুস্থ। তিনি এদিন ছিলেন না ডাগ-আউটে। তাতেও বাজিমাত মোহনবাগানের।

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাবকে হারাতে মোহনবাগানের ফুটবলারদের বাড়তি ঘাম ঝড়ল বটে। তবে শেষমেষ কাজের কাজ হল। এক গোলে হলেও জয় তো জয়ই। আর সেই জয় থেকেই প্রয়োজনীয় তিন পয়েন্ট ঘরে তুলল কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাব।

পেত্রাতোসের একমাত্র গোলে লিগ-শিল্ড জেতার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল মোহনবাগান।

পঞ্জাবের হেড কোচ স্টাইকোস ভার্গেটিসও কার্ড সমস্যার জন্য ছিলেন না। ফলে দলের সহকারী কোচ শংকরলাল চক্রবর্তী এদিন দল সামলান। তাঁর প্ল্যানিং-এর জন্য প্রথমার্ধে সবুজ-মেরুন ব্রিগেডকে ফিকে লাগে।

আরও পড়ুন- KKR News: সিএসকের বিরুদ্ধে নতুন অস্ত্রে শান দিচ্ছেন কেকেআর তারকা!হবেন আরও ভয়ঙ্কর

এরই মধ্যে পঞ্জাবের স্ট্রাইকার জর্ডান গিলের শট বাঁচিয়ে দেন বাগান গোলকিপার বিশাল কাইথ। না হলে সবুজ-মেরুন বিপদে পড়তে পারত। হাফ টাইম কিছুক্ষণ আগে পেত্রাতোসের বাঁ পায়ের বাঁকানো শট পঞ্জাবের জালে জড়িয়ে যায়।