Macoy Plant

Medicinal Plant: কাড়ি-কাড়ি ওষুধ খাবেন না, ভরসা রাখুন এই গাছে…ডায়াবেটিস, কিডনি, লিভার ও হার্টের অসুখের মত প্রাণঘাতী রোগের ‘মহৌষধ’ এই একটা গাছ

জঙ্গলে হামেশাই ম্যাকয় গাছের দেখা মেলে। দেখতে সহজ-সরল এই উদ্ভিদের আয়ুর্বেদে অনেক গুরুত্ব রয়েছে। এই গাছের পাতা, শিকড়, ডাল ও ফল বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে সহায়ক বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই গাছের পুরো অংশই পাউডার হিসেবে ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। এটি যে কোনও স্থানেই সহজে প্রাপ্য।
জঙ্গলে হামেশাই ম্যাকয় গাছের দেখা মেলে। দেখতে সহজ-সরল এই উদ্ভিদের আয়ুর্বেদে অনেক গুরুত্ব রয়েছে। এই গাছের পাতা, শিকড়, ডাল ও ফল বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে সহায়ক বলে মনে করা হয়। শুধু তাই নয়, এই গাছের পুরো অংশই পাউডার হিসেবে ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যায়। এটি যে কোনও স্থানেই সহজে প্রাপ্য।
চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় মালিক বলেন যে, ম্যাকয়কে বেগুন এবং টমেটোর মত একই প্রজাতির উদ্ভিদ বলে মনে করা হয়। আয়ুর্বেদে এই উদ্ভিদকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়েছে। যদি কারও শরীরের ভিতরে বা বাইরে ফুলে যায়, তবে রোগীরা এই গাছের পাতা, শিকড়, ডাল এবং বীজ-সহ সম্পূর্ণ অংশের ক্বাথ তৈরি করে ব্যবহার করতে পারেন। এটি আমাদের ত্বকের ফোলা দূর করতে খুব সহায়ক বলে মনে করা হয়।
চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় মালিক বলেন যে, ম্যাকয়কে বেগুন এবং টমেটোর মত একই প্রজাতির উদ্ভিদ বলে মনে করা হয়। আয়ুর্বেদে এই উদ্ভিদকে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়েছে। যদি কারও শরীরের ভিতরে বা বাইরে ফুলে যায়, তবে রোগীরা এই গাছের পাতা, শিকড়, ডাল এবং বীজ-সহ সম্পূর্ণ অংশের ক্বাথ তৈরি করে ব্যবহার করতে পারেন। এটি আমাদের ত্বকের ফোলা দূর করতে খুব সহায়ক বলে মনে করা হয়।
ম্যাকয়-এর বীজ শুকিয়ে গুঁড়ো বানিয়ে ব্যবহার করলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু তাই নয়, যাঁদের অনিদ্রার সমস্যা রয়েছে, তাঁরা এর মূলের গুঁড়ো খেতে পারেন। রোগীরা ঘুমানোর আগে এটিকে একটি ক্বাথ হিসাবেও ব্যবহার করতে পারেন।
ম্যাকয়-এর বীজ শুকিয়ে গুঁড়ো বানিয়ে ব্যবহার করলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। শুধু তাই নয়, যাঁদের অনিদ্রার সমস্যা রয়েছে, তাঁরা এর মূলের গুঁড়ো খেতে পারেন। রোগীরা ঘুমানোর আগে এটিকে একটি ক্বাথ হিসাবেও ব্যবহার করতে পারেন।
চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় মালিক আরও জানান যে, ম্যাকয়তে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক বৈশিষ্ট্য পাওয়া যায়। কিডনি সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান করা যায় এই গাছটি ব্যবহার করে।
চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজয় মালিক আরও জানান যে, ম্যাকয়তে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক বৈশিষ্ট্য পাওয়া যায়। কিডনি সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধান করা যায় এই গাছটি ব্যবহার করে।
লিভার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্যও এই গাছটি উপকারী। এই উদ্ভিদ সনাক্তকরণ বেশ সহজ কাজ। এটি টমেটো এবং বেগুনের প্রজাতির মতো দেখতে। সাধারণ এই গাছে বেশ ছোট ছোট আকারের ফল জন্মায়, এদের রঙও বেগুনি। তবে এই উদ্ভিদের কোনও অংশ ব্যবহারের আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহারের সময় এবং ডোজ জেনে নিতে হবে।
লিভার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্যও এই গাছটি উপকারী। এই উদ্ভিদ সনাক্তকরণ বেশ সহজ কাজ। এটি টমেটো এবং বেগুনের প্রজাতির মতো দেখতে। সাধারণ এই গাছে বেশ ছোট ছোট আকারের ফল জন্মায়, এদের রঙও বেগুনি। তবে এই উদ্ভিদের কোনও অংশ ব্যবহারের আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিয়ে ব্যবহারের সময় এবং ডোজ জেনে নিতে হবে।