কলকাতা হাই কোর্ট

Bhupatinagar Blast Case: আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, ভূপতিনগর কাণ্ডে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর উপরে হামলার ঘটনার তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে বেঙ্গল পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে CRPC এর ১৬০ ধারার অধীনে নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তাঁর চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাঁদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে বেঙ্গল পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।

অন্যদিকে, ভূপতিনগরের ২১ বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ৪০ টি মামলার তদন্ত করতে পারবে না ভূপতিনগর থানার ওসি, অন্তর্বর্তী নির্দেশ জারি করে জানাল কলকাতা হাইকোর্ট। বাকি মামলাগুলির তদন্ত চালু থাকলেও আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়, এমনটাই নির্দেশ আদালতের। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ২১ নেতা কর্মীকে গ্রেফতার নয়, মৌখিক নির্দেশে জানাল আদালত। এই ৪০ টি মামলার মধ্যে কতগুলি ক্ষেত্রে বিস্ফোরণের অভিযোগ আছে এবং সেগুলি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে কি জানানো হয়েছে? রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য, এমন-ই নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।

৮ এপ্রিল রিপোর্ট দিয়ে ওসি জানিয়েছিলেন যে, আদালত অভিযুক্ত বিজেপি কর্মীদের রক্ষাকবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। আজ, মঙ্গলবার সেই রিপোর্টের জন্য ভুল স্বীকার করেন ওসি।