Vastu Tips for Dogs: রাহু-কেতু-শনিকে তুষ্ট করতে চান? এভাবে সেবা করুন এই রঙের কুকুরকে! রইল বাস্তু টিপস

কুকুরকে বলা হয় মানুষের শ্রেষ্ঠ সঙ্গী৷ খুবই বিশ্বস্ত প্রাণী সারমেয়৷ কিন্তু কোনও কোনও ক্ষেত্রে এই চতুষ্পদই ভয়ঙ্কর হয়ে ওঠে৷ হিংস্র ভাবে আক্রমণ করে মানুষকে৷
কুকুরকে বলা হয় মানুষের শ্রেষ্ঠ সঙ্গী৷ খুবই বিশ্বস্ত প্রাণী সারমেয়৷ কিন্তু কোনও কোনও ক্ষেত্রে এই চতুষ্পদই ভয়ঙ্কর হয়ে ওঠে৷ হিংস্র ভাবে আক্রমণ করে মানুষকে৷

 

কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী কেন হিংস্র হয়ে ওঠে, তার পিছনে বাস্তু কারণ আছে বলে মত বিশেষজ্ঞদের৷ বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দা ব্যাখ্যা করেছেন কীভাবে জ্যোতিষীবিদ্যাকে কাজে লাগিয়ে কুকুরের আক্রমণ থেকে বাঁচা যায়৷
কুকুরের মতো বিশ্বস্ত প্রাণী কেন হিংস্র হয়ে ওঠে, তার পিছনে বাস্তু কারণ আছে বলে মত বিশেষজ্ঞদের৷ বাস্তু বিশেষজ্ঞ শ্রুতি খারবান্দা ব্যাখ্যা করেছেন কীভাবে জ্যোতিষীবিদ্যাকে কাজে লাগিয়ে কুকুরের আক্রমণ থেকে বাঁচা যায়৷

 

শ্রুতির মতে শনি এবং রাহুর সঙ্গে সম্পর্ক আছে কুকুরের৷ তিনি বলেন কালো রঙের কুকুর শনির প্রতীক৷
শ্রুতির মতে শনি এবং রাহুর সঙ্গে সম্পর্ক আছে কুকুরের৷ তিনি বলেন কালো রঙের কুকুর শনির প্রতীক৷

 

বাদামি কুকুর রাহুর প্রতীক বলে মত শ্রুতির৷ সাদা কালো ছোপ ছোপ কুকুরকে ধরা যায় কেতুর প্রতীক বলে৷ মত শ্রুতির৷
বাদামি কুকুর রাহুর প্রতীক বলে মত শ্রুতির৷ সাদা কালো ছোপ ছোপ কুকুরকে ধরা যায় কেতুর প্রতীক বলে৷ মত শ্রুতির৷

 

জন্মছকে শনি কুপিত হলে তাহলে বাস্তু মতে তাঁকে কালো কুকুরের সেবা করতে হবে৷
জন্মছকে শনি কুপিত হলে তাহলে বাস্তু মতে তাঁকে কালো কুকুরের সেবা করতে হবে৷

 

জন্মছকে কেতু ক্ষুব্ধ হলে তাহলে বাস্তু মতে তাঁকে একইভাবে কুকুরের সেবা করতে হবে৷ সেটা সাদা কালো রঙ মিশ্রিত কুকুর হলে খুব ভাল৷
জন্মছকে কেতু ক্ষুব্ধ হলে তাহলে বাস্তু মতে তাঁকে একইভাবে কুকুরের সেবা করতে হবে৷ সেটা সাদা কালো রঙ মিশ্রিত কুকুর হলে খুব ভাল৷

 

রাহু রুষ্ট হলে সেবা যত্ন করতে হবে বাদামি বা খয়েরি রঙের কুকুরের৷
রাহু রুষ্ট হলে সেবা যত্ন করতে হবে বাদামি বা খয়েরি রঙের কুকুরের৷

 

সারমেয় সেবার পাশাপাশি দরিদ্রদের অর্থদান করলেও পুণ্যলাভ করা সম্ভব৷
সারমেয় সেবার পাশাপাশি দরিদ্রদের অর্থদান করলেও পুণ্যলাভ করা সম্ভব৷