দিনটিকে উৎসব মুখর করে তুলতে, একটু ভালো খাওয়া, দাওয়া, ভালো মানে মাছ, মাংস, মিষ্টি ইত্যাদির আয়োজন করা হয়। যাঁরা খুবই অভাবে দিন কাটান, তাঁরাও চেষ্টা করেন, নববর্ষের প্রথম দিনটিতে আর পাঁচটা দিনের চাইতে একটু ভালো খাওয়া, দাওয়া করার, সাধ্যের মাঝেই নতুন কাপড় কেনার, উপহার দেওয়ার।

Poila Baisakh 2024: ১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখ আদৌ কবে? কবে রয়েছে রাজ্যে সরকারি ছুটি? জানুন

*১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখ ঠিক কবে, তা নিয়ে চলছে জল্পনা। আদৌ সরকারি ছুটি কবে মিলবে, তা নিয়ে দ্বিধার শেষ নেই বাঙালির তথা রাজ্যবাসীর। তাই আর দেরি না করে আজই জেনে নিন বাংলা নতুন বছরের সূচনা কবে। সংগৃহীত ছবি। 
*১৪ নাকি ১৫ এপ্রিল? এ বছর পয়লা বৈশাখ ঠিক কবে, তা নিয়ে চলছে জল্পনা। আদৌ সরকারি ছুটি কবে মিলবে, তা নিয়ে দ্বিধার শেষ নেই বাঙালির তথা রাজ্যবাসীর। তাই আর দেরি না করে আজই জেনে নিন বাংলা নতুন বছরের সূচনা কবে। সংগৃহীত ছবি।
*চলতি বছর বৈশাখের ১ তারিখ পড়েছে ইংরেজির ১৪ এপ্রিল রবিবার। নতুন জামা-কাপড়-জুতো পরে, রাজকীয় খাওয়া দাওয়ার মাধ্যমে ১৪ এপ্রিল পালিত হবে বাঙালির নববর্ষ, বাংলা নববর্ষ। যেহেতু রবিবার পরেছে বছরের প্রথমদিন, তাই এমনিই ছুটি। পয়লায় তাই বাড়তি কোনও ছুটি নেই। সংগৃহীত ছবি। 
*চলতি বছর বৈশাখের ১ তারিখ পড়েছে ইংরেজির ১৪ এপ্রিল রবিবার। নতুন জামা-কাপড়-জুতো পরে, রাজকীয় খাওয়া দাওয়ার মাধ্যমে ১৪ এপ্রিল পালিত হবে বাঙালির নববর্ষ, বাংলা নববর্ষ। যেহেতু রবিবার পরেছে বছরের প্রথমদিন, তাই এমনিই ছুটি। পয়লায় তাই বাড়তি কোনও ছুটি নেই। সংগৃহীত ছবি।
*পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ করার রেওয়াজ রয়েছে বাঙালিদের মধ্যে। চৈত্র বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়। সংগৃহীত ছবি। 
*পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা পার্বণ করার রেওয়াজ রয়েছে বাঙালিদের মধ্যে। চৈত্র বৈশাখ জুড়ে দেশের নানা প্রান্তে নববর্ষ সূচিত হয়। সংগৃহীত ছবি।
*বাংলা নববর্ষের প্রথম দিনটিই হল বৈশাখ মাসের প্রথম দিন। অর্থাৎ পয়লা বৈশাখ। রাশিচক্রের একটি হিসেব এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বৈশাখ মাস থেকে শুরু হয় বাংলা বছরের ক্যালেন্ডার। আর এই সময়ের সূর্য মেষ রাশিতে প্রবেশ করে। মেষ রাশির সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তির পরের দিনটি তাই পয়লা বৈশাখ। সংগৃহীত ছবি। 
*বাংলা নববর্ষের প্রথম দিনটিই হল বৈশাখ মাসের প্রথম দিন। অর্থাৎ পয়লা বৈশাখ। রাশিচক্রের একটি হিসেব এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। বৈশাখ মাস থেকে শুরু হয় বাংলা বছরের ক্যালেন্ডার। আর এই সময়ের সূর্য মেষ রাশিতে প্রবেশ করে। মেষ রাশির সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তির পরের দিনটি তাই পয়লা বৈশাখ। সংগৃহীত ছবি।
*রাশিফলের এই নিয়ম সারা দেশেই প্রচলিত। বাংলার বাইরে এই দিনটি  বৈশাখী নামে প্রচলিত। সাধারণত ১৫ এপ্রিল বাংলা নববর্ষের সূচনা হয়। অর্থাৎ এই দিনটিই বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ পড়ে। কিন্তু কিছু কিছু বছরে এই তারিখের হেরফের হয়। ১৪ এপ্রিলও পয়লা বৈশাখের সূচনা হয়। সংগৃহীত ছবি। 
*রাশিফলের এই নিয়ম সারা দেশেই প্রচলিত। বাংলার বাইরে এই দিনটি  বৈশাখী নামে প্রচলিত। সাধারণত ১৫ এপ্রিল বাংলা নববর্ষের সূচনা হয়। অর্থাৎ এই দিনটিই বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ পড়ে। কিন্তু কিছু কিছু বছরে এই তারিখের হেরফের হয়। ১৪ এপ্রিলও পয়লা বৈশাখের সূচনা হয়। সংগৃহীত ছবি।
*চলতি বছর দৃক পঞ্চাঙ্গ মতের পঞ্জিকা অনুসারে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে পয়লা বৈশাখ পড়েছে রবিবার ১৪ এপ্রিল। চৈত্র সংক্রান্তি পড়েছে শনিবার ১৩ এপ্রিল। রবিবার থেকেই ১৪৩১ বঙ্গাব্দের সূচনা। তবে সংক্রান্তি ক্ষণ ১৩ এপ্রিল রাত সোয়া নটা নাগাদ। সেই হিসেবেই গোটা রবিবার থাকছে পয়লা বৈশাখ। সংগৃহীত ছবি। 
*চলতি বছর দৃক পঞ্চাঙ্গ মতের পঞ্জিকা অনুসারে এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসারে পয়লা বৈশাখ পড়েছে রবিবার ১৪ এপ্রিল। চৈত্র সংক্রান্তি পড়েছে শনিবার ১৩ এপ্রিল। রবিবার থেকেই ১৪৩১ বঙ্গাব্দের সূচনা। তবে সংক্রান্তি ক্ষণ ১৩ এপ্রিল রাত সোয়া নটা নাগাদ। সেই হিসেবেই গোটা রবিবার থাকছে পয়লা বৈশাখ। সংগৃহীত ছবি।
*পয়লা বৈশাখের দিন নতুন জামাকাপড়ে সেজে ওঠেন বাড়ির ছোট থেকে বড় সকলে। গৃহস্থের ঘরে প্রস্তুতি চলে বেশ কয়েকদিন ধরেই। এই দিনটিতে বাঙালির রসনাতৃপ্তির বিশেষ রীতি রয়েছে। সংগৃহীত ছবি। 
*পয়লা বৈশাখের দিন নতুন জামাকাপড়ে সেজে ওঠেন বাড়ির ছোট থেকে বড় সকলে। গৃহস্থের ঘরে প্রস্তুতি চলে বেশ কয়েকদিন ধরেই। এই দিনটিতে বাঙালির রসনাতৃপ্তির বিশেষ রীতি রয়েছে। সংগৃহীত ছবি।
*এই দিনেই পালিত হয় হালখাতা। দোকানে দোকানে বিকেল হলে ঢল নামে মানুষের। কেনাকাটা ও উৎসবের আমেজে কাটে গোটা দিন। সংগৃহীত ছবি। 
*এই দিনেই পালিত হয় হালখাতা। দোকানে দোকানে বিকেল হলে ঢল নামে মানুষের। কেনাকাটা ও উৎসবের আমেজে কাটে গোটা দিন। সংগৃহীত ছবি।