Bank Holiday: ইদ উপলক্ষে আগামিকাল কি ব্যাঙ্ক বন্ধ থাকবে ? জেনে নিন

আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে উদযাপিত হতে চলেছে পবিত্র ইদ-উল-ফিতর। আর সেই উৎসব উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। আর ছুটি সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।
আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে উদযাপিত হতে চলেছে পবিত্র ইদ-উল-ফিতর। আর সেই উৎসব উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। আর ছুটি সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।
বলে রাখা ভাল যে, ইদ-উল-ফিতরের সূচনা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে। এটা আবার শওয়াল মাসেরও সূচনার প্রতীক। আর এই মাস হল ইসলামিক (হিজরি) ক্যালেন্ডার অনুযায়ী দশম মাস। চান্দ্রমাস সাধারণত ২৯ থেকে ৩০ দিনের হয়ে থাকে। মুসলিম ধর্মাবলম্বীরা সাধারণত কবে ঈদ, সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আগের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকেন।
বলে রাখা ভাল যে, ইদ-উল-ফিতরের সূচনা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে। এটা আবার শওয়াল মাসেরও সূচনার প্রতীক। আর এই মাস হল ইসলামিক (হিজরি) ক্যালেন্ডার অনুযায়ী দশম মাস। চান্দ্রমাস সাধারণত ২৯ থেকে ৩০ দিনের হয়ে থাকে। মুসলিম ধর্মাবলম্বীরা সাধারণত কবে ঈদ, সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আগের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকেন।
ইদ-উল-ফিতরের জন্য বৃহস্পতিবার কোন কোন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে?
ইদ-উল-ফিতরের জন্য বৃহস্পতিবার কোন কোন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে?
১০ এপ্রিল: কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ এপ্রিল (বৃহস্পতিবার) - রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) (প্রথম শওয়াল): চণ্ডীগড়, সিকিম, কেরল এবং হিমাচল প্রদেশ ছাড়া বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্কই বন্ধ থাকবে।

১০ এপ্রিল: কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ এপ্রিল (বৃহস্পতিবার) – রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) (প্রথম শওয়াল): চণ্ডীগড়, সিকিম, কেরল এবং হিমাচল প্রদেশ ছাড়া বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্কই বন্ধ থাকবে।
এপ্রিল অন্যান্য ব্যাঙ্কের ছুটির দিন:১৩ এপ্রিল (দ্বিতীয় শনিবার) - বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব: ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ এপ্রিল (সোমবার) - বোহাগ বিহু/ হিমাচল দিবস: অসম এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এপ্রিল অন্যান্য ব্যাঙ্কের ছুটির দিন:
১৩ এপ্রিল (দ্বিতীয় শনিবার) – বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব: ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল (সোমবার) – বোহাগ বিহু/ হিমাচল দিবস: অসম এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ এপ্রিল (মঙ্গলবার) - শ্রী রামনবমী: গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলির ব্যাঙ্ক বন্ধ থাকবে।২০ এপ্রিল (তৃতীয় শনিবার) - গারিয়া পূজা: ত্রিপুরার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৬ এপ্রিল (মঙ্গলবার) – শ্রী রামনবমী: গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলির ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ এপ্রিল (তৃতীয় শনিবার) – গারিয়া পূজা: ত্রিপুরার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এপ্রিল মাসে বার্ষিক হিসাব শেষ করার উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এর পাশাপাশি বাবু জগজীবন রামের জন্মদিন/ জুমত-উল-ভিদা, গুড়ি পড়ওয়া/ উগাড়ি উৎসব/ তেলুগু নিউ ইয়ার্স ডে/ সাজিবু নঙ্গমাপানবা (চেইরাওবা)/ প্রথম নবরাত্রা, রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর), বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব, বোহাগ বিহু/ হিমাচল দিবস, শ্রী রামনবমী, গারিয়া পূজার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এপ্রিল মাসে বার্ষিক হিসাব শেষ করার উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এর পাশাপাশি বাবু জগজীবন রামের জন্মদিন/ জুমত-উল-ভিদা, গুড়ি পড়ওয়া/ উগাড়ি উৎসব/ তেলুগু নিউ ইয়ার্স ডে/ সাজিবু নঙ্গমাপানবা (চেইরাওবা)/ প্রথম নবরাত্রা, রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর), বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব, বোহাগ বিহু/ হিমাচল দিবস, শ্রী রামনবমী, গারিয়া পূজার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
তবে ব্যাঙ্ক পরিষেবার ক্ষেত্রে রীতিমতো আমূল পরিবর্তন এনেছে ডিজিটাল চ্যানেলগুলি। আসলে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যে কোনও জায়গায় যে কোনও সময়ে পরিষেবা পেতে পারেন। এই চ্যানেলগুলি ব্যবহারকারীদের অনায়াসে একাধিক ব্যাঙ্কিং লেনদেন করতে সাহায্য করে।
তবে ব্যাঙ্ক পরিষেবার ক্ষেত্রে রীতিমতো আমূল পরিবর্তন এনেছে ডিজিটাল চ্যানেলগুলি। আসলে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যে কোনও জায়গায় যে কোনও সময়ে পরিষেবা পেতে পারেন। এই চ্যানেলগুলি ব্যবহারকারীদের অনায়াসে একাধিক ব্যাঙ্কিং লেনদেন করতে সাহায্য করে।
এর মধ্যে অন্যতম হল ফান্ড ট্রান্সফার, লোনের আবেদন, ফিক্সড ডিপোজিট ম্যানেজমেন্ট এবং আরও নানা কিছু।
এর মধ্যে অন্যতম হল ফান্ড ট্রান্সফার, লোনের আবেদন, ফিক্সড ডিপোজিট ম্যানেজমেন্ট এবং আরও নানা কিছু।
ব্যাঙ্কের ছুটির দিনগুলিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করেছে আরবিআই। যথা - নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট হলিডেজ, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) হলিডেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং হলিডেজ।
ব্যাঙ্কের ছুটির দিনগুলিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করেছে আরবিআই। যথা – নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট হলিডেজ, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) হলিডেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং হলিডেজ।