Tag Archives: Eid

Shah Rukh Khan: লক্ষ লক্ষ ভক্তের অপেক্ষা! মন্নতের ব‍্যালকনি থেকে শাহরুখ বললেন ‘ইদ মোবারক’, ভাইরাল ভিডিও

মুম্বই: মন্নতের বাইরে অপেক্ষারত লক্ষ লক্ষ ভক্ত। বাদশা এলেন, চেনা মেজাজে হাত নাড়লেন। প্রতি বছরের মতো এই বছরও একই ভাবে মন্নকের ব‍্যালকনি থেকে ভক্তদের দর্শন দিয়ে ইদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান।

প্রত‍্যেক বছর ইদের দিন ভক্তদের দর্শন দিয়ে থাকেন শাহরুখ। এই বছরও তার অন‍্যথা হয় নি। শুধুমাত্র করোনার সময় দু’বছর দেখা পাওয়া যায় নি কিং খানের। তবে করোনার কালো অধ‍্যায় মিটতেই ফিরেছে চেনা স্মৃতি, চেনা আবেগ। এই বছরও ঠিক একইভাবে মন্নতের বাইরে লক্ষ লক্ষ ভক্তরা শাহরুখকে এক ঝলক দেখার অপেক্ষায় মুখিয়ে ছিল।

আরও পড়ুন: ‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’! বিয়ের দু’মাস আগেই…কী হয়েছিল সানির সঙ্গে? কষ্ট-যন্ত্রণা নিয়ে নিজেই মুখ খুললেন নায়িকা

চাঁদ ওঠার আগেই নিজের বাড়ির ব‍্যালকনিতে হাজির শাহরুখ। সাদা পাঞ্জাবি পরে চেনা মেজাজে ভক্তদের দর্শন দিলেন তিনি। লক্ষ লক্ষ ভক্তদের উদ্দেশ‍্যে হাত নাড়লেন, চুমু ছুঁড়ে দিলেন কিং খান। সন্ধ‍্যে নাগাদ নিজেই X হ‍্যান্ডেলে পোস্ট করলেন সেই ভিডিও।

সঙ্গে লেখা, ‘‘সকলকে ইদ মোবারক। অসংখ‍্য ধন‍্যবাদ আমার দিনটা এত সুন্দর করার জন‍্য। আল্লার আশীর্বাদে সকলের জীবনে ভালবাসা, সুখ এবং সমৃদ্ধি আসুক’’।

Eid Ul Fitr: পাখির চোখে ইদের নামাজ! খুশির কিছু বিশেষ মুহূর্ত

নদিয়ার চাপড়া ইসলামগঞ্জ হাই মাদ্রাসার মাঠে খুশির ইদের নামাজের অসাধারণ দৃশ্য। পবিত্র ইদের নামাজ পড়তে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয়েছিলেন। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
নদিয়ার চাপড়া ইসলামগঞ্জ হাই মাদ্রাসার মাঠে খুশির ইদের নামাজের অসাধারণ দৃশ্য। পবিত্র ইদের নামাজ পড়তে অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয়েছিলেন। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
চাকদহ ব্লকের বিভিন্ন মসজিদে ইদ উপলক্ষ্যে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ বহু মানুষ।
চাকদহ ব্লকের বিভিন্ন মসজিদে ইদ উপলক্ষ্যে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ বহু মানুষ।
নামাজের শেষে প্রত‍্যেকই কোলাকুলি করেন। এরপর খাওয়া-দাওয়ার পর্ব চলে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ হিন্দু-মুসলমান সকলেই এক হয়ে উৎসবে শামিল হন। সঙ্গে চলে ঘোরাঘুরি।
নামাজের শেষে প্রত‍্যেকই কোলাকুলি করেন। এরপর খাওয়া-দাওয়ার পর্ব চলে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ হিন্দু-মুসলমান সকলেই এক হয়ে উৎসবে শামিল হন। সঙ্গে চলে ঘোরাঘুরি।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন মসজিদ কমটির পক্ষ থেকে ইদ-উল-ফিতরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এ দেশে ইদ পালিত হল বৃহস্পতিবার, ১১ এপ্রিল।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন মসজিদ কমটির পক্ষ থেকে ইদ-উল-ফিতরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এ দেশে ইদ পালিত হল বৃহস্পতিবার, ১১ এপ্রিল।
ইদ উপলক্ষে এদিন সর্বত্র সাজো সাজো রব। একদিকে যেমন বিভিন্ন ধরনের খাদ্য খাবারের সঙ্গে সিমুই রান্নার তোড়জোড় চলছে অন্যদিকে বিভিন্ন খাদ্য এবং আনুষাঙ্গিক যোগাড় করতে ব্যস্ত পরিবারগুলো।
ইদ উপলক্ষে এদিন সর্বত্র সাজো সাজো রব। একদিকে যেমন বিভিন্ন ধরনের খাদ্য খাবারের সঙ্গে সিমুই রান্নার তোড়জোড় চলছে অন্যদিকে বিভিন্ন খাদ্য এবং আনুষাঙ্গিক যোগাড় করতে ব্যস্ত পরিবারগুলো।
বাংলায় বিভিন্ন ধর্মালম্বী মানুষজন বাস করলেও সম্প্রীতির বাতাবরণ আজও অক্ষুন্ন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর সমস্ত ধর্মীয় মানুষজন।
বাংলায় বিভিন্ন ধর্মালম্বী মানুষজন বাস করলেও সম্প্রীতির বাতাবরণ আজও অক্ষুন্ন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর সমস্ত ধর্মীয় মানুষজন।

Abhishek Banerjee: ‘যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়…’ সমন্বয়ের বার্তা অভিষেকের গলায়

কলকাতা: রমজান মাস শেষে আজ খুশির ইদ। কলকাতায় রেড রোডে ইদের নমাজে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কুছ ভি হো, মসম বদলনা চাহিয়ে’  বার্তা দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মিনিট আড়াইয়ের বক্তব্যে এদিন কোনও রাজনৈতিক বার্তা দেননি অভিষেক। তিনি বলেন, “আপনারা এক মাস ধরে রোজা রেখেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ আপনার সমস্ত কামনা পূর্ণ করুক। সকলের পরিবারে শান্তি, সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালবাসায় থাকুন। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়।”

এদিন সম্প্রীতির বার্তা শোনা যায় রাজ্য়ের মুখ্যমন্ত্রীর কণ্ঠেও। ইদের শুভেচ্ছা জানান তিনি। সকলের সুস্থতা, সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি BJP-কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই CAA-NRC বাংলায় হতে দেবেন না তিনি, এদিনের মঞ্চ থেকে এই বার্তাও শোনা যায় তাঁর কণ্ঠে।

Bank Holiday: ইদ উপলক্ষে আগামিকাল কি ব্যাঙ্ক বন্ধ থাকবে ? জেনে নিন

আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে উদযাপিত হতে চলেছে পবিত্র ইদ-উল-ফিতর। আর সেই উৎসব উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। আর ছুটি সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।
আগামী বৃহস্পতিবার দেশ জুড়ে উদযাপিত হতে চলেছে পবিত্র ইদ-উল-ফিতর। আর সেই উৎসব উপলক্ষে বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। আর ছুটি সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।
বলে রাখা ভাল যে, ইদ-উল-ফিতরের সূচনা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে। এটা আবার শওয়াল মাসেরও সূচনার প্রতীক। আর এই মাস হল ইসলামিক (হিজরি) ক্যালেন্ডার অনুযায়ী দশম মাস। চান্দ্রমাস সাধারণত ২৯ থেকে ৩০ দিনের হয়ে থাকে। মুসলিম ধর্মাবলম্বীরা সাধারণত কবে ঈদ, সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আগের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকেন।
বলে রাখা ভাল যে, ইদ-উল-ফিতরের সূচনা অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা যাওয়ার উপর নির্ভর করে। এটা আবার শওয়াল মাসেরও সূচনার প্রতীক। আর এই মাস হল ইসলামিক (হিজরি) ক্যালেন্ডার অনুযায়ী দশম মাস। চান্দ্রমাস সাধারণত ২৯ থেকে ৩০ দিনের হয়ে থাকে। মুসলিম ধর্মাবলম্বীরা সাধারণত কবে ঈদ, সেই নিশ্চয়তা পাওয়ার জন্য আগের দিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে থাকেন।
ইদ-উল-ফিতরের জন্য বৃহস্পতিবার কোন কোন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে?
ইদ-উল-ফিতরের জন্য বৃহস্পতিবার কোন কোন রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে?
১০ এপ্রিল: কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ এপ্রিল (বৃহস্পতিবার) - রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) (প্রথম শওয়াল): চণ্ডীগড়, সিকিম, কেরল এবং হিমাচল প্রদেশ ছাড়া বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্কই বন্ধ থাকবে।

১০ এপ্রিল: কেরলে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ এপ্রিল (বৃহস্পতিবার) – রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর) (প্রথম শওয়াল): চণ্ডীগড়, সিকিম, কেরল এবং হিমাচল প্রদেশ ছাড়া বেশিরভাগ রাজ্যের ব্যাঙ্কই বন্ধ থাকবে।
এপ্রিল অন্যান্য ব্যাঙ্কের ছুটির দিন:১৩ এপ্রিল (দ্বিতীয় শনিবার) - বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব: ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৫ এপ্রিল (সোমবার) - বোহাগ বিহু/ হিমাচল দিবস: অসম এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এপ্রিল অন্যান্য ব্যাঙ্কের ছুটির দিন:
১৩ এপ্রিল (দ্বিতীয় শনিবার) – বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব: ত্রিপুরা, অসম, মণিপুর, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ এপ্রিল (সোমবার) – বোহাগ বিহু/ হিমাচল দিবস: অসম এবং হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৬ এপ্রিল (মঙ্গলবার) - শ্রী রামনবমী: গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলির ব্যাঙ্ক বন্ধ থাকবে।২০ এপ্রিল (তৃতীয় শনিবার) - গারিয়া পূজা: ত্রিপুরার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
১৬ এপ্রিল (মঙ্গলবার) – শ্রী রামনবমী: গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশের মতো রাজ্যগুলির ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০ এপ্রিল (তৃতীয় শনিবার) – গারিয়া পূজা: ত্রিপুরার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এপ্রিল মাসে বার্ষিক হিসাব শেষ করার উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এর পাশাপাশি বাবু জগজীবন রামের জন্মদিন/ জুমত-উল-ভিদা, গুড়ি পড়ওয়া/ উগাড়ি উৎসব/ তেলুগু নিউ ইয়ার্স ডে/ সাজিবু নঙ্গমাপানবা (চেইরাওবা)/ প্রথম নবরাত্রা, রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর), বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব, বোহাগ বিহু/ হিমাচল দিবস, শ্রী রামনবমী, গারিয়া পূজার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
এপ্রিল মাসে বার্ষিক হিসাব শেষ করার উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। এর পাশাপাশি বাবু জগজীবন রামের জন্মদিন/ জুমত-উল-ভিদা, গুড়ি পড়ওয়া/ উগাড়ি উৎসব/ তেলুগু নিউ ইয়ার্স ডে/ সাজিবু নঙ্গমাপানবা (চেইরাওবা)/ প্রথম নবরাত্রা, রমজান-ঈদ (ঈদ-উল-ফিতর), বোহাগ বিহু/ চেইরাওবা/ বৈশাখী/ বিজু উৎসব, বোহাগ বিহু/ হিমাচল দিবস, শ্রী রামনবমী, গারিয়া পূজার কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
তবে ব্যাঙ্ক পরিষেবার ক্ষেত্রে রীতিমতো আমূল পরিবর্তন এনেছে ডিজিটাল চ্যানেলগুলি। আসলে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যে কোনও জায়গায় যে কোনও সময়ে পরিষেবা পেতে পারেন। এই চ্যানেলগুলি ব্যবহারকারীদের অনায়াসে একাধিক ব্যাঙ্কিং লেনদেন করতে সাহায্য করে।
তবে ব্যাঙ্ক পরিষেবার ক্ষেত্রে রীতিমতো আমূল পরিবর্তন এনেছে ডিজিটাল চ্যানেলগুলি। আসলে ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যে কোনও জায়গায় যে কোনও সময়ে পরিষেবা পেতে পারেন। এই চ্যানেলগুলি ব্যবহারকারীদের অনায়াসে একাধিক ব্যাঙ্কিং লেনদেন করতে সাহায্য করে।
এর মধ্যে অন্যতম হল ফান্ড ট্রান্সফার, লোনের আবেদন, ফিক্সড ডিপোজিট ম্যানেজমেন্ট এবং আরও নানা কিছু।
এর মধ্যে অন্যতম হল ফান্ড ট্রান্সফার, লোনের আবেদন, ফিক্সড ডিপোজিট ম্যানেজমেন্ট এবং আরও নানা কিছু।
ব্যাঙ্কের ছুটির দিনগুলিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করেছে আরবিআই। যথা - নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট হলিডেজ, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) হলিডেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং হলিডেজ।
ব্যাঙ্কের ছুটির দিনগুলিকে প্রধান তিনটি ভাগে বিভক্ত করেছে আরবিআই। যথা – নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট হলিডেজ, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) হলিডেজ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজিং হলিডেজ।

Ramadan 2024: রমজান মাসে জমে উঠেছে সিমাই-লাচ্ছার বাজার

মালদহ: ১৫ রমজান শেষ হতে না হতেই জমে উঠেছে সিমাই, লাচ্ছার বাজার। বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত কারিগর নিয়োগ করে তৈরি করতে হচ্ছে। ইদের আগে বাজার জমে ওঠায় স্বাভাবিকভাবেই খুশি ব্যবসায়ী ও কারিগররা।

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ভাল বেচাকেনা হচ্ছে মালদহের কালিয়াচকের অস্থায়ী সিমাই ও লাচ্ছার বাজারে। রমজান মাস শুরু হতেই বরাবরের মত কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী সিমাই ও লাচ্ছার দোকান। রমজান মাসের শুরু থেকেই অস্থায়ী দোকান বসতে শুরু করে কালিয়াচক বাজার চত্বরে। রমজান মাস সিমাই ব্যবসায়ীদের কাছে বেচাকেনা মরশুম। বছরের এই সময়েই রেকর্ড বিক্রি হয়ে থাকে। এক মাসে বিক্রি বাড়ে প্রায় কয়েক গুণ। তাই স্থানীয় ব্যবসায়ীরা প্রতিবছর এই সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

আর‌ও পড়ুন: ভয়ঙ্কর দর্শন প্রাচীন দেবতা মাশান বাবার পুজোয় উপচে পড়ে ভিড়

বিক্রেতা রবিউল ইসলাম বলেন, হাতে আর মাত্র কয়েকদিন, তারপর‌ই ইদ। তার আগে দোকানে বিক্রি কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর চৌরঙ্গী এলাকায় আমরা অস্থায়ী দোকান তৈরি করি। বাইরে থেকে কারিগর নিয়ে এসে আমরা এসব খাবার তৈরি করে থাকি।

এই বছরেও ১৫ রমজানের পর থেকে বেচাকেনা বেড়ে গিয়েছে কয়েক গুণ। কলকাতা, ডায়মন্ডহারবার, মেটিয়াবুরুজ সহ বিভিন্ন জায়গা থেকে দক্ষ কারিগরদের নিয়ে এসে লাচ্ছা, সিমাই তৈরির কাজ চলছে জোরকদমে।

হরষিত সিংহ

Nawabi Semai Recipe : ইদের মিষ্টিমুখে এবার নবাবিয়ানা! শেষ পাতে রাখুন এই স্পেশ্যাল সেমাই, একবার খেলেই মুখে লেগে থাকবে, রইল রেসিপি

দক্ষিণ ২৪ পরগনা: এবার খুব সহজেই বাড়িতেই তৈরি করুন নবাবি সেমাই। এই সেমাই খেতে খুব সুস্বাদু। এই সেমাই তৈরি করতে লাগে লাচ্ছা। এই নবাবি সেমাই তৈরি করতে লাগবে ২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, চিনি প্রয়োজন মতো, কাস্টার্ড পাউডার, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম সহ আরও অন্যান্য উপাদান।

এই নবাবি সেমাই তৈরি করতে হলে প্রথমে কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভাজতে হবে। এরপর তাতে চিনি গুড়ো এবং মিল্ক পাউডার দিয়ে ভালভাবে ভাজতে হবে। এরপর অন্য কড়াইতে ঘন করে দুধ জ্বাল দিতে হবে। ৫ মিনিট পর কনডেন্স মিল্ক দিয়ে তারপর চিনি দিয়ে নাড়তে হবে। এরপর তাতে দিতে হবে কাস্টার্ড পাউডার।

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

এরপর ক্রিম আকারে তৈরি হলে একটি পাত্রে ভাজা সেমাই দিয়ে, তার উপরে ক্রিম দিতে হবে‌। এরপর তার উপর ভাজা সেমাই দিতে হবে। এরপর তার উপরে বাদাম কুচি ছড়িয়ে দিলে তৈরি হয়ে যাবে নবাবি সেমাই। এই সেমাই খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়।

নবাব মল্লিক

Salman-Aamir Eid Celebration:’চাঁদ মোবারক!’ আমিরের সঙ্গে ইদ পালন সলমনের, দুর্লভ ছবিতে দিলেন বড় চমক

মুম্বই: সারা ভারত জুড়ে খুশির ইদ৷ গতকাল শুক্রবারই দেখা গেছে ইদের চাঁদ৷ এক মাস টানা রোজার পর শনিবার ইদ উদযাপন৷ মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ দিন৷ তেমনই বলি  তারকারা কীভাবে ইদ সেলিব্রেট করছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউবা পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে এই খুশির ইদ সেলিব্রেট করেন৷ চলতি বছর ইদ একসঙ্গে উদযাপন করলেন সলমন খান ও আমির খান৷ বলিউডের মি. পারফেকশনিস্টের সঙ্গে ইদের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সলমন খান৷

একফ্রেমে বলিউডের দুই খান৷ যা খুবই বিরল৷ বলিউডের খানদের মধ্যে সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখা গেলেও আমিরকে খুব একটা এখন আর দেখা যায় না৷ তবে এবারের ইদে বড় চমক দিলেন ভাইজান৷ দুই তারকার যুগলবন্দি দেখে রীতিমতো চমকে গেছেন ভক্তরা৷ এটাই হল এবারের ভাইজানের দেওয়া ভক্তদের ইদের উপহার৷ দেখে নিন ছবিটি,

আরও পড়ুন-ক্রপ টপের উপর শাল জড়িয়েও শেষরক্ষা হল না, স্বল্প পোশাকে দিশাকে দেখে নিন্দার ঝড় নেটদুনিয়ায়

আরও পড়ুন-‘ভুয়ো খবর প্রচার বন্ধ না করলেই কড়া শাস্তি!’ ঐশ্বর্য কন্যা আরাধ্যাকে নিয়ে নির্দেশ আদালতের

সলমন খান সমস্ত অনুরাগীদের ইদের শুভেচ্ছা জানাতে আমির খানের সঙ্গে একটি দুর্লভ ছবি শেয়ার করেছেন নিজের টুইটারে৷ কালো প্যান্ট, কালো শার্টে ইদের দিন ধরা দিয়েছেন ভাইজান৷ আমির খানকে নীল রঙের টি-শার্টে দেখা গিয়েছে৷ ক্যাপশনে লেখা- ‘চাঁদ মোবারক’৷ দাবাং খানের এই ছবিতে ইদের পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা৷ মুহূর্তের মধ্যে এই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ তেমনই সলমন-আমিরের এই ছবিই এখন নেটদুনিয়ায় হটকেক৷ উল্লেখ্য, ‘আন্দাজ আপনা আপনা’ ছবির পর এত বছর কেটে গেলে এখনও পর্যন্ত বড়পর্দায় একসঙ্গে দেখা যায়নি তাঁদেরকে৷ শোনা যাচ্ছে, এবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই সুপারস্টার৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সলমন খান এবং প্রযোজনার দায়িত্বে থাকবেন আমির খান৷ ২০২৩ সালে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায় নি৷ গতকাল ইদেই মুক্তি পেয়েছে ভাইজানের ‘কিসি কি ভাই, কিসি কা জান’ ছবিটি৷ বিশ্বব্যাপী ৫৭০০ টিরও বেশি স্ক্রিন মুক্তি পেয়েছে ফরহাদ সামজির এই ছবি৷

নেই পার্টি, নেই দেখা-সাক্ষাত, সোশ্যাল মিডিয়াতে ইদের শুভেচ্ছা বলিউডের !

#মুম্বই: এরকম ইদ গোটা বিশ্ব দেখল প্রথমবার ৷ যে ইদ মিলনের উৎসব ৷ যে ইদ ভালবাসা ছড়িয়ে দেওয়ার উৎসব ৷ সেই উৎসবেই প্রবেশ করল কোয়ারেন্টাইন শব্দ ৷ গোটা বিশ্ব যেখানে করোনায় নাজেহাল, তখন ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা জলদি সব ঠিক হয়ে যাক ৷

বলিউডের তাবড় অভিনেতারা লকডাউনে বসেই তাঁদের ফ্যানেদের জানিয়ে দিলেন ইদের শুভেচ্ছা ৷ সোশ্যাল মিডিয়াতেই তাঁরা শেয়ার করলেন নতুন-পুরনো ছবি ৷

সাদা চাদর গায়ে ছবি পোস্ট করে দেশের মানুষকে ইদের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন ৷

ছোটবেলার ছবি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানালেন সারা আলি খান ৷

 

View this post on Instagram

 

Eid Mubarak??✨?? #staysafe #stayhome #staypositive

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

শুভেচ্ছা জানালেন রবীনা ট্যান্ডন৷

 

View this post on Instagram

 

#EidMubarak! Wishing you all happiness and peace . ?? good health and prosperity. Credits- Edit- @bhavikphotography ♥️??

A post shared by Raveena Tandon (@officialraveenatandon) on

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ইদের শুভেচ্ছা জানালেন সোনম কাপুর ৷