ট্যাক্সির পিছনের আসনে বসে থাকা যাত্রীকে দিয়েই প্যাকেট কাটিয়ে টাকা উদ্ধার করে পুলিশ৷

Howrah cash recovery: ভোটের মুখে উদ্ধার ৫৯ লক্ষ, হাওড়ায় পুলিশ ট্যাক্সি থামিয়ে প্যাকেট খুলতেই শোরগোল!

হাওড়া: আর ঠিক ৯ দিন পর রাজ্যে প্রথম দফার নির্বাচন৷ তার ঠিক আগে কলকাতার কাছেই উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা৷ এ দিন হাওড়া স্টেশনের কাছে পুলিশের নাকা তল্লাশিতে একটি ট্যাক্সি থেকে প্রায় ৫৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে৷ এই ঘটনায় ট্যাক্সিতে থাকা দুই ব্যক্তি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ৷

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গোলাবাড়ি থানায় নিয়ে গিয়েছে পুলিশ৷ টাকা উদ্ধারের খবর দেওয়া হয় আয়কর দফতরে৷ আয়কর দফতরের আধিকারিকরাও থানায় পৌঁছে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷
প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, ওই দুই ব্যক্তি হাওড়াগামী চম্বল এক্সপ্রেসে করে বর্ধমান স্টেশনে নামে৷ এর পর বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে তারা পৌঁছয় হুগলির কোন্নগরে৷ সেখান থেকে ট্যাক্সি করে তারা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়৷

আরও পড়ুন: ‘বাংলায় এক নম্বর দল হবে বিজেপি!’ ভোটের আগেই বিরাট ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের

পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে ওই টাকা নিয়ে দু জনের কলকাতার দিকে যাওয়াই উদ্দেশ্য ছিল৷ কিন্তু হাওড়া স্টেশনে কাছে জিআর ব্রিজের উপরে নাকা তল্লাশি চালাচ্ছিল গোলাবাড়ি থানার পুলিশ৷ ওই ট্যাক্সিটিকে আটক করে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করতেই তাদের অসংলগ্ন কথাবার্তায় পুলিশকর্মীদের সন্দেহ হয়৷ তখনই তাদের কাছ থেকে দুটি খয়েরি রংয়ের কাগজে মোড়া প্যাকেট থেকে  নগদ ৫৯ লক্ষ টাকা উদ্ধার করেন পুলিশকর্মীরা৷ একটি প্যাকেটে ছিল ২০০ এবং ১০০ টাকার নোটের বান্ডিল৷ দ্বিতীয় প্যাকেটে ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল৷

লোকসভা ভোটের মুখে ঠিক কী উদ্দেশ্যে কোথা থেকে ওই টাকা আনা হল এবং কাদের কাছে তা পৌঁছে দেওয়া উদ্দেশ্য ছিল, জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ এবং আয়কর দফতরের আধিকারিকরা৷ পুলিশ জানিয়েছে, ধৃতরা দাবি করেছে, এক শেঠজির নির্দেশে ওই টাকা নিয়ে বড়বাজার থেকে গয়না কিনতে আসছিল তারা৷ যদিও ওই ব্যবসায়ীর পুরো নাম জানাতে পারেনি তারা৷ গতকাল মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে ট্রেনে ওঠে ওই দু জন৷ যদিও নিজেদের দাবির স্বপক্ষে কোনও নথি দেখাতে পারেনি তারা৷