ফের রাজভবনকে কড়া চিঠি উচ্চশিক্ষা দফতরের

VC Recruitment: ‘দ্রুত ৩১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য চাই’, রাজভবনকে কড়া চিঠি উচ্চশিক্ষা দফতরের!

কলকাতা: ফের রাজভবনকে কড়া চিঠি উচ্চশিক্ষা দফতরের। উপাচার্য নিয়োগ নিয়ে একাধিক কড়া দাবি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। গত মার্চ মাসে রাজ্যপাল তথা আচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শিক্ষা সচিব মনীশ জৈন এবং অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি এই বিষয় নিয়েই রাজভবনে বৈঠক হয়েছিল৷ কিন্তু কোনও সুরাহা হয়নি।

আরও পড়ুন: রোগে জরাজীর্ণ জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু! হাসপাতাল থেকে একটিই অনুরোধ ঋতাভরীর বাবার…

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মোতাবেক দ্রুত ৩১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে পদক্ষেপ করুক রাজ্যপাল। রাজ্যের সঙ্গে আলোচনাক্রমে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ করুক রাজ্যপাল। বেআইনি ভাবে যে উপাচার্যদের নিয়োগ করা হয়েছে তাঁদের নিয়োগপত্র প্রত্যাহার করুক রাজভবন।

এছাড়াও চিঠিতে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল-এ রাজভবন সম্প্রতি চার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কথা জানিয়েছে, সেই নির্দেশও প্রত্যাহার করুক রাজভবন। উচ্চশিক্ষা দফতরের তরফে এই বয়ানেই কড়া চিঠি রাজভবনকে।