Travel Tips: যেন রূপকথার পাতা থেকে তুলে আনা জায়গা! বাড়ির কাছেই ঘুরে আসুন টুক করে, খরচ খুব কম

বকখালি তো শুনেছেন, কিন্তু নিউ বকখালির নাম কি শুনেছেন কখনও? যদি না শুনে থাকেন তাহলে এই পয়লা বৈশাখেই ঘুরে আসুন নিউ বকখালি।
বকখালি তো শুনেছেন, কিন্তু নিউ বকখালির নাম কি শুনেছেন কখনও? যদি না শুনে থাকেন তাহলে এই পয়লা বৈশাখেই ঘুরে আসুন নিউ বকখালি।
জঙ্গল, নদী ও তটভূমি দিয়ে ঘেরা এই এলাকা এখন প্রেমিক-প্রেমিকাদের স্বর্গরাজ্য। জঙ্গল থাকায় বনের মধ্যে হারিয়ে যাওয়ার সুবিধা রয়েছে এখানে।
জঙ্গল, নদী ও তটভূমি দিয়ে ঘেরা এই এলাকা এখন প্রেমিক-প্রেমিকাদের স্বর্গরাজ্য। জঙ্গল থাকায় বনের মধ্যে হারিয়ে যাওয়ার সুবিধা রয়েছে এখানে।
কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। নিকটস্থ রেলস্টশন উকিলের হাট। কাকদ্বীপ থেকেও যাওয়া যায়।
কলকাতা থেকে এই জায়গার দূরত্ব মাত্র ৯০ কিলোমিটার। নিকটস্থ রেলস্টশন উকিলের হাট। কাকদ্বীপ থেকও যাওয়া যায়।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে যেতে উকিলের হাট পৌঁছাতে খরচ পড়বে ১৫ টাকা। এরপর টোটো ভাড়া করে নিউ বকখালি পৌঁছাতে খরচ পরবে ৩০ টাকা।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে যেতে উকিলের হাট পৌঁছাতে খরচ পড়বে ১৫ টাকা। এরপর টোটো ভাড়া করে নিউ বকখালি পৌঁছাতে খরচ পরবে ৩০ টাকা।
মনোরম জায়গা, নদীর তীরে সারাদিন একান্তে বসে থাকলে সময় কেটে যাবে দিব্যি। তবে এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে আপনাকে।
মনোরম জায়গা, নদীর তীরে সারাদিন একান্তে বসে থাকলে সময় কেটে যাবে দিব্যি। তবে এখানে আসলে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে আপনাকে।
তবে জঙ্গলে অনেক পাতা পড়ে রয়েছে সেজন্য যেখানে সেখানে আগুন জ্বালাবেন না এখানে। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন খুব সুন্দর এই জায়গা থেকে।
তবে জঙ্গলে অনেক পাতা পড়ে রয়েছে সেজন্য যেখানে সেখানে আগুন জ্বালাবেন না এখানে। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন খুব সুন্দর এই জায়গা থেকে।