গত বছর নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয় ইলন মাস্কের৷ ছবি- পিটিআই

Elon Musk to visit India: ভারতে আসছেন, জানালেন ইলন মাস্ক! মোদির সঙ্গে সাক্ষাতের পরই বিপুল বিনিয়োগ ঘোষণা?

কলকাতা: চলতি মাসেই ভারতে আসতে চলেছেন বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক৷ ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে মাস্কের৷ এই সফরেই ভারতে টেসলার বিপুল বিনিয়োগ পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন মাস্ক৷

এক্স হ্যান্ডেলে নিজেই ভারতে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক৷ সেখানে তিনি লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছি৷’

প্রসঙ্গত, গত বছর নরেন্দ্র মোদির মার্কিন সফরের সময় তাঁর সঙ্গে বৈঠক হয় ইলন মাস্কের৷ তখনই ২০২৪ সালে ভারতে আসার কথা জানিয়েছিলেন মাস্ক৷

আরও পড়ুন: সম্মানের লড়াই, তবু হার-জিতের হিসেব ভুলে হুগলিতে চমকে দিলেন রচনা-লকেট!

সংবাদসংস্থা রয়টার্স আগেই দাবি করেছিল, ভারতে তাদের প্রস্তাবিত কারখানার জন্য জমি দেখতে চলতি মাসেই এ দেশে আসতে পারেন টেসলার শীর্ষ কর্তারা৷ ওই কারখানা তৈরির জন্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে বলেও রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়৷

মাস্ক আগেই জানিয়েছিলেন, ভারতে টেসলার ইলেক্ট্রিক যান সরবরাহ করা সংস্থার পরিকল্পনার মধ্যেই ছিল৷ মনে করা হচ্ছে, মাস্কের সঙ্গেই টেসলার শীর্ষ কর্তারাও ভারতে আসতে চলেছেন৷ সূত্রের খবর, আগামী ২২ এপ্রিল ভারতে আসতে পারেন মাস্ক৷

টেসলার মতো সংস্থাকে ভারতে বিনিয়োগে উৎসাহী করতে ইতিমধ্যেই নতুন নীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ ওই নীতিতে বলা হয়েছে, ন্যূনতম ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে যে সমস্ত সংস্থা ভারতে বৈদ্যুতিন গাড়ি তৈরির কারখানা গড়ে তুলবে, তাদের আমদানি শুল্কের উপরে ছাড় দেওয়া হবে৷ পাশাপাশি, ৩৫ হাজার মার্কিন ডলারের বেশি দামের সীমিত সংখ্যক ইলেক্ট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রেও পাঁচ বছরের জন্য মাত্র ১৫ শতাংশ আমদামি শুল্ক চাপানো হবে৷

গত বছরই টেসলার পক্ষ থেকে আমদানি শুল্ক এবং কর ছাড়ের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করা হয়েছিল৷ ২০২২ সালে মাস্ক নিজেও জানিয়েছিলেন, প্রথমে ভারতে টেসলার গাড়ি রপ্তানি করে বিক্রি এবং সার্ভিসিংয়ের সুযোগ চান তিনি৷ একমাত্র সেক্ষেত্রেই টেসলা ভারতে নিজেদের কারখানা গড়ে তুলবে বলেও শর্ত দিয়েছিলেন মাস্ক৷