অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: ‘যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়…’ সমন্বয়ের বার্তা অভিষেকের গলায়

কলকাতা: রমজান মাস শেষে আজ খুশির ইদ। কলকাতায় রেড রোডে ইদের নমাজে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কুছ ভি হো, মসম বদলনা চাহিয়ে’  বার্তা দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মিনিট আড়াইয়ের বক্তব্যে এদিন কোনও রাজনৈতিক বার্তা দেননি অভিষেক। তিনি বলেন, “আপনারা এক মাস ধরে রোজা রেখেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহ আপনার সমস্ত কামনা পূর্ণ করুক। সকলের পরিবারে শান্তি, সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালবাসায় থাকুন। যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে করবা চৌথও হয়।”

এদিন সম্প্রীতির বার্তা শোনা যায় রাজ্য়ের মুখ্যমন্ত্রীর কণ্ঠেও। ইদের শুভেচ্ছা জানান তিনি। সকলের সুস্থতা, সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি BJP-কে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই CAA-NRC বাংলায় হতে দেবেন না তিনি, এদিনের মঞ্চ থেকে এই বার্তাও শোনা যায় তাঁর কণ্ঠে।