nayantara

Health Tips: অনাদরে বেড়ে ওঠা এই গাছের পাতাকে যমের মত ভয় পায় ডায়াবেটিস-ব্লাড প্রেশার, দূর হয় ব্রণ-বলিরেখা,যে-কোন-ও সংক্রমণ

আয়ুর্বেদ অত্যন্ত কার্যকর এবং প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি। যার উপর বহু সময় ধরেই মানুষ ভরসা করে আসছেন। আবার আমাদের চারপাশে এমন কিছু গাছপালা দেখা যায়, যেগুলি আয়ুর্বেদিক গুণাগুণে সমৃদ্ধ। এই গাছগুলির মধ্যে অন্যতম নয়নতারা। যার আর এক নাম সদাবাহার।
আয়ুর্বেদ অত্যন্ত কার্যকর এবং প্রাচীন একটি চিকিৎসা পদ্ধতি। যার উপর বহু সময় ধরেই মানুষ ভরসা করে আসছেন। আবার আমাদের চারপাশে এমন কিছু গাছপালা দেখা যায়, যেগুলি আয়ুর্বেদিক গুণাগুণে সমৃদ্ধ। এই গাছগুলির মধ্যে অন্যতম নয়নতারা। যার আর এক নাম সদাবাহার।
নামের মতোই সুন্দর এই গাছের ফুল। সাধারণত সাদা এবং গোলাপি রঙের হয় এই ফুল। বাড়ির আশপাশে অনাদর-অবহেলায় বেড়ে ওঠে নয়নতারা গাছ। অথচ বেশিরভাগ মানুষ জানেনই না যে, এই নয়নতারা গাছের ফুল এবং সবুজ পাতা সমানভাবে উপকারী। আসলে তা ঔষধি গুণে ভরপুর।
নামের মতোই সুন্দর এই গাছের ফুল। সাধারণত সাদা এবং গোলাপি রঙের হয় এই ফুল। বাড়ির আশপাশে অনাদর-অবহেলায় বেড়ে ওঠে নয়নতারা গাছ। অথচ বেশিরভাগ মানুষ জানেনই না যে, এই নয়নতারা গাছের ফুল এবং সবুজ পাতা সমানভাবে উপকারী। আসলে তা ঔষধি গুণে ভরপুর।
এই গাছের পাতা সেবন করলে ডায়াবেটিস থেকে শুরু করে রক্ত চাপ বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। এখানেই শেষ নয়, ত্বকের জন্যও আশীর্বাদ এই গাছ। কারণ রুক্ষ আর শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে সক্ষম নয়নতারা গাছের পাতা।
এই গাছের পাতা সেবন করলে ডায়াবেটিস থেকে শুরু করে রক্ত চাপ বা ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে। এখানেই শেষ নয়, ত্বকের জন্যও আশীর্বাদ এই গাছ। কারণ রুক্ষ আর শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে সক্ষম নয়নতারা গাছের পাতা।
সারা বছর ছোট্ট ছোট্ট ফুলে ভরে থাকে নয়নতারা গাছ। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, গ্রামগঞ্জে রাস্তার ধারে অনাদর অবহেলায় বেড়ে ওঠা এই অতি সাধারণ ফুলের গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে বহুকাল ধরেই এই গাছকে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়ে আসছে।
সারা বছর ছোট্ট ছোট্ট ফুলে ভরে থাকে নয়নতারা গাছ। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, গ্রামগঞ্জে রাস্তার ধারে অনাদর অবহেলায় বেড়ে ওঠা এই অতি সাধারণ ফুলের গাছ ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করে। আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে বহুকাল ধরেই এই গাছকে ডায়াবেটিস বা মধুমেহ রোগের চিকিৎসার কাজে ব্যবহার করা হয়ে আসছে।
এখানেই শেষ নয়, রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নয়নতারা অত্যন্ত উপকারী। এর সবুজ পাতা সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এখানেই শেষ নয়, আয়ুর্বেদশাস্ত্র মতে, এই গাছের মূলকে বহুমুখী বলেও ডাকা হয়ে থাকে।
এখানেই শেষ নয়, রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নয়নতারা অত্যন্ত উপকারী। এর সবুজ পাতা সেবন করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এখানেই শেষ নয়, আয়ুর্বেদশাস্ত্র মতে, এই গাছের মূলকে বহুমুখী বলেও ডাকা হয়ে থাকে।
গত তিন বছর ধরে মধ্যপ্রদেশের তেন্দুখেদা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডা. দীপ্তি নামদেব বলেন, নয়নতারা গাছের পাতা ত্বক সংক্রান্ত সমস্যার চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এই খুবই প্রয়োজনীয় বলে গণ্য করা হয়ে থাকে। ত্বকে চুলকানি, সংক্রমণ কিংবা অন্যান্য সমস্যা হলে এর পাতার ক্বাথ আক্রান্ত স্থানে লাগিয়ে নিলে দারুণ উপকার পাওয়া যায়। এছাড়া নয়নতারা গাছের পাতা ব্রণ এবং বলিরেখা দূর করার জন্যও অপরিহার্য ওষুধ হিসেবে কাজ করে।

গত তিন বছর ধরে মধ্যপ্রদেশের তেন্দুখেদা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডা. দীপ্তি নামদেব বলেন, নয়নতারা গাছের পাতা ত্বক সংক্রান্ত সমস্যার চিকিৎসাতেও ব্যবহার করা হয়। এই খুবই প্রয়োজনীয় বলে গণ্য করা হয়ে থাকে। ত্বকে চুলকানি, সংক্রমণ কিংবা অন্যান্য সমস্যা হলে এর পাতার ক্বাথ আক্রান্ত স্থানে লাগিয়ে নিলে দারুণ উপকার পাওয়া যায়। এছাড়া নয়নতারা গাছের পাতা ব্রণ এবং বলিরেখা দূর করার জন্যও অপরিহার্য ওষুধ হিসেবে কাজ করে।
শুধু তা-ই নয়, এর সবুজ পাতার রস পান করলে গলার সংক্রমণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এতে উপস্থিত অ্যালকালয়েড, আজমালিসিন, সার্পেন্টাইন নামক উপাদান শরীরের যে কোনও রকম সংক্রমণ দূর করতেও সক্ষম। এই পাতার ক্বাথ এবং রস পান করলে গলা ব্যথাও দূর হয়।
শুধু তা-ই নয়, এর সবুজ পাতার রস পান করলে গলার সংক্রমণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এতে উপস্থিত অ্যালকালয়েড, আজমালিসিন, সার্পেন্টাইন নামক উপাদান শরীরের যে কোনও রকম সংক্রমণ দূর করতেও সক্ষম। এই পাতার ক্বাথ এবং রস পান করলে গলা ব্যথাও দূর হয়।